ল্যাপটপ পরিষ্কার করার উপায়, কয়েকটি উপায়ে ল্যাপটপের যন্ত নিন

ল্যাপটপ পরিষ্কার করার উপায়, কয়েকটি উপায়ে ল্যাপটপের যন্ত নিন: একটি নতুন বা পুরাতন ল্যাপটপ ক্রয় করতে হলে আপনাকে মোটামুটি বড় ধরনের অম্যাউন্ট খরচ করতে হয় এবং সেই ল্যাপটি যদি সামান্য একটু যত্নের অভাবে নষ্ট হয়ে যায় তখন টাকার চেয়ে দুঃখের পরিমাণ বড় হয়ে দাঁড়ায়। তাই আপনার অতি প্রিয় এবং প্রয়োজনীয় ল্যাপটপটিকে যন্ত নেওয়া অত্যান্ত জরুরী।

ল্যাপটপ খুব সহজেই ভঙ্গুর এবং সহজেই কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।তাই ল্যাপটপ ব্যবহার, হ্যান্ডলিং এবং পরিবহনে আপনাকে খুব যত্ন নিতে হবে। একটি ক্ষতিগ্রস্ত ল্যাপটপে থেকে যাওয়া দরকারী ডাটা, ফাইল বা গুরুত্বপূর্ণ তথ্য সময় মত হাতের নাগালে না থাকলে সেটি আপনার নিজেরও ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।

এবং এটি রিপেয়ার করাও সময় সাপেক্ষ এবং ব্যায়বহুল। তাই অতি জরুরী এই গ্যাজেটটিকে একটু সাবধানতার সহিত ব্যাবহার এবং সামান্য যন্তের মাধ্যমে আমরা একে ক্ষতি হওয়া থেকে বিরত রাখতে পারি।

ল্যাপটপ পরিষ্কার করার উপায়

  • আমরা অনেকেই ল্যাপটপ ব্যাবহার করি যাতে সাথে আমাদের সুবিধার্থে সাথে করে বহন করতে পারি। কিন্তু আপনার একটু অবহেলার কারণ হতে পারে বড় ক্ষতির কারণ। তাই ল্যাপটপ বহন করার সময় বাড়তি সর্তক থাকুন।
  • ল্যাপটপের উপর যেন ভারী জিনিস না পড়ে সেদিকে খেয়াল রাখুন।

 

  • ল্যাপটপ মেঝেতে কিংবা অমসৃণ যায়গায় রেখে ব্যাবহার করা থেকে বিরত থাকুন।
  • ল্যাপটপের স্ক্রীনের জন্য বাড়তি সর্তকতা অবলম্বন করুন এবং স্ক্রীনে স্পর্শ করা এড়িয়ে চলুন (যদি আপনার ল্যাপটপ টাচ স্ক্রীন হয়ে থাকে তাহলে এই পয়েন্টি আপনার জন্য নয়) ।

 

  • ল্যাপটপের স্ক্রীন পরিষ্কার করার জন্য “স্ক্রীন ক্লিনার” কিনে ব্যাবহার করুন এবং ক্লিনারের সাথে থাকা মাইক্রো ফাইবার ক্লথ ব্যাবহার করুন। এতে স্ক্রীনে স্ক্রেচ পড়া রোধ হবে।
  • ল্যাপটপ সব সময় শুকনো এবং পরিষ্কার স্থানে রাখুন।

 

  • পানির আশেপাশে কিংবা ধুলাবালি মাখা পরিবেশে ল্যাপটপ ব্যাবহার থেকে বিরত থাকুন। উরন্ত ধুলা বালি ল্যাপটপের ভিতরে প্রবেশ করে হার্ডওয়্যারের কার্যক্ষমতা হ্রাস করে দিতে পারে।
  • এটিকে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন।

 

  • Laptop কখনোই অতিরিক্ত ঠান্ডা (0°C) এবং অতিরিক্ত গরম (৫০°C) আবহাওয়াতে ব্যাবহার করবেন না।
  • ল্যাপটপ অতি শক্তিশালী বৈদুত্যিক এবং চৌম্বক ক্ষেত্র থেকে দূরে রাখুন
  • বহন করার সময় একই ব্যাগে অন্য কিছু বহন করা থেকে বিরত থাকুন, তা না হলে ল্যাপটপের বাহ্যিক দিক ক্ষতি হতে পারে।
  • যদি ল্যাপটপ অন্য কিছুর সাথে বহন করতেই হয় তাহলে বাজার থেকে বাবল পলি কিনে এটি দিয়ে ল্যাপটপটিকে ভালো মত মুডিয়ে তার পর বহন করুন।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, grathor.com এ এটিই আমার প্রথম পোস্ট। যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

Related Posts

13 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.