মেশ টপোলজি কি ও হাইব্রিড টপোলজি্র সুধিবা-অসুবিধা জেনে নেন

নেটওয়ার্ক টপোলজি

মেশ টপোলজি ঃ

মেশ টপোলজির ক্ষেত্তে নেটওয়ার্কের অধীনস্ত প্রত্যেক কম্পিউটার অন্য সব কম্পিউটারের সঙ্গে সরাসরি যুক্ত থাকে । এতে প্রতিটি ওয়ার্কস্টেশনের মধ্যে আলাদা আলাদা নিংক বা বাস থাকে ।তাই প্রতিটি ওয়ার্কেস্টেশনের সাথে ডেটা আদান প্রদান করতে পারে ।সংযোগের সংখ্যা বেশি হওয়ার বড় ধরনের নেটওয়ার্কের মেশ টপোলজির নেটওয়ার্ক গড়ে তোলা কষ্ট হয়ে পড়ে ।মেশ টপোলজির ইনস্টল ও ম্যানেজ করা কঠিন। এতে অনেক সংযোগ তৈরি করতে হয় । নেটওয়ার্কে নোড বাড়ার সাথে সাথে সংযোগ সংখ্যাও বেড়ে যায়

মেশ টপোলজির সুবিধাসমূহ ঃ

  • যেকোনো দুইটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুতগতির সংকেত আদান প্রদান করা যায় ।
  • কোন কম্পিউটার বা সংযোগ লাইন নষ্ট হয়ে গেলে তেমন কোন অসুবিধা হয় না । মানে সহজে নেটওয়ার্ক খুব বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় না ।
  • এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে।
  • নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায় ।

মেশ টপোলজির অসুবিধা ঃ

  • এই টপোলজিতে নেটওয়ার্ক ইনস্টেলেশন ও কনফিগারেশন বেশ জটিল ।
  • সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় খরচ বেশি
  • তাছাড়া এক অংশ নষ্ট হয়ে গেলে সম্পূর্ন নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয়।

হাইব্রিড টপোলজি  ঃ

বিভিন্ন টপোলজি মানে স্টার ,রিং বাস ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড নেটওয়ার্ক বলে । ইন্টারনেট একটি হাইব্রিড নেটওয়ার্ক ,কেননা এতে প্রায় সব ধরনের নেটওয়ার্ক সংযুক্ত আছে ।হাইব্রিড নেটওয়ার্কের সুবিধা ও অসুবিধা নির্ভর কারছে ঐ নেটওয়ার্কের ব্যবহারিত টপোলজিগুলোর ওপর ।

হাইব্রিড টপোলজির সুবিধাসমূহ ঃ

  • এই টপোলজিতে প্রয়োজন অনুযায়ি নেটওয়ার্ক বৃদ্ধি করার সংযোগ রয়েছে ।
  • কোন সমস্যা দেখা দিলে তা সহজেই নির্ণয় করা সম্ভব হয় ।
  • কোন এক অংশ নষ্ট গয়ে গেলে সম্পূর্ন নেটওয়ার্ক নষ্ট না হয়ে অংশবিশেষ নষ্ট হয় ।

হাইব্রিড টপোলজির অসুবধিসমূহ ঃ

  • এই টপোলজিতে ব্যবহত হাবসমূহ সর্বদা সচল রাখতে হয় ।

আমরা বাস ,স্টার ,রিং ট্রি ,মেশ ,হাইব্রিড টপোলজির বিভিন্ন তথ্য জানলাম । পরবর্তীতে নিয়ে আসবো অন্যান্য অজানা তথ্য ।

টপোলজির নেটওয়ার্ক শেষ । অন্যান্য প্রযুক্তি ইন্টানেট তথ্যসমূহ জানতে ভিজিট করুন এ সাইটটি । 

ধন্যবাদ।

Related Posts

9 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.