সায়েন্টিফিক ক্যালকোলেটরে আই.সি.টি করুন।

আসলামুআলাইকুম৷আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আমরা যারা এই ওয়েব সাইটে কাজ করি তারা প্রায় অনেকেই ছাত্র।আমি নিজেও একজন ছাত্র।আজ আমি যে বিষয় টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছ ক্যালকোলেটর নিয়ে।আমরা যারা এইস এস সি লেবেলে আছি তারা এই পোষ্টটি থেকে উপকৃত হব আশা করছি।
এইস এস সি তে যে বিষটি নিয়ে ছাত্ররা চিন্তা করে সেট হচ্ছে আই.সি.টি৷কিন্তু আমি বলব আইটি নিয়ে তুমরা কোন চিন্তা করবা না।এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটায় যাই।এইচ এস সি আই সি টি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আমি কথা বলবো। আমারা জানি এইচএসসি তে চার ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে। কোন একটি সংখ্যা দেওয়া থাকে এবং তা থেকে অন্য সংখ্যায় রুপান্তর করতে হয়। তো আমরা সকলেই জানি কিভাবে এটা করতে হয়। কিন্তু পরিক্ষায় MCQ এ যখন এমন কিছু প্রশ্ন করে তখন হয় সমস্যা।তাই আমি আজ আপনাদের শিকাব সায়েন্টিফিক ক্যালকোলেটরে কিবাবে আপনারা এই সব সমসসা সমাধান করবেন মাত্র দশ সেকেন্ডে।ত চলুন শুরু করা জাক।প্রথমই সায়েন্টিফিক ক্যালকোলেটরের mood নামে বাটনটি তে দুই বার ক্লিক করতে হবে।তারপর 3 এ ক্লিক করতে হবে।তাহলে ক্যালকোলেটর base mood এ যাবে।

১.ডেসিমাল থেকে বাইনারিঃ
প্রথমেই ডেসিমাল সংখ্যাটি ক্যালকোলেটরে টাইপ করুণ। তারপর = বাটনটিতে ক্লিক করুণ।তারপর log বাটন চাপুন।তাহলে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট হয়ে যাবে।
২.ডেসিমাল থেকে অক্টালঃ
প্রথমেই ডেসিমাল সংখ্যাটি ক্যালকোলেটরে টাইপ করুণ। তারপর = বাটনটিতে ক্লিক করুণ।তারপর ln বাটন চাপুন।তাহলে ডেসিমাল থেকে অক্টালয়ে কনভার্ট হয়ে যাবে।
৩.ডেসিমাল থেকে হেক্সাডেসিমালঃ
প্রথমেই ডেসিমাল সংখ্যাটি ক্যালকোলেটরে টাইপ করুণ। তারপর = বাটনটিতে ক্লিক করুণ।তারপর
/\(এই বাটনটি হচ্ছে পাওয়ার বা সূচক বাটন)বাটন চাপুন।তাহলে ডেসিমাল থেকে অক্টালয়ে কনভার্ট হয়ে যাবে।
৪.বাইনারি থেকে ডেসিমালঃ
প্রথমেই log বাটনটি চাপুন।তারপর বাইনারি সংখ্যাটি ক্যালকোলেটরে টাইপ করুণ। তারপর = বাটনটিতে ক্লিক করুণ।তারপর স্কয়ার বাটন চাপুন।তাহলে বাইনারি থেকে ডেসিমাল এ কনভার্ট হয়ে যাবে।

অনুরূপ ভাবে যেকোনো সংখ্যা থেকে অন্য সংখ্যায় কনভার্ট করা যায় মাএ ১০ সেকেন্ডে।

[বি.দ্রঃযেকোন সায়েন্টিফিক ক্যালকোলেটরে এটি করা যায়।কোন সমস্যা হলে কমেন্টে বলবেন। আমি সলভ করে দিব।]

Related Posts

1 Comment

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.