ব্যাংক কিভাবে ইনকাম করে? ব্যাংকের কাজ কি?

আসসালামুআলাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবসময়ের মতই ভালো আছেন। আমরা সকলেই কোননা কোনো ব্যাংক দ্বারা আর্থিক লেনদেন করে থাকি। আমাদের দেশে বেশ কয়েকটি ব্যাংক ব্যাবস্থা চালু রয়েছে। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ইসলামিক ব্যাংক আরও বিভিন্ন ধরনের ব্যাংকে আমরা আমাদের আর্থিক লেনদেন সম্পর্কিত কাজ করে থাকি।

তবে আমরা অনেকে আছি যারা জানতে চাই মূলত এই ব্যাংক গুলো কিভাবে আয় করে থাকে। এছাড়াও ব্যাংক কিভাবে কাজ করে থাকে। প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরপাক খাওয়া অনেকটা স্বাভাবিক বলা যেতে পারে। আমরা এমনিতে ব্যাংকে একটি অ্যাকাউন্ট তৈরি করি এবং তাতে বিভিন্ন লেনদেন করি। আমরা বিভিন্ন জনকে টাকা পাঠায়, আবার আমাদের একাউন্টে টাকা আসে।

জরুরি প্রয়োজনে আমরা ব্যাংক থেকে লোন গ্রহণ করি এবং পরবর্তীতে তাদের সুদ সহ সেগুলো সময় মত দিয়ে দেই। অর্থাৎ যাবতীয় সব লেনদেন কাজ আমরা ব্যাংক দ্বারা করে থাকছি। তাহলে এখানে প্রশ্ন থাকছেই যে আসলে ব্যাংক ইনকাম করছে কিভাবে, তাদের মূল সোর্স কি হতে পারে। সত্যি বলতে বিষয়গুলো নিয়ে বেশিরভাগ মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। আর তাই আজকের আর্টিকেল দ্বারা আমি চেষ্টা করবো আপনাদের সকল ধরনের ভুল এর অবসান ঘটাতে।

ব্যাংক কিভাবে কাজ করে?

Bank হচ্ছে একটি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান যেখানে যেকেউ একটি অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে তার অর্জিত অর্থ নিরাপদে জমা রাখতে পারে। Bank গ্রাহকদের এই জমাকৃত অর্থের বিপরীতে কমিশন দিয়ে থাকে বিভিন্ন হারে। এতে গ্রাহকরা নিরাপদে তাদের অর্জিত অর্থ ব্যাংকে রাখতে পারে পাশাপাশি অর্থগুলো রাখার বিপরীতে লভ্যাংশ আয় করে।

অন্যদিকে ব্যাংক গ্রাহকদের জমাকৃত এসব অর্থ বিভিন্ন মানুষকে ব্যবসায়িক কারণে হোক বা ব্যক্তিগত কারণে হোক, লোন হিসেবে প্রদান করে থাকে। এক এক ব্যাংক এক এক ধরনের লোকের সুবিধা প্রদান করে থাকে। গ্রাহক চুক্তি ভিত্তিতে বিভিন্ন ব্যাংক হতে তার প্রয়োজনীয় অর্থ লোন হিসেবে নিয়ে থাকে। এবং লোনের সাথে নির্ধারিত সুদ হিসেবে তারা তাদের গ্রহণ করা টাকা পরিশোধ করে থাকে। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি।

ব্যাংক কিভাবে আয় করে?

ব্যাংক এর আয়ের বিভিন্ন উৎস আছে। নিচে Bank এর প্রধান কয়েকটি আয়ের উৎস উল্লেখ করা হলোঃ

  • ১. ঋণের সুদঃ একটু আগে বলেছিলাম Bank বিভিন্ন কারণে বিভিন্ন ব্যবসায়ী, প্রতিষ্ঠান, ভোক্তাকে ঋণ বা লোন প্রদান করে। ঋণের বিপরীতে তারা নির্দিষ্ট সুদ নিয়ে থাকে। এটি ব্যাংকের প্রধান আয়ের উৎস।
  • ২. বিনিয়োগঃ শেয়ার, লোন, গভর্মেন্ট সিকিউরিটি সহ বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে Bank আয় করে।
  • ৩. বিল বাট্টা করনঃ ঋণের মেয়াদ শেষ হওয়ার আগে ব্যাংক প্রাপ্য বিনিময় বিল বাট্টা তৈরি করে আয় করে।
  • ৪. প্রতিনিধি মূলক সেবাঃ Bank গ্রাহকদের হয়ে বিভিন্ন প্রতিনিধিত্ব মূলক কার্যক্রম করে, যার বিপরীতে Bank কমিশন আদায় করে থাকে।
  • ৫. যোগাযোগঃ যোগাযোগ সেবা প্রদানের মাধ্যমেও Bank উপার্জন করে থাকে।

এছাড়াও লকার ভাড়া, ব্যাংক ড্রাফট, বৈদেশিক মুদ্রা বিনিময়, আমদানি রপ্তানি বাণিজ্যসহ ইত্যাদি উৎস থেকে ব্যাংক উপার্জন করে থাকে।

বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের আর্টিকেলটা। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর গুলো পেয়ে গেছেন, শেষ করছি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।

Related Posts

12 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.