Cheap price backlink from grathor: info@grathor.com

ভুল বুঝাবুঝি নিয়ে উক্তি

 

Marketing

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলেই নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় করি।

মানুষ সামাজিক জীব। সমাজে চলতে গেলে মানুষের নানান ধরণের মানুষের সাথে চলতে হয় ,মিশতে হয়। মানুষের সাথে চলতে গেলে ,মানুষের সাথে মিশতে  গেলে পারস্পারিক সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কে সবসময় মান অভিমান লেগেই থাকে। কিন্তু মান অভিমান কখনো কোনো সম্পর্কে হাবি হতে দেওয়া উচিত নয়। তাহলে যেকোনো সম্পর্ক নষ্ট হতে সময় নিবে না। আমরা হয়ত নিজেও জানেন না মান অভিমান সম্পর্কে কতটা আঘাত হানতে পারে।

ক্ষুদ্র মান অভিমান আমাদের সস্পর্ক কে ভেঙে চুরমার করে দেয়। আজ আমি তাই আপনাদের সেই মান অভিমান নিয়ে কয়েকটি উক্তি তুলে ধরবো। আশা করি উক্তিগুলো পরে যেকোনো সম্পর্কের ক্ষেত্রে মান অভিমান নিয়ে বসে না থেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসবেন :

১.উক্তি :
” যখন ময় বাড়িয়ে লাভ হয় না
তখন মায়া কাটাতে শিখতে হয় “।

২.উক্তি:
“নীরবতার ও  এক ভাষা রয়েছে
খুব কাছের মানুষরাই তা বুঝতে পারে “।

৩.উক্তি:
“অপেক্ষা মানে অনিশ্চয়তা
আর এই অনিশ্চয়তা মেনে চলার নামি জীবন “।

৪.উক্তি:
“‘অভিমান হলো হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার
যে কেউ সেখানে হাত ছোয়াতে পারে না “।

৫.উক্তি:
“রাগ,অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরা করে
বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি
ও কৌশল প্রয়োগ করে “।

৬.উক্তি:
“মানুষ অনেক সময় রাগ করতে করতে রাগের কারণটি ভুলে যায়
থেকে যায় শুধু কিছু অভিমান “।

৭.উক্তিঃ
“কিছু কিছু মানুষ ভুল শিখিয়ে দেয়
কিছু কিছু মানুষ পাথর বানিয়ে দেয়”

৮.উক্তিঃ
“অভিমানী মনে অভিমান রয়ে যায়
তবুও কেউ অভিমান ভাঙাতে আসে না”

৯.উক্তিঃ
“অন্যের উপর অভিমান করে থাকা
মানুষগুলো বড্ড বোকা”

১০.উক্তিঃ
“অভিমান শুধু যে ভালোবাসা বাড়ায় না
অনেকসময় বিচ্ছেদও ঘটায়”

আশা করি আজকের পোস্টটির মর্মার্থ আপনারা বুঝতে পেরেছেন। সামনে আরো নতুন কোনো টপিক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।

ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

20 Comments

Leave a Reply