১৮,০০০ mAh এর বিশাল ব্যাটরিসম্পন্ন এই ফোন

আজ আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং টেকনোলজি রিলেটেড একটা টপিক নিযে আলোকপাত করবো।শিরোনাম দেখে হয়তো অনেকটা অাঁচ করতে পেরেছেন।অনেকেই অবাক হয়েছেন আবার অনেকেই ভাবছেন শিরোনামে হয়তো আমি ভুল করেছি,একটা শূন্য বেশী দিযেছি।আসলে তা নয়।আপনি ঠিকই দেখেছেন আর আমিও ঠিকই লিখেছি।আজকের পুরো আর্টিকেলটাই খুব ইন্টারেস্টিং। তো চলুন
শুরু করা যাক।

স্মার্টফোন তো আমরা সবাই Use করি। কিন্তু কাউকে যদি জিগ্যেস করা হয় স্মার্টফোনের সবচেয়ে বিরক্তিকর জিনিস কোনটি? তাহলে একেকজন একেক রকম বলবে যেমন কেউ বলবে স্লো নেটওয়ার্ক, আবার কেউ বলবে Low Battary। খুব সম্ভবত বেশীরভাগই হয়তো বলবেন Low Battery. অন্তত আমার কাছে যা মনে হয়।স্মার্টফোনের সব ফিচার ভালো হলেও দেখা যায় ব্যাটারির একটা ঘাটতি রয়েই যায়।অর্থাৎ চাহিদামতো আমরা Battry mAh পাই না।একটানা অনেক ক্ষণ ফোন না চালানোর জন্য হয়তো অনেকেই দুঃখ প্রকাশ করে থাকি।আর তাদের জন্যই আজকের পোস্ট।

সম্প্রীতি 18,000 mAh ব্যাটারির একটি স্মার্টফোন বাজারে  এসেছে। আবারও বলছি 18000  mAh!!.Energizer নামে একটি কোম্পানি ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ইভেন্টে এই ফোন টি প্রদর্শনীতে এনেছিলো। ফোনটির নামও কিন্তু বিশাল, ফোনটির নাম হলো, Energizer Power max P18K  Pop,বিশাল 18,000 mAh ব্যাটারির সাথেই Energizer P18K Pop. ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা। বিশাল ব্যাটারি থাকার কারনেই বাজারে অন্য যে কোনও ফোনের থেকে অনেকটা চওড়া ও ভারি এই স্মার্টফোন।

Energizer P18K Pop ফোনটি 18 মিলিমিটার চওড়া। ফোনটির আবিষ্কারক কোম্পানি জানিয়েছে এক চার্জে এক সপ্তাহের বেশি সময় চলবে এই স্মার্টফোন। এক টানা দুই দিন ভিডিও দেখা যাবে এই ফোনে। অর্থাৎ আপনি টানা দুইদিন ইউটিউবে ভিডিও, মুভি দেখতে পারবেন।আর আর একটা সাধারণ ফোনে হয়তো দুদিনে দেখতে হলে যে কত সময় চার্জ দিতে হতে পারে তা হয়তো নিশ্চয আপনারা বুঝে গিযেছেন। এবার চলুন নরমাল ফোনের ব্যাটারির সাথে এর তুলনা দেখাই।

এখন অনেক ফোনেই 4000 mAh ব্যাটারি থাকে,আর এই ফোনের ব্যাটারি 18000 mAh.অর্থাৎ তুলনা করলে দেখা যাবে এটি সাধারণ ফোনের ব্যাটারি থেকে প্রায় 4.5 গুণ বা ধরে নেন 4 গুণ বেশী শক্তিশালী!কত বিশাল!!

টানা দুইদিন আপনি মুভি দেখলেন অথচ  চার্জিং এর কথা ভুলে যাবেন না তা কী করে হয?তবে আশার কথা হলো ব্যাটারি বড় হলেও এই ফোনে ফাস্ট চার্জিং আছে। অর্থাৎ খুব দ্রুতই এই ফোনটি চার্জ হবে।তাই ব্যাটারী বেশী বলে চার্জ হতেও যে সময় লাগবে এমনটা কিন্তু নয়।

এই ফোনে পপআপ সেলফি ক্যামেরা রয়েছে।এটির ডিসপ্লে 6.2 inch.এটির ফ্রন্ট ক্যামেরা
16+2 megapixel.অর্থাৎ সেলফির জন্য ফোনটি ভালোই হবে।পিছনে রয়েছে রয়েছে ট্রিপল ক্যামেরা অর্থাৎ 12 megapixel +5 megapixel + 2 megapixel.
আর এতে রয়েছে 6 জিবি Ram এবং 128 জিবি স্থায়ী মেমেরি। আরেকটি ফিচার হলো আপনি এটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ অন্য ফোনও চার্জ দিতে পারবেন এই ফোনটির মাধ্যমে।

তবে পিছনের ক্যামেরাটি আরও ভালো হলে হয়ত ঠিক ছিল।ফোনটি একটু মোটা তাই কিছুটা ভারী এবং অনেকের কাছেই হয়ত uncomfortable লাগতেও পারে।

তো এই ছিল আর্টিকেল।সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

Related Posts

14 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.