ভালোবাসার কবিতা নিয়ে আবার হাজির হলাম

ভুল
রুহি আক্তার

জীবনটা গেল আমার ভূলে ভুলে।
বুঝলাম না কে আপন সময় থাকতে।
সঠিক পথে না চলে।
করেছি হাজার ভুল।
দিতে হবে কোন একদিন ।
সেই ভুলের মাশুল।
ভুল করে কেউ জয়ী হয় না ।
সময় থাকতে কেউ বুঝে না।
এটাই হলো মানুষের আসল বড় ভুল ।
সেজন্য দিতে হয় ভুলের মাশুল।

•ভাবনা

তোমায় নিয়ে ভাবতে ভাবতে।
দিন শেষ হয়ে যায়
কিন্তু আমার ভাবনা শেষ হয়না।
কবির মতো আমার মন থেকেও এখন,
কবিতা জমে শুধু তোমার জন্য
তুমি বোঝনা এ মনের ভাষা
তারপরও কেন এত নিরাশা
আমি শুধু তোমারই জন্য
অনেকদিন পর আমার এই কবি মনে
কবিতার উদ্ভব হয়েছে
শুধু তোমার জন্য
সেই পুরনো দিনের কথা কি
মনে পড়ে তোমার?
কত কবিতা লিখেছি
তোমায় ঘিরে
সবকিছুর পর আবার এসেছি ফিরে
তোমার ভালোবাসার নীড়ে
দিবে কি ঠাই তোমার বুকে?

• সপ্ন

কতো সপ্ন ছিলো আমার
তোমায় নিয়ে
এক পলকেই সব সপ্ন
দিলে তুমি ভেঙে
মিথ্যে আশা দিয়ে
আমায় ডেকেছিলে বুকে
মিথ্যের আড়ালে ছিল সত্যি লুকিয়ে
তোমার আমার কতো স্মৃতি ছিল
সব স্মৃতি গুলো
এক পলোকেই সব হারিয়ে গেলো
যদি সব অভিনয় ছিলো
তাহলে সপ্ন কেনো দেখালো।

•না বলা কথা

কিছু কথা বলা যায়না
বুঝে নিতে হয়
যেটা সবাই পারেনা
কিছু কথা শোনানো যায়না
শুনে নিতে হয়
যেটা সবাই বুঝেনা
কিছু কথায় কষ্ট হয়
যা কেউ বুঝেও
না বুজে থাকে
হয়তো ভালো লাগে
কষ্ট পেতে দেখে!

•ভালোবাসি তোমাকে

সবাই মুখে বলেনা ভালোবাসি
কেউ কাছে এসে বলে সাথে আছি
ভালোবাসি কথাটি যারা বলে বেশি
প্রকৃত অর্থে তারাই অভিনয়টা করে বেশি
যে সম্পর্কে ভালোবাসি কথাটা থাকে কম
সে সম্পর্কে মায়াটা থাকে অনেক বেশি
শুধু মুখে ভালোবাসি বল্লেই
ভালোবাসা যায়না
ভালোবাসতে লাগে মনের মায়া।
নতুন বছর আর ভালোবাসা নিয়ে কবিতা লিখলাম

•অভিমান

আমি অভিমান করি
যাতে তুমি আমার কাছে এসে বলো
আমার অভিমানী পাগলী
আমি রাগ করি
যাতে তুমি আমার পাশে বসে
খুব আলতো করে
আমার রাগটা ভাঙ্গাও।
আমি ইচ্ছে করে রাগ করি
যাতে আরও বেশি করে
তুমি আমার রাগ ভাঙ্গাও
কারণ তোমার রাগ ভাঙ্গানোর মুহূর্তটা
আমার অনেক ভালো লাগে।
ভালোবাসি বলেইতো রাগ করি
তাই বলে কি দূরে যাবে নাকি!
যেয়োনা কখনো দুরে
আমায় ছেড়ে।
তুমি ছাড়া আমি
কি করে থাকবো
একলা এই ঘরে।
প্রতিটা ক্ষণে
থেকো তুমি আমার সনে
কখনো একলা ফেলে যেয়োনা
সারাজীবন থেকো সাথে
হয়তো তোমায় জ্বালায়
তারপর তো ভালোবাসি
ভালোবাসি বলেইতো জালাই
তোমাকে জ্বালাতে খুব ভালোলাগে
ভালোলাগে তোমার মুচকি হাসি দেখতে।

Related Posts

22 Comments

  1. “কিছু কথা বলা যায়না
    বুঝে নিতে হয়…”

    জীবনের এমন কিছু মুহূর্ত আসে সত্যি তখন কিছু মুখে বলা যায় না। কাউকে কাউকে সেটা বুঝে নিতে হয়। ধন্যবাদ।

  2. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
    আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
    Please support me🙂

    Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q

    Facebook page: https://www.facebook.com/107324621876693/posts/107963605146128/?app=fbl

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.