সামাজিক অন্তরীকরণ বলতে কি বুঝায়?
উত্তরঃ যে প্রক্রিয়ার মাধ্যমে সংস্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে থাকে তাকে সংস্কৃতিক আত্তীকরণ বলে।
সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ দাও।
উত্তরঃ সামাজিক পরিবর্তন সামগ্রিক সমাজ ব্যবস্থার একটি স্বাভাবিক পরিক্রমা। সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হয়।
সামাজিক পরিবর্তনের দুটি উদাহরণ নিম্নে দেওয়া হলঃ
১. যেমন রাজধানী শহর থেকে গ্রাম্য এলাকার ফাস্টফুড, সংস্কৃতি, আচার অনুষ্ঠান একটি বড় ধরণের সামাজিক পরিবর্তন।
২. কেরোসিনের আলোয় সন্ধ্যাপ্রদীপ, উনুনে গাছের ডালের আগুণ এসবের স্থলে অধিকার দখল করে নিয়েছে। বিদ্যুৎ এর ঝলক একটি সামাজিক পরিবর্তন এর উদাহরন।

OK.
Ok
gd
❤️