লিংক কপি পেস্ট করে আয় করুন প্রতিদিন অন্তত ৫ ডলার। বিস্তারিত…

আপনি যদি শিরোনাম পড়ে এখানে আসেনা তাহলে আপনাকে স্বাগতম, আপনি আপনার পরিবর্তী প্রথম আয় করতে চলেছেন। এ সাইটের মাধ্যমে শুধু মাত্র কপি পেস্ট করে আপনি আয় করতে পারবেন প্রতিদিন নূন্যতম ৫ ডলার। তবে আপনি বেশি কাজ করলে আপনার আয়ের পরিমান ও তত বেশি বৃদ্ধি পাবে।

কি কি কাজ করতে হবে?

প্রথমেই আপনার মাথায় এ প্রশ্নটি আসতে পারে যে কি কি করতে হবে এ থেকে আয় করতে?

আপনি খুব সহজেই আয় করতে পারবেন। যেন কোনো একটি ওয়েবসাইট থেকে খুব প্রচলিত লিংক কপি করুন। এর পর এ সাইটের মাধ্যমে লিংক টিকে ছোট করে ফেলুন।

আপনার কাজ মূলত এটি ই। আপনি যত বেশি লিংক পারের ছোট লিংকে পরিনত করুন। খেয়াল রাখবেন যেন লিংকগুলো প্রচলিত খবর থেকে নেওয়া হয়।

এবার আপনি খবরের শিরোনামের মত করে আপনার ফেসবুক, টুইটার, ইউটিউব বা অন্য সোসাল মিডিয়া যেমন Whatsapp, telegram ইত্যাদিতে শেয়ার করুন। যেসব যায়গায় মানুষের পদাচারণ বেশি সেগুলোতে লিংকগুলো ছেড়ে দিন।

এ থেকে আয় হবে কিভাবে?

আপনার লিংকগুলোর মাধ্যমে কেউ সেসব নিউজ পড়তে গেলে প্রতিজনের জন্য আপনি ইনকাম করতে পারবেন। যত বেশি জন আপনার লিংকের মাধ্যমে নিউজটি পড়বে আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। আপনার ইনকাম এবং কতজন আপনার লিংক ফলো করছে সেসব আপনার ড্যাশবোর্ডে জমা হবে।

রেফার করে আয়

আপনি চাইলে আপনার বন্ধুকে রেফার করার মাধ্যমেও আয় করতে পারবেন। যত বেশি রেফার করবেন তত বেশি আয় করতে পারবেন। প্রতিজন রেফারে আপনি ৫টাকা করে পাবেন।

টাকা কিভাবে উত্তোলন করবেন?

টাকা উত্তোলনের জন্য বেশ কিছু উপায় আছে। যেমন পেপাল, স্ক্রিল, বিকাশ সহ আরো কিছু মাধ্যম। আপনি বাংলাদেশী হলে খুব সহজেই বিকাশের মাধ্যমে টাকা পকেটে নিতে পারবেন।

Website Link: Click Here

আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য টপিকে অন্য কোনো আর্টিকেলে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন। ধন্যবাদ।

Related Posts

8 Comments

  1. ভাইরে! আজিকাল মানুষ খোঁজে সহজ রাস্তা। আর আপনারা মানুষকে দেখান প্যাঁচালো রাস্তা। একটা লিংকে ক্লীক করে যেখানে যে কোনও সাইটে চলে যাওয়া যায়, সেখানে আমি কেন তিন চারটা পেজ ঘুরে নানা কাহিনী করে সেই সাইটে যাবো?

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.