শাওমি রেডমিতে একজিবি ফ্রী

শাওমি এবং বাংলালিংক যৌথভাবে নিয়ে এলো আপনাদের জন্য নতুন অফার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। টেলিযোগাযোগের এই যুগে আমাদের দিন দিন নতুন নতুন চমক দিয়ে যাচ্ছে বাংলালিংক। বাংলালিংকের বিশাল শক্তিশালী নেটওয়ার্ক এবং সেই সাথে বাধাহীন ইন্টারনেট আমাদের বার বার এই সিম কার্ড কেনার প্রতি আকৃষ্ট করছে।

মোবাইল অপারেটর প্রতিষ্ঠান শাওমি নিত্যনতুন মডেল এবং সেই সাথে নতুন নতু৷ ফিচার উপহার দিচ্ছে আমাদের। তারই ধারাবাহিকতায় যুক্ত হলো আরেক অফার। শাওমি রেডমি Y3 মডেলের মোবাইল ফোন কিনলেই পাবেন বাংলালিংকের সৌজন্যে একটি ৪ জি নেটওয়ার্ক এর সিম কার্ড ফ্রী। শুধু এখানেই শেষ নয়। সেই সিমে সাথে সাথে ২৩ টাকা রিচার্জে ক্যাশব্যাকের পাশাপাশি ৫০টাকা ফ্রী ব্যালেন্স টকটাইম। আবার প্রতি মাসে ১ জিবি ইন্টারনেটতো থাকছেই।

যেহেতু ফোনের ওয়ারেন্টি এক বছর তাই আপনি ফোন কিনার পর থেকেই পুরো এক বছর অবধি ১জিবি ইন্টারনেট ফ্রী পাবেন বাংলালিংকের কল্যাণে। অফার কিন্তু এখানেই শেষ নয়। আপনি শাওমি রেডমি Y3  মাত্র ১৮ টাকায় রিচার্জে পাচ্ছেন ১ জিবি ইন্টারনেট  মেয়াদ ৩ দিন। তাছাড়া আপনি নির্দিষ্ট হ্যান্ডসেট কিনলেই পাবেন বাংলালিংকের সৌজন্যে ২৩ টাকায় ৫০০ মেগাবাইট ইন্টারনেট। তাই আর দেরি কেন? আজি কিনে ফেলুন হ্যান্ডসেটটি এবং উপভোগ করুন নির্দিষ্ট    অফারটি ।

অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য বিদ্যমান। তাই আপনি যদি নির্দিষ্ট অফারটি উপভোগ করতে চান তাহলে আজই  শাওমি রেডমি    Y3ফোনটি  ফেলুন। লুফে নিন অফারটি। অফারটি পেতে আপনি শাওমির কাস্টমার কেয়ার এ যেতে হবে সেখানে ফোন কিনার পরই বাংলালিংকের প্রতিনিধি আপনাকে বাকি বিষয়টা বুঝিয়ে দেবে। তবে অবশ্যই সিম কার্ড কিনার পূর্ব মূহুর্তে জাতীয় পরিচয়পত্র সাথে করে নিয়ে যেতে ভুলবেন না কিন্তু। কারণ জাতীয় পরিচয়পত্র ছাড়া আপনি কোন ভাবে সিম কার্ড কিনতে পারবেন না।

 

 

 

Related Posts

21 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.