ভোটার আইডি কার্ড এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর করার পদ্ধতিঃ


ভোটার এলাকা স্থানান্তর একটি গুরুত্বপূর্ণ বিষয় তবে অনেকেই স্থানান্তরের সঠিক পদ্ধতি না জানার কারণে দালালের হাত ধরতে বাধ্য হচ্ছেন। তবে আমি আজ আপনাদের জানাবো কিভাবে কোন দালালের হাত না ধরে নিজেই নিজের ভোটার এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর করবেন। 


মনে রাখবেন ভোটার এলাকা স্থানান্তর সম্পূর্ণ ফি অর্থাৎ কোন প্রকার টাকা পয়সা লাগে না।


মনে রাখবেন ভোটার এলাকা স্থানান্তর সম্পূর্ণ ফি অর্থাৎ কোন প্রকার টাকা পয়সা লাগে না।


মনে রাখবেন ভোটার এলাকা স্থানান্তর সম্পূর্ণ ফি অর্থাৎ কোন প্রকার টাকা পয়সা লাগে না।

ভোটার আইডি কার্ড এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর করার পদ্ধতিঃ

কোন করণ বশত অনেক মানুষেরই ভোটার এলাকা স্থানান্তর করতে হয়।
বিশেষ করে কোথাও বদলি হয়ে যাওয়া বা বসবাসের এলাকা স্থানান্তর করার কারণে অনেকের পূর্বের এলাকায় ভোট দানে সমস্যা সৃষ্টি হয়।
তবে কিভাবে ভোটার এলাকা স্থানান্তর করতে হয় সেই পদ্ধতি না জানার কারণে অনেক দিন ধরে হয়তো এই সমস্যায় ভুগছেন।
তাছাড়া একশ্রেণির দালাল ব্যবসায়ী আপনার কাছ থেকে ৫০০/- থেকে ১৫০০/- টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে।
আজকে আমি জানাবো কিভাবে ভোটার এলাকা স্থানান্তর করতে হয়; কোন প্রকার ঝামেলা ও দালাল ব্যতীত। 

অথবা নিচের লিংক থেকে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে নিজেই লিখে আবেদন করতে পারেন।

ভোটার আইডি কার্ড এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর করার পদ্ধতিঃ



আবেদন পত্রের সাথে যা জমা দিতে হবেঃ


১। আবেদনকারীর NID এর ফটোকপি।
২। যে এলাকায় স্থানান্তরণ হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ।
৩। যে এলাকায় স্থানান্তরণ হবেন সে এলাকার বিদ্যুৎ বিল/ পানি বিল/ ট্যাক্স বা চৌকিদারি রশিদ।
৪। ফরম-১৩ এর ২য় পৃষ্ঠায় আবেদনকারীকে সনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধির NID নাম্বার সহ নাম ও স্বাক্ষর সিল থাকতে হবে।

nc
good
Bot e hay na
good
tnx
Tnx
gd
ধন্যবাদ। উপকারী পোস্ট।
Good
Nice
Ok
Gd
good
well