ভুলে যাওয়া বিষয়, সহজেই মনে রাখার কৌশল।

বিসমিল্লাহীর রহমানির রহীম
আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করি ভালো আছেন। আজকের আলোচনার বিষয় সম্পর্কে সবারি কোনো না কোনো সমস্যাতো হয়েই থাকে। তবে এই সমস্যা আর কতো দিন ধরে রাখবেন। চলুন না এই সমস্যাটিকে মাত্র কয়েক সেকেন্টেই শেষ করে দেই। কথা না বাডিয়ে চলুন বলে দেই কিভাবে আপনি সহজেই গুরুপ্তপূর্ণ সব বিষয় মনে রাখবেন।

# মৌলিক সংখ্যা মনে রাখার সহজ উপায় #
১. ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টি।
২. ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা -৪ টি (২,৩,৫,৭)
৩.১১ থেকে ২০ মৌলিক সংখ্যা -৪টি (১১,১৩,১৭,১৯)
৪.২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২ টি (২৩,২৯)
৫.৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি (২১,৩৭)

৬.৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩ টি (৪২,৪৩,৪৭)
৭.৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি (৫৩,৫৯)
৮.৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি (৬১,৬৭)
৯.৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি (৭১,৭৩,৭৯)
১০.৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি
১১.৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি (৯৭)

# রংধনুর ৭টি রং মনে রাখার কৌশল #
কৌশলঃ আনীস কলা কিনতে হবে।
আ= আসমানি, নী =নীল, স =সবুজ, ক=কমলা লা=লাল, হ=হলুদ, বে=বেগুনী।
# তিনটি মৌলিক রং মনে রাখার উপায় #
আসল ঃঃ আ= আসমানী, স= সবুজ, ল= লাল।
# পারসেন্ট (%)বের করার সহজ কৌশলঃ
বন্ধুরা আমরা হয়তো প্রতিনিয়ত পারসেন্টের ব্যবহার করি। তবে এই ব্যবহার আমাদের কাছে হিসাব করে বের করাটা অনেক সময়ের ব্যাপার হয়ে উঠে।তো কি করে মহুর্তেই বের করবো জেনে নেই।

ধরুন ৮০% অফ ৪০ কত =
তো এটা কিভাবে বের করবো ঃঃ উল্লেখিত সংখ্যা দুইটি ৮০এবং ৪০। এখানে উভয় সংখ্যার এককের ঘরে অঙ্ক শূন্য আছে। যদি উভয় সংখ্যার এককের ঘরের অঙ্ক শুন্য হয় তাহলে উভয় সংখ্যা থেকে শুন্য বাদ দিয়ে বাকি যে সংখ্যা পাওয়া যাবে তাদেরকে গুন করলেই উত্তর পাওয় যাবে। উত্তরটি হবে এইরকম যেমন -৮*৪ =৩২। তো বন্ধুরা ৮০%অফ ৪০ হবে ৩২।

এই ছিল সহজেই মনে রাখার কিছ কৌশল। যা আপনাদের সারা জীবন মনে রাখাবে।
আরো নতুন কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে।
কমেন্টে জানিয়ে দিন কোন বিষয়ের উপর টপিক নিয়ে আপনার মাঝে আসতে পারি।
পোষ্টটি পডার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, আগামী দিনগুলোতে

Related Posts

3 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.