যে কথা খুলে বলিনি
গাজী মোহাম্মদ আব্দুল মাজেদ।
যে কথা খুলে বলিনি কোথাও,
সে কথা বলা হয়েছে তোমায়।
তখনই দিলে বড় বেদনা,
দিয়ে বলেছ বন্ধু কেঁদনা।
এ যেন সেথায় লবন ছিটানো,
লাঠি নয়, কাঠি দিয়ে পিটানো।
যাহাদের ভয়ে আশ্রয় চেয়েছি,
তুমি তাহাদের মাঝে পাঠালে।
যেন সীমাহীন ক্ষমতা তোমার!
বাতাস এসে কুড়ে ঘর হাটালে।
আমি সম্পূর্ণ বোবা হয়েছি,
তখনও আধেক বোকা রয়েছি।
awesome poetry..
Nice Poetry….
নাইচ
nice
Gd
nice poem
Nice
good post
Good
❤️
❤️