৫টি ফ্রী অ্যান্টিভাইরাস সফটওয়্যার পিসি এবং মোবাইল এর জন্য।

সবাই কে স্বাগতম আরেকটি রিভিউতে।আজকে যে জিনিস এর রিভিউ দিচ্ছি তা হল অ্যান্টিভাইরাস যা আমরা কম বেশি আমাদের পিসি/ল্যাপটপ বা
মোবাইল ব্যাবহার করে থাকি।যার প্রয়োজনীয়তা আমাদের বর্তমান প্রযুক্তি নির্ভর জীবনে খুব বেশি প্রয়জন।আজকের রিভিউ তে কম্পিউটার আর মোবাইল
এর ৫টি ফ্রী এবং ভালো মানের অ্যান্টিভাইরাস নিয়ে কথা বলবো।

কম্পিউটার অ্যান্টিভাইরাস-

AVIRA

১.আভিরা ফ্রী অ্যান্টিভাইরাস
আভিরা অ্যান্টিভাইরাস একসাথে আপনার পার্সোনাল ডাটা,আপনার পিসি এর প্রয়োজনীয় সফটওয়্যার,আপনার ব্রাউসিং এর ডাটা এবং আপনার বাসার
পার্সোনাল নেটওয়ার্ক জন্য ও নিরাপত্তা দিয়ে থাকে।আভিরা আপনাকে রিয়াল টাইম নিরাপত্তা দিয়ে থাকে যেমন আপনার ব্রাউসার এ অপ্রয়োজনীয়
ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়া এবং অ্যাডস থেকে আপনাকে নিরাপত্তা দেয়।
আভিরা অ্যান্টিভাইরাস আপনার পিসি তে ইন্সটল করার জন্য সর্বনিন্ম সিস্টেম স্পেক-
র‍্যাম-২জিবি
ডিস্ক স্পেস-মিনিমাম ২ জিবি।

PANDA

২.পান্ডা অ্যান্টিভাইরাস
পান্ডা অ্যান্টিভাইরাস একটি ফ্রী এবং ১০০% বৈধ একটি সফটওয়্যার। এটিতে রয়েছে এডভান্স টেকনোলজি যা আপনার ম্যালওয়ার এবং আপনাকে
সাইবার নিরাপত্তা দেয়।
পান্ডা অ্যান্টিভাইরাস আপনার পিসি তে ইন্সটল করার জন্য সর্বনিন্ম সিস্টেম স্পেক-
র‍্যাম-৬৪ এম্বি
ডিস্ক স্পেস-মিনিমাম ২০০ এম্বি।

SOPHOS

৩.সোফস হোম
সোফস তাদের অ্যান্টিভাইরাস এ দিয়ে থাকে বিজনেস ক্লাস নিরাপত্তা যা অন্য কোন অ্যান্টিভাইরাস নির্মাতা দিয়ে থাকে নাহ।একটি জার্নাল পিসি ম্যাগ
বলেছে যে সোফস হোম তাদের এডিটর চইসে রয়েছে।
সোফস অ্যান্টিভাইরাস আপনার পিসি তে ইন্সটল করার জন্য সর্বনিন্ম সিস্টেম স্পেক-
র‍্যাম-১ জিবি
ডিস্ক স্পেস-মিনিমাম ১ জিবি।

KASPERSKY

৪.ক্যাসপারস্কি সিকিউরিটি
ক্যাসপারস্কি সিকিউরিটি তার নিরাপত্তা প্রধানের জন্য একটি আলাদা ট্র্যেক বেঁছে নেই আপনাকে আনলাইন এর মাধ্যমে নিরাপত্তা দেওয়ার জন্য।
ক্যাসপারস্কি সিকিউরিটিতে রয়েছে আপনার পিসি।অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসগুলি জন্য একটি ফ্রী পাসওয়ার্ড পরিচালক।সেই সাথে ক্যাসপারস্কি
ভিপিএন এ আপনি পাবেন ৩০০ এম্বি ফ্রী ইন্টারনেট(মাসিক নাকি আমি জানি নাহ)
ক্যাসপারস্কি সিকিউরিটি আপনার পিসি তে ইন্সটল করার জন্য সর্বনিন্ম সিস্টেম স্পেক-
র‍্যাম-১ জিবি ফ্রী ৩২-বিট অপারেটিং সিস্টেমের জন্য এবং ২ জিবি ফ্রী ৬৩-বিট অপারেটিং সিস্টেমের জন্য
ডিস্ক স্পেস-মিনিমাম ১.৫ জিবি।

BITDEFENDER

৫.বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস
বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস ফ্রি সংস্করণ কোম্পানির প্রদত্ত সফ্টওয়্যার হিসাবে একই ম্যালওয়্যার-স্টপিং প্রযুক্তি ব্যবহার করে।সফটওয়্যার টি নিষিদ্ধ
সাইটগুলি ব্লক করতে এবং ফিশিং এবং স্প্যাম থেকে রক্ষা করে এবং সিস্টেমটি পর্যবেক্ষণ করার জন্য একটি ওয়েব ফিল্টার ব্যাবহার করে।
বিটডিফেন্ডার অ্যান্টিভাইরাস আপনার পিসি তে ইন্সটল করার জন্য সর্বনিন্ম সিস্টেম স্পেক-
র‍্যাম-২ জিবি
ডিস্ক স্পেস-মিনিমাম ২.৫ জিবি।

অ্যান্ড্রয়েড অ্যান্টিভাইরাস-

BITDEFENDER

১.বিটডিফেন্ডারের অ্যান্টিভাইরাস
বিটডিফেন্ডারের অ্যান্টিভাইরাস হল একটি ফ্রী অ্যান্টিভাইরাস সফটওয়্যার যা খুব দ্রুততার সাথে আপনার মোবাইল থেকে ভাইরাস দূর করতে সক্ষম।এটি তে
রয়েছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের ভাইরাস স্ক্য্যানার।

২.আভিরা অ্যান্টিভাইরাস
আপনার মোবাইল ডিভাইস হ’ল ডিজিটাল জগতের চাবিকাঠি। এটি আপনার কাজের পক্ষে বা আপনার পছন্দের ব্যক্তির সাথে সংযোগের একমাত্র উপায়
হতে পারে, তাই আপনার ডেটা সুরক্ষিত হওয়া নিশ্চিত করা জন্য রয়েছে আভিরা অ্যান্টিভাইরাস।আভিরা অ্যান্টিভাইরাস আপনার ডিভাইস কে সুরক্ষিত
রাখার জন্য প্রয়োজনীয় সমস্ত টুলস প্রদান করে এবং এটি এমন একটি প্রোগ্রাম যাতে রয়েছে আপনার প্রয়োজনীয় সমস্ত টুলস।

ESET

৩.ইসেট
আপনার ইমেলগুলি ডাউনলোড করার সময়, ভাইরাস, রেনসওয়্যার, অ্যাডওয়্যার, ফিশিং বা অন্যান্য ম্যালওয়্যার সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার আর এখন
কোন কারন ই নেই।ফাইল,শপিং, ব্যাংকিং বা কেবল ওয়েব ব্রাউজ করা।ইসেটে রয়েছে আপনার জন্য সব ধরণের সমাধান।

KASPARESKY

৪.ক্যাসপারস্কি ইন্টারনেট
অ্যান্ড্রয়েডের শুবিধ ক্যাসপারস্কি ইন্টারনেট আপনার ফোন এবং ট্যাবলেটকে নিরাপদ রাখতে সহায়তা করে।আপনার মোবাইল কে ভাইরাস এর থেকে রক্ষা
করার জন্য রয়েছে ক্যাসপারস্কি তে অ্যান্টিভাইরাস-এর সুবিধা।

NORTON

৫.নরটন মোবাইল সিকিউরিটি
নরটন মোবাইল সিকিউরিটি অ্যান্ড অ্যান্টিভাইরাস একটি পুরষ্কার প্রাপ্ত মোবাইল অ্যান্টিভাইরাস সফটওয়্যার।এই ভাইরাস সনাক্তকারী এবং
অ্যান্ড্রয়েডগুলির জন্য ম্যালওয়্যার, ভাইরাস এর বিরুদ্ধে নিরাপত্তা দেয় নরটন মোবাইল সিকিউরিটি।

এখানে দেয়া প্রতিটি সফটওয়্যার(মোবাইল)আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আর পিসির জন্য যদি লাগে তাহলে কমেন্ট করে জানান।
আপনি কোন অ্যান্টিভাইরাস সফটওয়্যার টি ভালো লাগলো এবং আপনি কোনটি ব্যাবহার করছেন কমেন্ট করে জানান।
আর নেক্সট টাইম আপনাদের স্পেসিফিক যদি কোন রিভিউ লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিয়েন।
ধন্যবাদ।

Related Posts

10 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.