শিক্ষানীয় মজার গল্প (২টি ছোট গল্প)

হ্যালো বন্ধুরা , কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ও ভালো আছি ।  আজকে আমি আপনাদের সাথে ২টি ছোট মজার গল্প শিক্ষানীয় গল্প বলব। আপনারা পুরো গল্পটি পড়বেন।

প্রথম গল্প :- একটি লোক বলে সৃষ্টিকর্তা নাকি কিছুিই করতে পারেনা । সে বেলে আমরা কোন কিছু না চাইলে । সৃষ্টিকর্তা কিছুই করতে পারবেনা । সে বলে তা আপনাদের প্রমান করে দিবো। 

লোকটি বলে আমি ১২ঃ১২ঃ১২ঃ অর্থ্যৎ ১২ ডিসেম্বর দুপুর ১২ টায় সে মৃত্যু বরণ করবে । ও নিজের মৃত্যু নিজেই ঠিক করবে । সৃষ্টিকর্তা কিছুই করতে পারবেনা । সে নিজের মৃত্যু ঠিক করল ১২ ডিসেম্বর দুপুর ১২ টায় মৃত্যু বরণ করবে বলে ।

তাই সে একদিন একটি খাতার ১২ নাম্বার ‍পৃষ্ঠায় সে লিখলো আমি ১২ ‍ডিসেম্বর দুপুর ১২ মৃত্যু বরণ করবে । এবার ১২ ডিসেম্বর সকাল ১০ টায় সে শহরের একটি ২০ তলা  উঁচু একটা ভবনে উঠলো । সে সেখান থেকে জাপদিবে  তখন পুলিশ পাবলিক সবাই জানতে পারলো সেখানে অনেক ভীড় জমা হলো । লোক জন তাকে জিজ্ঞাস করলো তুমি কেন মরতে চাও , সে উপর থেকে ওই চিঠি নিচে ফেলে দিলো ।  সবাই তা পড়লো  । কিন্তু দুঃখ জনক হলো লোকটি দুপুর ১২ টায় তার মৃত্যু নির্ধারণ করে । কিন্তু সে মানুষের চাপে পড়ে সে সকাল ‘১১ টায় উপর থেকে লাপ দেয়ে আর সেখানে সে মৃত্যু বরণ করে ।

এই গল্পটি দ্বারা আমরা একটা শিক্ষা পেলাম । আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্য জন্ম ও মৃত্যু‘র সময় ঠিক করে রেখেছেন । তার ঠিক করা সময়ের এক সেকেন্ড আগে আমরা জন্ম গ্রহন করবনা । আর এক সেকেন্ড  আগে বা পরে আমরা মৃত্যু বরন করবনা । আজরাঈল ঠিক সময়ে আমাদের নিকট উপস্থিত হবেন।

দ্বিতীয় গল্প  :- আমি ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইলে ১কোটি টাকা এসেছে । আমি দেখে অনেক খুশি হয়েছি । আমি আমার বোন কে বললাম আমার মোবাইলে ১কোটি টাকা এসেছে । সে বলে এত খুশি হওয়ার দরকার নেই আমি ও এখন ১কোটি টাকার মালিক । মাকে বললাম আমি এখন কোটিপতি তিনি বলেন আমার মোবাইলেও ১কোটি টাকা আছে । বাহির হয়ে গেলাম আশে পাশে যাকে সে বলে আমিও এখন কোটিপতি । গুরতে গুরতে অনেক ক্লান্ত হয়েগেছি । তাই ভাবলাম একটু দোকান থেকে একটা চাঁ খেয়ে আসি । দোকানে গিয়ে দেখি দোকান বন্ধ। 

ভাবলাম এখানে যখন দোকান বন্ধ তাহলে একটু পুরান ঢাকার বিরিয়ানী খেয়ে আসি ।  কিন্তু সেটাও বন্ধ ।

“ডাক্তার কাছে গেলে সে ও আর ডাক্তারি করবনা সে কোটিপতি ।

“কৃষক সেও আর চাষ বাদ করবেনা ।

“মুদি দোকানে গেলে দোকান বন্ধ সে ও আর  কাজ করবেনা ।

এরকম ভাবে প্রায় ১৫ বা ২০ দিন যাওয়ার পর মানূষ কোন খাওয়ার খেতে পাচ্ছেনা । মানুষ মানুষকে খেয়ে ফেলার মত অবস্থা হয়েছে। একজন লোক যেন আমাকে খেয়ে ফেলার যেন তাড়া করছে । আমি ভয়ে চিৎকার দিয়ে  উঠি । দেখি আমি সপ্ন দেখেছি।

মা বলে আয় চাঁ খাবি । আমি যেয়ে মাকে  গিয়ে বলি আমরা যেমন আছি সেরকম আমাদের আর বেশী টাকা প্রয়োজন নাই ।

আমাদের কাছে শুধু কোটি কোটি  টাকা থাকে কিন্তু খাওয়ার কোন জিনিস নেই তাহলে এত টাকা গিয়ে কি হবে ।

গল্প গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

আজকে জন্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেয

Related Posts

15 Comments

  1. We should bear in mind that we come from heaven but our deeds in the worldly life decides where we will go.So It’s clear that we are told to seek our right place by our deeds.We get a time by God and He will call us in time.

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.