হিংসা ও অহংকার নিয়ে উক্তি

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থান এ ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। হিংসা ও অহংকার নিয়ে উক্তি –

আমরা অনেক সময় অনেক সাফল্যে ঈর্ষান্বিত হই, নিজেকে নিয়ে অহংকার করি। কিন্তু আমরা ভুলে যাই এই খনিকের সাফল্যে খুব বেশি দিনের নয়। কোন না কোন সময় ধংস হবেই। তাই হিংসা এবং অহংকার আমাদের সবসময় পরিহার করা উচিত। হিংসা এবং অহংকার নিয়ে অনেক উক্তি প্রচলিত রয়েছে। নিচে কিছু উক্তি তুলে ধরা হলোঃ

১.তিনটি সত্তা মানুষকে ধ্বংস করে দেয়। লোভ, হিংসা ও অহংকার।

২. অহংকার পতনের মূল।

    — আল হাদীস

৩. অহংকার হচ্ছে, সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। 

   — সহিহ মুসলিম

আরো আছেঃ হিংসা নিয়ে উক্তি

৪. অহঙ্কার কে সামান্যের মাঝেই রাখো, নতুবা একজন মানুষ হিসেবে নিজের মর্যাদা রাখতে পারবা না।

    — জন সেলডেন

৫. অহঙ্কারের মতো বড় শত্রু নেই।

    — চাণক্য

আরো আছেঃ ব্যর্থতা নিয়ে উক্তি

৬. লোভী ও অহঙ্কারী মানুষকে বিধাতা সবচেয়ে বেশি ঘৃণা করে।

    — জন রে

৭. সবসময় স্মরণ রাখবে যে, তােমার মাথা তােমার টুপির চেয়ে উপরে নয়। 

    — জন লিলিঅহংকার নিয়ে উক্তি

৮. বিনয়ী মূর্খ অহংকারী বিদ্বান অপেক্ষা মহত্তর। 

    — জাহাবি

৯. কোন কারণ ছাড়াই যে অন্যকে ঘৃণা করে, সে প্রকৃতপক্ষে অহংকারী। 

    — মার্শাল

১০. একজন অহংকারী মহিলা সংসারের পুরো কাঠামো বিনষ্ট করে দেয়। 

    — পিনিরো

১১. একজন অহংকারী মহিলা গৃহে আগুন লাগাতে পারে।

     — পাবলিয়াস সিয়াস

১২. অহংকার এমন এক আবরণ, যা মানুষের সকল মহত্ব আবৃত করে ফেলে। 

      — জাহাৰি

১৩. আমি একজন অহংকারীকে যতখানি ঘৃণা করি, একজন দোষীকে ততখানি করি না। 

      — হেনরি ব্রান্ড শ

১৪. সদুপদেশ গ্রহণ করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়। 

     — ইমাম গাজ্জালি (রঃ)

১৫. অহংকার জিনিসটা হাতি ঘোড়ার মতো নয়, তাহাকে নিতান্ত অল্প খরচে ও বিনা খোরাকে বেশ মোটা করিয়া পোষা যায়।

  — রবীন্দ্রনাথ ঠাকুর  

১৬. আমার জীবনের যেখানে নিশ্চয়তা নাই, তখন কী দিয়ে অহংকার করব?

   — আর্থার গুইটারম্যান  

১৭. এক কথায় নিজের বড়ত্ব জাহির করার অর্থ অহংকার।

   — হেনরি ফোর্ড    

১৮. চরিত্রের অহংকার সবচেয়ে বড় অহংকার।

    — জেফারসন   

১৯. প্রত্যেকটি অহংকারী লোককে দুঃসহ অবস্থার সম্মূখীন হতে হবে।

   — আরডি মিথ কুক

২০. গর্বের অবস্থান সকল ভুলের নিচে।

    — জন রাসকিন

২১. অহংকারকে জ্ঞানকেও টপকে যেতে পারে আর স্বাভাবিকভাবেই এটা সাধারণ জ্ঞানটুকুওকেও ঢেকে রাখে।

— জুলিয়ান কাসাবিয়ানকাস

২২. অহংকার সর্বদাই প্রশংসা দাবি করে।

— পিয়েরে বইস্টে

. এটাই অহংকারই যা ফেরেশতাদেরকে শয়তান বানিয়েছিল আর মানবতা মানুষকে বানিয়েছিল ফেরেশতা।

— সেইন্ট অগাস্টিন

২৪. মানুষের নিজের ভুলগুলোর উপর পর্দা পড়ে যাওয়াই হলো অহংকার।

— প্রবাদ

২৫. অহংকার সর্বদাই পতনের আগে এসে থাকে।

— স্প্যানিশ প্রবাদ

২৬. অহংকার হলো কে সঠিক তা নিয়ে আর মানবতা হলো কি সঠিক তা নিয়ে।

— এজরা টি. বেনসন

২৭. অহংকার এর কাছে সব কিছুর মূল্য দিলেও সে তোমার কাছে কিছুই রেখে যাবে না।

— সংগৃহীত

২৮. অহংকার তোমার জন্য এক মহা বিপজ্জনক জায়গা তৈরি করে ফেলতে পারে যদি তুমি না জানো কিভাবে এটাকে দমন করতে হয়।

— লেডি গ্যাগা

২৯. অহংকার সব সময়ই দুটি মানুষের ভিতর সবচেয়ে বেশি দূরত্ব সৃষ্টি করে থাকে।

— সংগৃহীত

৩০. অহংকার হলো অ্যাধাত্মিক ক্যান্সার যা মনের মাঝের ভালোবাসা এবং যাবতীয় গুণকে গ্রাস করে।

— সি. লেউস

ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।

মাস্ক পড়ুন

সুস্থ থাকুন

Related Posts

3 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.