শাওমি পোকো এম২ মোবাইলটি সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ,২০২০ সালে রিলিজ করা হয়। শাওমি পোকো এম২ মোবাইলটির কালার হচ্ছে লাল,কালো ও নীল। ফোনটির সিম ডুয়াল নেনো ও ২জি,৩জি ও ৪জি সাপোর্টেড। শাওমি পোকো এম২ মোবাইলটির ইউএসবি ভার্সন ২.০ ও ব্লুটুথ ভার্সন হিসেবে রয়েছে ৫.০। মোবাইলটি ইউএসবি টাইপ সি সাপোর্টেড। মোবাইলটিতে গোরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে। মোবাইলটি যদি পানিতে ভিজে যায় তাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ মোবাইলটি ওয়াটার প্রুফ নয়।
শাওমি পোকো এম২ এই মোবাইলটির রেম ৬জিবি ও রোম ৬৪/১২৮ জিবি দুইটি ভেরিয়ান্টে পাবেন। মোবাইলটির পিছনের ক্যামেরা ও সামনের ক্যামেরা হিসেবে পাবেন ২৮ ও ৮ মেগাপিক্সেল। শাওমি পোকো এম২ মোবাইলটি দিয়ে ভিডিও করা যাবে ১০৮০ পি ফুল এইচডি কোয়ালিটি যা আপনার ভিডিওকে করে তুলবে আরো দ্বিগুণ সুন্দর।মোবাইলটির অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ১০ ও এমআইউআই ১২ যা দিয়ে আপনি লেটেস্ট সব এ্যাপ চালাতে পারবেন এই মোবাইটিতে।
মোবাইলটিতে ব্যাটারি হিসেবে রয়েছে ৫০০০ এমএইচ এর ব্যাটারি ও চার্জার হিসেবে রয়েছে ফার্স্ট চার্জিং ১৮ ওর্য়াড এর চার্জার। আর এই চার্জার দিয়ে আপনি ৩০মিনিটে ৫০℅ চার্জ করে ফেলতে পারবেন এই মোবাইলটির। মোবাইলটির ডিসপ্লে সাইজ ৬.৫৩ ইঞ্চি ও মোবাইলটির ওজন ১৯৮ গ্রাম। মোবাইলটি তৈরি করা হয় চায়নাতে ও এর বাংলাদেশি অফিসিয়াল প্রাইজ ১৫ হাজার ৯শত ৯৯ টাকা।
আশা করি শাওমি পোকো এম২ মোবাইলটির সিকিউরিটি আপনাকে হতাশ করবে না সিকিউরিটি হিসেবে পিছনে ফিন্গারপ্রিন্ট ও সামনে ফেস লক রয়েছে।এছাড়াও রয়েছে প্যার্টান লক, পিন লক, পাসওয়ার্ড লক ও সোয়াইপ লক যা আপনার মোবাইলকে করে তুলবে আরো সিকিউরিটি সম্পূণ।
তো এই ছিল আজকের এই শাওমি পোকো এম২ এর মোবাইল রিভিউ ও ফিচারসমূহ আপনার মতে কেমন মোবাইলটির ফিচারসমূহ কি আপনার আদৌ পছন্দ হয়েছে কিনা তা কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর সবসময় গ্রাথরের সাথে থাকবেন ধন্যবাদ।


Wow
wow,ato kom dame ato kisu
bro, ata ki bortoman price??
Nice post
Joss phone
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
Please support me🙂
Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q
Facebook page:
https://fb.watch/bdOvq_ulzV/
nice
gd