আসসালামুআলাইকুম সবাইকে! কেমন আছেন সকলে? আশা রাখছি সবাই বেশ ভালো থাকবেন। চলে আসলাম নতুন একটি আর্টিকেল নিয়ে আবারও! স্তব্ধতা নিয়ে উক্তি – বন্ধুরা এর আগে আপনাদের বিভিন্ন স্ট্যাটাস সম্পর্কে বলেছিলাম। টাইটেল পড়ে নিশ্চয় বুঝে গিয়েছেন যে আজকের আর্টিকেলটা মূলত স্তব্ধতা নিয়ে স্ট্যাটাস নিয়ে থাকছে। এ ধরনের আর্টিকেল আরও পড়তে আমার প্রোফাইল: https://grathor.com/user/shuvo017/?profiletab=posts
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা দিনের বেশিরভাগ সময়টাই একাকীত্বের মাঝে পার করে। আসলে একটা মানুষ তখনই নীরবতার মাঝে হারিয়ে যায় যখন সে নিজেকে একাকীত্বের সদস্য হিসেবে ধরে নেই। এই স্তব্ধতার মাঝেই হাজারো দুঃখ, কষ্ট, এবং বেদনা লুকিয়ে থাকে। আপনি যদি এই স্তব্ধতা আর নীরবতার খোলস থেকে বের হতে পারেন, তবে জীবনকে কিছুই ভিন্নতার সহিত উপভোগ করতে পারবেন। চলুন কয়েকটি স্তব্ধতা নিয়ে স্ট্যাটাস শুনে নেওয়া যাক।
স্তব্ধতা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন :
১. একজন মূর্খ তার কথাবার্তা দ্বারা পরিচিত হয়ে থাকে সর্বসম্মুখে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি সর্বসম্মুখে পরিচিত হয়ে থাকে তার স্তব্ধতা ও নীরবতার দ্বারা। – পিথাগোরাস
২. একটি ভয়ানক স্তব্ধতা প্রথমে আমাদের কানকে আক্রমণ করে, যার জন্য আমরা হতাশার শব্ধ শুনতে পাই এবং নীরবতার মাঝে হারিয়ে যায়।
৩. কখনো কখনো স্তব্ধতার মাঝেও এক প্রকার শান্তি খুঁজে পাওয়া যায়, যেটা অনেকে খুঁজে পায় না। স্তব্ধতা মানুষের মনের একটা ভাষা।
৪. একটা মানুষ স্তব্ধতার মাঝে হারিয়ে যায় তখনই, যখন সে কোনো কাজে অসফল বা অকৃতকার্য হয়। আর এর উত্তর তার নীরবতার মাঝেই নিহিত রয়েছে।
৫. স্তব্ধতার মাঝেও মানুষ শক্তিশালী হতে পারে। ভুলে গেলে চলবে না সৃষ্টিকর্তা নিজেও কিন্তু নিরব থেকেই সবার সমস্যার সমাধান করে থেকে। আমাদের নিয়ন্ত্রণের জন্য সৃষ্টিকর্তার আমাদের সাথে কথা বলার প্রয়োজন পড়ে না।
৬. যার নিজের মধ্যে স্থিরতা স্পর্শ করতে পারে না তার কাছে শান্তি কখনই আসবে না। – জগ্গি বাসুদেব
৭. আমি স্তব্ধতার মাঝে আছি এটা ভেবে যে আমাদের জীবনের দুটি পার্ট রয়েছে। একটি হচ্ছে আমাদের ভেতরের যেটা কেউ দেখতে পায়না, অন্যটা হচ্ছে বাহিরের যেটা মানুষ দেখতে পায়। আমার ভেতরের আর বাহিরের মধ্যে কোনো তফাৎ নেই।- Ramana
৮. “যদি তুমি শান্তি চাও, তবে স্তব্ধ হও। যদি তোমার জ্ঞানের প্রয়োজন হয়, তবে স্তব্ধ হও। তোমার যদি ভালবাসার প্রয়োজন হয়, তবে স্তব্ধ হও।”- বেকা লি
৯. নীরবতা, স্তব্ধতা এবং একাকীত্বের মতো নিশ্চিত কিছু নেই। কিন্তু এটি আপনাকে নিজের গোপনীয়তার সাথে পরিচয় করিয়ে দেবে এবং পরিচয় করিয়ে দিবে নিজের ভেতরের কষ্টগুলোর সাথে। – গাই ফিনলে
১০. আমি আর আমার আকাশ আজ স্তব্ধতার অনলে বাস করছি। স্তব্ধতার মধ্যেই নিজেকে বোঝার ক্ষমতা রয়েছে।
বন্ধুরা আজকে আমরা স্তব্ধতা নিয়ে কয়েকটি স্ট্যাটাস শুনলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের আর্টিকেলটা ভালো লেগে থাকে তবে শেয়ার করতে ভুলবেন না যেন। আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোনঃ https://facebook.com/groups/grathor.official/

Nice
Ok
Nice
Wonderful
Nice work
Mind blowing
Heart breaking
H
ok