মাইক্রোওয়াকার্স ওয়েবসাইট থেকে খুব সহজেই ইনকাম

মাইক্রোওয়াকার্স সাইট থেকে আপনি খুব সহজেই ঘরে বসে প্রতিমাসে ৪,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আউটসোর্সিং জগতে মাইক্রোওয়াকার্স অত্যন্ত জনপ্রিয় ইনকাম সাইট যার মাধ্যমে আপনি ছোট ছোট কাজ করে প্রতিদিন ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুব সহজেই। মাইক্রোওয়াকার্স এ বিভিন্ন ক্যাটগরির কাজ আছে এবং কাজগুলো খুবই সহজ। আপনার যদি কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ে সাধারণ দক্ষতা থাকে সেক্ষেত্রে আপনি ঘরে বসেই মাইক্রোওয়াকার্স ওয়েবসাইটে টাকা উপার্জন করতে পারবেন।

মাইক্রোওয়াকার্স ওয়েবসাইটে নতুন একাউন্ট কিভাবে খুলবেন:

খুব সহজেই মাইক্রোওয়াকার্স ওয়েবসাইটে একাউন্ট খোলা যায়। আপনার ব্যবহৃত ইমেইল অথবা নতুন ইমেইল একাউন্ট খুলে মাইক্রোওয়াকার্স ওয়েবসাইটে ফ্রি সাইনআপ করে নিতে পারবেন। সাইনআপ করার সময় আপনার নাম, ঠিকানা, মোবাইল ও যাবতীয় তথ্য পূরণ করে সাবমিট করতে হবে। পরবর্তীতে আপনি আপনার ইমেইল দিয়ে খুব সহজেই লগইন করতে পারবেন।

মাইক্রোওয়াকার্স ওয়েবসাইটে কাজের ধরণ:

কোয়ালিফিকেশন (Qualifications)
টেস্টিং (Testing)
মোবাইল এপ্লিকেশন (Mobile Application)
সার্ভে (Surveys)
সাইনআপ (Signup)
ক্লীক/সার্চ (Click/Search)
ট্যান্সক্রীপশন (Transcription)
ডাটা কালেকশন (Data Collection)
অ্যানোটেশন (Annotation)
ভিডিও/মিউজিক শেয়ারিং প্লাটফর্মস্ (Video/Music sharing platforms)
স্যোসাল মিডিয়া (Social Media)
প্রমোশনস্ (Promotions)
কোশসিন, এনসারস্ এবং কমেন্টস্ (Question, Answers & Comments)
ফরামস্ (Forums)
ডাউনলোড এবং ইনস্টল (Download and Install)
রাইট এ রিভিউ (Write a Review)
ব্লগিং (Blogging)
লিডস্ (Leads)
মডারেশন (Moderation)
ট্যান্সলেশন (Translation)

মাইক্রোওয়াকার্স ওয়েবসাইটে আপনি উপরোক্ত ক্যাটগরিতে ছোট ছোট কাজ করে স্ক্রিনসট আপলোড খুব সহজেই ইনকাম করতে পারবেন। কোয়ারিফিকেশন ক্যাটগরিতে আপনার ওয়েবসাইটের কোয়াফিকেশন করে স্ক্রিনসট আপলোড করতে হবে। টেস্টিং ক্যাটগরিতে আপনাকে অ্যাপস্ টেস্ট করে স্ক্রিনসট আপলোড করে দিতে হবে। মোবাইর এপ্রিকেশনের মাধ্যমে রেফার ও শেয়ার করে স্ক্রিনশট আপলোড করে টাকা উপার্জন করা সম্ভব। এছাড়াও অনলাইনে সার্ভে, সাইনআপ, ক্লীক/সার্চ, ট্যান্সক্রীপশন, ডাটা কালেকশন, অ্যানোটেশন ,ভিডিও/মিউজিক শেয়ারিং প্লাটফর্মস্,প্রমোশনস্,কোশসিন, এনসারস্ এবং কমেন্টস্, ফরামস্, ডাউনলোড এবং ইনস্টল, রাইট এ রিভিউ , ব্লগিং, লিডস্, মডারেশন, ট্যান্সলেশন ক্যটাগরিতে বিভিন্ন কাজ করে প্রুভ স্ক্রিনসট আপলোড করে দিয়ে খুব সহজেই আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও স্যোসাল মিডিয়া ক্যাটগরিতে ফেসবুক, টুইটার ও ইন্সাটাগ্রামে রাইক, ফলো, শেয়ার ও কমেন্ট করে খুব সহজেই ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন।

মাইক্রোওয়াকার্স ওয়েবসাইটে কিভাবে ডেপোসিট ও উইতড্রো করবেন:

মাইক্রোজব ওয়েবসাইটে আপনি ব্যাংক, স্ক্রীল, পেপাল, পেওনিয়ার ও এয়ারটিএম এর মাধ্যমে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন। এছাড়াও একাউন্টে ১০ ডলার হয়ে গেলে আপনি একইভাবে ব্যাংক, স্ক্রীল, পেপাল, পেওনিয়ার ও এয়ারটিএম এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

এজন্য টাকা উপার্জনের জন্য আজই মাইক্রোওয়াকার্স ওয়েবসাইটে একাউন্ট করে কাজ করা শুরু করে দিন।

Related Posts

9 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.