লিখিত অভিযোগ লেখার নিয়ম- অভিযোগ পত্র লেখার ধরন

আসসালামুআলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন।আজকের আর্টিকেলে আমরা অবৈধভাবে পুকুর/খাল দখল হওয়া নিয়ে অত্র জেলার চেয়ারম্যান এর নিকট একটি অভিযোগপত্র এর নমুনা লেখা সম্পর্কে জানবো। অবৈধভাবে পুকুর দখল হওয়ার অভিযোগপত্রের নমুনা দেখে আপনারাও আপনাদের অভিযোগ পত্রটি আপনাদের অত্র এলাকা বা জেলার চেয়ারম্যান/মেম্বারদের কাছে জানাতে পারবেন।

অভিযোগ পত্র কি?

সোজা কথায়, অভিযোগ পত্র মানে আপনার এলাকা, জেলা, মহল্লায় হওয়া কোনো অযৌক্তিক বা অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে অভিযোগ নিয়ে একটি পত্র লিখে অত্র এলাকার মেম্বার বা চেয়ারম্যান এর নিকট দেওয়া । অর্থাৎ আপনার এলাকায় হওয়া কোনো অযৌক্তিক বা অবৈধ কর্মকাণ্ড যা সাধারণ মানুষদের ভোগান্তিতে ফেলে এমন সমস্যা নিয়ে একটি পত্র লিখে আপনার কাঙ্খিত এলাকার মেম্বার বা চেয়ারম্যান এর নিকট দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে অভিযোগ পত্র দেওয়া। এই আর্টিকেল এ আমি আপনাদের জন্য একটি অভিযোগ পত্রের নমুনা পত্র লিখছি, আপনারা এই পদ্ধতিতে নিজের সমস্যা জানিয়ে অভিযোগ পত্র লিখতে পারবেন।

অবৈধভাবে পুকুর/খাল দখল করার প্রসঙ্গে চেয়ারম্যান এর নিকট অভিযোগ পত্র।

তারিখঃ ১৬ – ১১ – ২০২১
বরাবর,
চেয়ারম্যান
বাঘাইছড়ি, রাঙামাটি পার্বত্য জেলা।
বিষয়ঃ কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পূর্বপাশ থেকে হাজীপাড়া পর্যন্ত অবৈধভাবে খালটি দখল হওয়ার থেকে মুক্ত করে খালটি পূর্ণ খনন করে পানি নিষ্কাশনের ব্যাবস্থা গ্রহন করার প্রসঙ্গে একটি অভিযোগপত্র।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে , কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পূর্বে হতে হাজীপাড়া ব্রিজের নিম্ন দিয়ে বয়ে যাওয়া এই খালটি গত কয়েক বছর আগেও নৌকা যোগে বিভিন্ন এলাকা হতে মালামাল বহন করে হাজীপাড়া সদরে প্রবেশ করতো। এই খালটি অবৈধভাবে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে দখল হওয়ার কারনে বর্তমানে সামান্ন বৃষ্টি হলেই তিন চারটি মহল্লা সহ কয়েকটি গ্রাম তলিয়ে যায় । দখলদাররা প্রভাবশালী হাতে সাধারন মানুষ শত কষ্ট ভোগ করে ও কাউকে কিছু বলার সাহস পাইনা । এই খালটি প্রায় ৩৫ ( পয়ত্রিশ ) ফুট প্রশস্ত । কিশলয় প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শ্বে খালের উপরে মাটি ভরাট করে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে এবং কিছু জায়গা নিজেদের প্রয়োজনে কালভার্ট তৈরী করেছে অবৈধ দখলদাররা। এতে এই খালটি দিয়ে অন্য এলাকার পানি চলাচল একেবারেই বন্ধ হয়ে আছে । আর তাই সামান্ন বৃষ্টি হলেই এই এলাকার জনগমের দুভোর্গ এর শেষ নেই । মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন সারাদেশে খাল , নাল ও নদী দখল মুক্ত করবেন । এতএব উক্ত খালটি দখল মুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্থবায়ন করা সহ অত্র এলাকার জনগনের সূত্তোর্গ লাগবের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে আপনার সু-মর্জি কামনা করছি।
বিনীত নিবেদক,
নামঃ মোঃ কাসেম
পিতাঃ মোঃ ফায়জুর
মাতাঃ জাহানারা বেগম
অনুলিপিঃ
১/ চেয়ারম্যান, বাঘাইছড়ি রাঙামাটি জেলা

তো এটি ছিল কেবল একটি নমুনা অভিযোগ পত্র, আপনি আপনার সমস্যার বিষয়টি এভাবে গুছিয়ে লিখে অভিযোগ পত্রটি আপনার অত্র এলাকার মেম্বার বা চেয়ারম্যান এর নিকট দিতে পারেন।

Related Keyword: অভিযোগ পত্র লেখার পদ্ধতি, অভিযোগ পত্রের নমুনা, গার্মেন্টস অভিযোগ পত্র লেখার নিয়ম, অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম

Related Posts

8 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.