কাউকে ভালোবসার আগে ইগনোর কীভাবে করতে হয় শিখে নেও কারন সব ভালোবাসা সত্য হয় না কেউ অভিনয় করার জন্য ও তোমার জীবনে আসবে তাই আগে ইগনোর কীভাবে করতে হয় শিখে নেও।
মাঝে মাঝে ইগনোর করতে শিখলে লাভ আছে।
১…..কেউ তোমাকে কষ্ট দিলে তাকে ফ্রেন্ড লিস্ট থেকে ব্লক করো না। তোমার জীবন টা তোমার মত করে উপভোগ করো তার কিছু অংশ তোমার টাইমলাইন এ রাখ এটা দেখে সে নিজেই বোকা হয়ে যাবে ভাববে কষ্ট দিয়ে লাভ হলো না এতো ভালো আছে তাই মাঝে মাঝে এদের বুঝানো উচিত কাউকে ছাড়া কারো জীবন থেমে থাকে না তাই ইগনোর করতে শিখো…..
২…..যখন কেউ তোমার সাফল্য তোমার জীবনে কিছু হবে না বলে ছেড়ে যায় তাকে আনফ্রেন্ড করো না তুমি নিজেকে একটু একটু করে গড়ে তুলো এটা দেখে সে নিজে কষ্ট পাবে এটা দেখানোর জন্য অন্তত রাখা উচিত কষ্ট হলেও……
৩….কেউ তোমাকে ছোট করে কথা বলছে তার জন্য তাকে ব্লক করো না তাকে সঠিক সময়ে সঠিক উওর দেওয়ার জন্য অপেক্ষা করো সঠিক সময়ে সঠিক উওর পেয়ে সে নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে তাই ইগনোর করতে শিখো…..
৪….যে তোমাকে খারাপ ছাএ বলে তোমার সাথে কথা বলে না তাকেও ফ্রেন্ড লিস্টে রাখো কারন তোমার সাফল্য তাকে দেখানোর জন্য…..
৫…যারা তোমার সমালোচনা করে তাদের ও ফ্রেন্ড লিস্টে রাখো কারন একসময় তোমার এগিয়ে যাওয়া দেখে নিজেরাই কষ্ট পাবে এটা নিজ চোখে দেখার জন্য ইগনোর করতে শিখো…..
৬…..যারা তোমার চেহারা নিয়ে তোমাকে নানা কথা বলে তোমার সাথে মেশা যায় না ইত্যাদি বলে তাদের কথায় কষ্ট পেয়ে তাদের ব্লক করো না তাদের ফ্রেন্ড লিস্টে রাখো এটা দেখাতে যে চেহারা দিয়ে কিছু হয় না তোমার কৃতিত্ব দেখানোর জন্য তাই তোমাকে ইগনোর করতে শিখতে হবে….
৭…..দুনিয়াতে যদি সবার কথা শুনে চলতে চাও চলতে পারবে না কারন বেশিরভাগ তোমাকে কষ্ট দিয়ে কথা বলবে।তাই তোমাকে ইগনোর করতে শিখতে হবে তোমার স্ট্রং দিক গুলো বুঝানোর জন্য ব্লক নয় ইগনোর করতে শিখো। এমন ভাবে চলবে যেন তাদের কথায় তোমার কিছু যায় আসে না…..

ইগনোর করতে জানা কিংবা “না” বলতে পারা অনেক বড় একটা ব্যাপার!
Ok
আচ্ছা আপনি কি এই পোস্ট এ টাকা পেয়েছেন?
ঠিক !
Samlano drkr
❤️