সিমেন্ট নিয়ে কিছু কথা জানা না থাকলে চরমভাবে মিস করবেন কিন্তু

প্রকৌশল নির্মাণে সিমেন্ট একটি উন্নতমানের জোড়ক পদার্থ। জোড়ক পদার্থ হিসেবে এটা সৰ্বাধিক ব্যবহৃত। ক্যালসিয়াম ও
ম্যাগনেসিয়াম যৌগ সম্বলিত চুনজাত সামগ্রী পুড়িয়ে মিহি পাউডারে পরিণত করে সিমেন্ট তৈরি করা হয়। কোন কোন ক্ষেত্রে
অতি ঔদক চুনের সাথে সাদৃশ্য থাকলেও এর ঔদকতার মাত্রা অনেক বেশি।
বর্তমান যুগে কাঠামাে নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে উন্নতমানের জোড়ক পদার্থ হলাে সিমেন্ট। চাহিদানুযায়ী বিভিন্ন কাজের
উপযােগী করে বিভিন্ন মান ও ব্যান্ডের সিমেন্ট তৈরি করা সম্ভব হয়েছে বিধায় প্রায় সকল কাঠামাে নির্মাণেই সিমেন্ট ব্যবহার।
হয়। সিমেন্ট মিহি পাউডার আকৃতির। এগুলাে সহজে পানির উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জমাটবদ্ধ হয়ে নির্মাণের
এককসমূহকে সংযুক্ত করে বিধায় এগুলাে শক্তিশালী কাঠামাে নির্মাণে সহায়ক। এগুলাের সাথে অ্যাডমিক্সচার মিশ্রণ করে
এগুলাের জমাটবদ্ধতার সময় নিয়ন্ত্রণ করা যায় বিধায় এগুলাে দ্রুত জমাটবদ্ধতা ও কাঠিন্যতা অর্জনে সক্ষম এবং কাজের
চাহিদানুযায়ী এগুলাের জমাটবদ্ধতা ও কাঠিন্যতা অর্জনের সময় বিলম্বিতও করা যায়। এগুলাে পানির নিচের কাজে যেমন-
বাঁধ, পােতাশ্রয়, জেটি ইত্যাদি, গগনচুম্বী অট্টালিকা নির্মাণে, ঝুলন্ত কাঠামাে ইত্যাদি নির্মাণে সফলভাবে ব্যবহার করা যায়।
এগুলাের জোরালাে ও স্থায়ী বন্ধন ক্ষমতা, দীর্ঘ আয়ুষ্কাল ও যে কোনাে আবহাওয়ায় টিকে থাকার গুণ থাকায় জোড়ক পদার্থ।
হিসেবে এগুলাের ব্যবহার ব্যাপক। এছাড়াও এগুলাে যে কোনাে আকার-আকৃতির কাঠামাে নির্মাণে ব্যবহার করা যায়। বিভি
বর্ণের সিমেন্ট প্রস্তুত করা যায় বিধায় বিভিন্ন অলংকারমূলক কাজে জোড়ক সামগ্রী হিসেবেও এগুলাে ব্যবহার করা যায়।
এগুলাে ধাতব পদার্থের (আয়তন) সাথে রাসায়নিক বিক্রিয়া করে না বিধায় এগুলাের নির্মাণে রিইনফোর্সমেন্ট ব্যবহার করা
যায়। মােট কথা, উন্নত বন্ধন সামগ্রী হিসেবে সিমেন্ট-এর বিকল্প নেই একথা সর্বজনস্বীকৃত।

👉সিমেন্টের সংজ্ঞা
(Define of Cement)
সিমেন্ট একটি উন্নতমানের জোড়ক পদার্থ । প্রকৌশল নির্মাণ জোড়ক পদার্থ হিসেবে এটা সবার্ধিক ব্যবহৃত। ক্যালসিয়ায়।
ম্যাগনেসিয়াম যৌগ সম্বলিত চুনজাত সামগ্রী পুড়িয়ে মিহি পাউডারে পরিণত করে সিমেন্ট তৈরি করা হয়। এর সাথে উদ
চুনের সাদৃশ্য আছে। তবে এটা উদক ‘চুন অপেক্ষা অধিক উদক গুণ সম্পন্ন। সিমেন্ট মিহি পাউডার বিশেষ, এগুলাে সহ
পানির উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জমাটবদ্ধ হয়ে নির্মাণের এককসমূহকে সংযুক্ত করে বিধায় এগুলাে শক্তিশা
কাঠামাে নির্মাণে সহায়ক। এগুলাের সাথে এডমিক্সাচার মিশ্রণ করে এগুলাের জমাটবদ্ধতার সময় নিয়ন্ত্রণ করা যায় বিধা
এগুলাে দ্রুত জমাটবদ্ধতা ও কাঠিন্যতা অর্জনে সক্ষম এবং কাজের চাহদানুযায়ী এগুলাের জমাটবদ্ধতা ও কাঠিন্যতা অর্জনে
সময় বিলম্বিতও করা যায়। পরিশেষে বলা যায় যে, এ জোড়ক পদার্থের উপযােগিত এত বেশি এবং ব্যবহার এত ব্যাপক
এর আবিষ্কার না হলে মানব সভ্যতার বর্তমান পূর্ণতাপ্রাপ্তি অসম্পূর্ণ থেকে যেতাে।

Related Posts

10 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.