১ ক্লিক ১ টাকা, ১০০ ক্লিক ১০০ টাকা এবং পেমেন্ট বিকাশ

আসসালামুয়ালাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই কিভাবে বাংলাদেশি ট্রাস্ট অ্যাপস থেকে ইনকাম করবেন। তো চলুন শুরু করা যাক।                        প্রথমে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন BD EARN. অ্যাপস টি ইনস্টল করে ওপেন করে নিন। এ্যাপসটি ওপেন করার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে sign up নামের একটি অপশন থাকবে। সেখানে ক্লিক করে দিন। সাইন আপ করার জন্য আপনার Full name, মোবাইল নাম্বার দিবেন যে নাম্বারটিতে আপনি পেমেন্ট নিতে চান, বিকাশ রকেট বা নগদ যেখানে পেমেন্ট নিতে চান নাম্বারটি এখানে দিবেন। তারপর রেফার নাম্বার দিতে হবে। রেফার নাম্বার ০১৮৯৪৫২০৯১২ দিবেন। তারপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেয়া শেষ হয়ে গেলে sign up ক্লিক করে দিবেন। তারপর আপনার একাউন্টটা হয়ে যাবে। সরাসরি কিভাবে কাজ করবেন? এর জন্য সরাসরি চলে যান আপনার একাউন্টে। একাউন্ট আসার পর earn money তে ক্লিক করুন।start task এর ওপর ক্লিক করবেন এবং তারপর next এ ক্লিক করবেন। Next করার পর এখানে একটা ads আসবে এবং আপনি এখানে ক্লিক করবেন। Ads টা ৩ সেকেন্ড দেখবেন। দেখা শেষ হয়ে গেলে আবার ব্যাক চলে আসবেন। এভাবে ১৫ টা ads দেখার পর আপনার একাউন্টে ১ টাকা জমা হবে। এভাবে আপনি কাজ করতে পারবেন। Ads এর ওপর সঠিকভাবে ক্লিক না করলে অ্যাকাউন্ট ব্লক হবার সম্ভাবনা থাকবে। কাজ করার আগে অ্যাপস এর কাজ করার ভিডিও দেয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন। এভাবে ১৪ বার ক্লিক করার পর ১৫ নাম্বার গিয়ে ads এর ওপর ক্লিক করে দিবেন এবং সেখানে ২ মিনিট অপেক্ষা করবেন। দুই মিনিট অপেক্ষা করা শেষ হয়ে গেলে success লেখা উঠবে। যতক্ষণ পর্যন্ত এ লেখাটি উঠবে না ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখান থেকে ৫০ টাকা হলে বিকাশে নিতে পারবেন। আগামী দিন নতুন কিছু নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।

Related Posts

47 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.