Cheap price backlink from grathor: info@grathor.com

হাতের লেখা সুন্দর করার উপায় ।

                 হাতের লেখা

আমার হাতের লেখা খুব খারাপ ছিল, বলে সারের কাছে বকা খেতাম। পরীক্ষা অধিক মার্ক কাটা যেত ।বন্ধুরা হাসাহাসি করে ।

Marketing

এজন্য বিভিন্ন বই, ওয়েব সার্চ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন কৌশল খুঁজে বের করি। সেগুলো অনুসরণ করে আমিও আমার হাতের লেখা সুন্দর করতে পারলাম ।

সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ।

হাতের লেখা সুন্দর করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ।

হাতের লেখা সুন্দর না হলে শিক্ষক বকাবকি করেন,বোস বকাবকি করে ইত্যাদি । এজন্য হাতের লেখা সুন্দর করা খুব গুরুত্বপূর্ণ ।

হাতের লেখা সুন্দর করার জন্য নিচের কথা গুলি অনুসরণ করুন ।

 

১. হাতের লেখা ছোট বেলা থেকেই সুন্দর করার চেষ্টা করুন, কারণ বড় হয়ে হাতের লেখা সুন্দর করা খুব কঠিন মনে হবে ।

২. বেশি বেশি লেখা অনুশীলন করুন ,এতে হাতের লেখা সুন্দর হয়।

৩. দিনে ৩ পৃষ্ঠা করে লেখা অনুশীলন করুন ,এতে হাতের লেখা সুন্দর হয়।

৪. আপনার পছন্দের মানুষের ( যাদের হাতের লেখা সুন্দর) তাদের লেখা অনুসরণ করুন,এতে হাতের লেখা সুন্দর হয়।

৫. প্রথমে আস্তে আস্তে লেখা অনুশীলন করুন, পরে দ্রুত গতিতে লেখার চেষ্টা করুন,এতে হাতের লেখা সুন্দর হয়।

৬. বেশি বেশি বই এর আক্ষর দেখুন ও হাতের লেখা সুন্দর করার চেষ্টা করুন ।

৭. ডান হাত দিয়ে লেখার সময় বাম হাত খাতা ওপর রাখুন,এতে হাতের লেখা সুন্দর করা সম্ভব হয় ।

৮. মনোযোগ সহকারে লেখুন,এতে হাতের লেখা সুন্দর হয়।

৯. কাটাকাটি কম করুন,এতে হাতের লেখা সুন্দর হয় ।

১০. কোনো লেখার উপর ডাবল রাইটিং করবেন না , এতে হাতের লেখা খারাপ  হয় ।

এসব কিছু অনুসরণ ও অনুশীলন করতে পারলে লেখা সুন্দর করা সম্ভব হয় ।

প্রায় এক থেকে দুই মাসের মধ্যে আপনার লেখা সুন্দর হয়ে যাবে ।

নিজের হাতের লেখা সুন্দর দেখানো নিজের জন্য গর্বের বিষয় ।

আপনারা অনুশীলন করতে থাকুন, নিশ্চয়ই সফল হবেন।

আজকে এখানেই শেষ করছি, আজ আর নয়।

আমার এই লিংক এ ক্লিক করুন ,আরও জানুন ।

http://Worldabu54061036.wordpress.com

Related Posts

6 Comments

Leave a Reply