আসসালামুআলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালোভাবে চলছেন। আজকের আর্টিকেলটা মূলত তাদের জন্য যারা হেরে গিয়ে হতাশ করে পরে আছেন। সামনের এগোতে সাহস পাচ্ছেন না। হেরে যাওয়া নিয়ে সান্তনামূলক স্ট্যাটাস – অনেক কবি, সাহিত্যিকরা বলে থাকেন জীবন মানে হচ্ছে প্রতিটা মুহূর্ত যুদ্ধ করে বেঁচে থাকা। জীবনে প্রত্যেকটা যুদ্ধে কেউ সফল হতে পারে না। যুদ্ধে যেমন হারজিত থাকে তেমনি জীবন যুদ্ধে হারজিত থেকেই।
তবে আমরা অনেক মানুষ আছি যারা একটি যুদ্ধে হেরে গেলে বা কোনো কাজে হেরে গেলে হতাশ করে পড়ি প্রচন্ড ভাবে। আমরা একবার হেরে গেলেই ভেবে নেই যে জীবনের অর্ধেকটা অংশ বোধয় শেষ হয়ে গেলো। আমি তো হেরে গেলাম এখন আমি কি করবো। এই ধরনের চিন্তা করে করে আমরা ক্রমশই খারাপ দিকে এগিয়ে যায়।
কিন্তু মাথায় রাখতে হবে যে হার আছে বলে জিত আছে। হারতে জানলে জিততে পারা যায়। কখনো কখনো আমরা জিতে গিয়ে হেরে যাই, আবার কখনো হেরে গিয়েও জিতে যায়। আপনাদের জন্য আজকে কয়েকটা সান্তনা মূলক স্ট্যাটাস থাকবে। আশা করছি এই কয়েকটি স্ট্যাটাস আপনাদের অনুপ্রেরণা যোগাবে পরের যুদ্ধে জয়লাভ করার জন্য।
হেরে যাওয়া নিয়ে সান্তনামূলক স্ট্যাটাস
১. আজ হেরে গিয়েছেন তো কি হয়েছে, কালকের দিনে হয়তো আপনার জন্য আজকের থেকেও বড় কোনো জয় অপেক্ষা করছে।
২. হেরে গিয়ে চুপ করে বসে থাকাটা কখনো বীরত্বের চরিত্র নয়, আসল বীর তো সে যেকিনা হেরে গিয়ে সেটা থেকে শিক্ষা গ্রহণ করে পরের যুদ্ধে জয়লাভ করার কথা চিন্তা করে।
৩. কিছু কিছু হার আমাদের জীবনে অনেক কিছু শিখিয়ে যায়, এমন হার নিয়ে কখনই কষ্ট পাবেন না যেটা আপনাকে জীবনে অনেক বড় শিক্ষা দিয়ে যাবে।
৪. আমরা মানুষ! কখনো জিতে যাই, আবার কখনো জিতে যাই। মানুষের জীবনে দুটোই লেগে থাকে।
৫. কখনো কখনো আমরা জীবনে এমন কোনো যুদ্ধে হেরে যাই যেটা আমাদের প্রকৃতভাবে হারায় না বরং একদিক থেকে জিতিয়ে দেয়। এমন যুদ্ধে হেরে কখনই কষ্ট পাওয়া উচিত নয়।
৬. যখন দ্বিতীয় পক্ষকে জিতিয়ে দেওয়ার মাধ্যমে ভালো কিছুর সূচনা হতে পারে তখন তাকে জিতিয়ে দেওয়াটা শ্রেয়।
৭. জিতে গিয়েও হেরে যাওয়াটা এক ধরনের মহান ব্যক্তিত্বের উদাহরণ।
৮. জীবনে আমরা সবাই জেতার জন্য যুদ্ধ করি, কিন্তু সবাই সব যুদ্ধে জয়ী হয়না। এটা বাস্তব সত্যি কথা, যেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে।
৯. তুমি যদি আজকে হেরে গিয়ে চুপচাপ বসে থাকো তবে পরের যুদ্ধে তুমি আবারও হেরে যাবে। বরং প্রস্তুতি নাও কিভাবে পরের যুদ্ধে তোমার জয় নিশ্চিত করবে।
১০. শত্রুর পেছন থেকে যুদ্ধ করে জয়লাভ করে পাওয়া জয় নিয়ে খুশি হয়ে লাভ নেই, সেই জয়লাভ তোমার জন্য খুশির কারণ যেটাই তুমি বুক ফুলিয়ে বলতে পারো যে তুমি যুদ্ধ করেছো, এবং জিতেছ।
বন্ধুরা এই ছিল আপনাদের জন্য হেরে যাওয়া নিয়ে কয়েকটি স্ট্যাটাস। আশা করছি স্ট্যাটাসগুলো আপনাদের অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবে। Grathor ফেসবুক গ্রুপ: https://facebook.com/groups/grathor.official/

Ok
Nice
❤️❤️
Wow
So sad
সহমত
nice post
Nice