শুরু হচ্ছে পিএসএল ২০২০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ( সিপিএল) বা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মত টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে পাকিস্তান, যার নাম পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যদিও আসরটির বেশিরভাগ ম্যাচই এতদিন অনুষ্ঠিত হত সংযুক্ত আরব আমিরাতে। পিএসএলের ভেন্যু হিসেবে তাই আরব আমিরাতই পরিচিত হয়ে ওঠে। তবে টুর্নামেন্টটির এবারের আসরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে পাকিস্তানে। দেশটিতে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিয়েছে এই সিদ্ধান্ত। পাকিস্তানের মোট চারটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হল- লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচি জাতীয় স্টেডিয়াম, মুলতান ক্রিকেট স্টেডিয়াম ও পিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।আজকে থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ টি২০ ২০২০। পাকিস্তানে আয়োজন বলে টুর্নামেন্টে তারকার কমতি কিন্তু কম নেই।কারণ ১ম বারের মতো যে নিজ দেশে আয়োজিত হচ্ছে পাকিস্তান ক্রিকেটের এই আসরটি।এটি এই আসরের ৪র্থ আয়োজন.টুর্নামেন্টের মোট দল ৬টি।রাউন্ড রবিন লীগে একে অপরের সাথে ২ বার করে খেলে এরপর সেমিফাইনাল,ফাইনাল দিয়ে টুর্নামেন্টের আনুস্ঠানিকতা সাড়া হবে। কোন কোন তারকা কোন কোন দলে আছেন, চলুন দেখে নেওয়া যাক—
ইসলামাবাদ ইউনাইটেড: শাদাব খান (অধিনায়ক), ডেল স্টেইন, কলিন ইনগ্রাম, কলিন মানরো, লুক রঙ্কি, রেসি ফন ডার ডুসেন, ফাহিম আশরাফ, আসিফ আলী।
করাচি কিংস: ইমাদ ওয়াসিম (অধিনায়ক), বাবর আজম, অ্যালেক্স হেলস, ক্যামেরন ডেলপোর্ট, ক্রিস জর্ডান, মোহাম্মদ আমির, লিয়াম প্লাঙ্কেট।
লাহোর কালান্দার্স: ক্রিস লিন, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, সেকুগে প্রসন্ন, সালমান বাট, শাহিন আফ্রিদি, লেন্ডল সিমন্স, ডেভিড ভিসে।
মুলতান সুলতানস: শান মাসুদ (অধিনায়ক), মঈন আলী, রাইলি রুশো, জেমস ভিন্স, শহীদ আফ্রিদি, ফাবিয়েন অ্যালেন, রবি বোপারা, ইমরান তাহির, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান, সোহেল তানভীর।
পেশোয়ার জালমি: ড্যারেন স্যামি (অধিনায়ক), কাইরান পোলার্ড, লিয়াম ডসন, ডোয়াইন প্রিটোরিয়াস, হাসান আলী, ইমাম-উল-হক, লিয়াম লিভিংস্টোন, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: সরফরাজ আহমেদ (অধিনায়ক), শেন ওয়াটসন, জেসন রয়, আহমেদ শেহজাদ, বেন কাটিং, টাইমাল মিলস, কিমো পল, মোহাম্মদ হাসনাইন।

Related Posts

16 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.