বেস্ট রিচার্জ বিডি এপ | বাংলাদেশ এর বহুল ব্যবহৃত রিচার্জেবল এপসমূহ

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই যে যার অবস্থানে ভালো আছেন।বর্তমানে আমাদের এই মহামারী পরিস্থিতিতে নানা ধরণের পরিস্থিতির সম্মুখীন হতে হয়।সবচেয়ে বেশি যে সমস্যাটির সম্মুখীন হতে হয় তা হলো মোবাইল রিচার্জ নিয়ে। কারণ মহামারীর কারণে এখন দোকান বেশির ভাগ সময়ে বন্ধ পাওয়া যায়।ফলে মোবাইল রিচার্জ করতে গিয়ে খানিকটা বিপত্তির সম্মুখীন হতে হয় আমাদেরকে।

তবে দেরিতে হলেও ভালো বাংলাদেশে বেশ কিছু মোবাইল রিচার্জ এপ রয়েছে।পূর্বে যখন এইসব ছিলইনা।বাংলাদেশে এই সকল রিচার্জেবল এপের কারণে এখন মানুষ ঘরে বসেই টাকা আদায় করতে পারে। সেই সাথে মোবাইলে টাকা রিচার্জ করতে পারে ঘরে বসেই।দোকান থেকে রিচার্জ করলে অনেক সময় মেগাবাইট এর অটো রিনিউল কেটে নিয়ে ঝামেলায় পড়তে হয়। কিন্তু বাংলাদেশে চলমান এইসকল রিচার্জেবল এপের কারণে এখন ঘরে বসেই আপনি নিশ্চিন্তে ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইল ফোনে। এখুন চলুন বিস্তারিত জেনে আসা যাক বাংলাদেশের বিখ্যাত কয়েকটি রিচার্জেবল এপ নিয়ে।

বেস্ট রিচার্জ বিডি এপ

১.বিকাশ (bikash):
বাংলাদেশে বহুল ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় মোবাইল রিচার্জ এপ হলো বিকাশ।এই এপের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আপনি আপনার টাকা রিচার্জ করতে পারবেন এবং সেই সাথে টাকা জমা রাখতে পারবেন।এই এপে আপনি মূহুর্তে টক টাইম, ইন্টারনেট অফার লোড করতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই। তবে কখনো বিকাশ পিন নাম্বার কাউকে দিবেন না। বিকাশে একাউন্ট খোলা যেমন সহজ তেমনি টাকা উত্তোলন করাও।এমনকি নতুন একাউন্ট খুলে থাকলে ৩০ টাকা ফ্রী দেওয়া হয়। আপনার যদি একাউন্ট না থেকে থাকে তাহলে আজই খুলে ফেলুন বাংলাদেশে সবচেয়ে ব্যবহৃত রিচার্জেবল এপটি।

২.আইপে(ipay):
আইপে(ipay)হলো অনলাইন ডিজিটাল রিচার্জেবল এপ।এই এপটি সরাসরি আপনার মোবাইল ফোনের একাউন্টের সাথে যুক্ত থাকবে। যার ফলে আপনি খুব সহজে আপনার ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন সেই সাথে টাকা পাঠাতে পারবেন যেকোনো মূহুর্তে। এই এপের মাধ্যমে মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন একদম ফ্রীতে।

৩.নেক্সাসপে(Nexspay):
ডাচ বাংলা ব্যাংকের অনলাইন মোবাইল ব্যাংকিং ব্যবস্থা সচল করতে নেক্সাস পে এপ তাদের এক ক্ষুদ্র প্রয়াস।এই এপের মাধ্যমে আপনি আপনার ব্যাংকের সকল ক্রেডিট কার্ড যুক্ত করতে পারবেন এই এপের মাধ্যমে।নেক্সাস পে এর মাধ্যমে আপনি খুব সহজেই রিচার্জ করতে পারবেন।

৪.রকেট(Rocket):
রকেটও ডাচ বাংলা ব্যাংকের একটি মোবাইল এপের নাম।এই এপের মাধ্যমেও আপনি খুব সহজে আপনার টাকা লেনদেন করতে পারবেন মোবাইল এপের মাধ্যমে। সেই সাথে আপনি রিচার্জ করতে পারবেন যে কোন মোবাইল নাম্বারে।

৫.ইউপে(Upay):
ইউনাউটেড কমার্সিয়াল ব্যাংকের মোবাইল ব্যাংকিং এপ হলো ইউপে।এটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এবং গ্রাহকের সকল ধরণের সুবিধার কথা চিন্তা করে তৈরি করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের জন্য এই এপে রয়েছে অত্যাধিক সুবিধা।এই এপের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন এবং সেই সাথে আপনি রিচার্জ করতে পারবেন খুব সহজে।

৬.জিপে(Gpqy):
গ্রামীণফোনের মোবাইল ওয়ালেট জিপে হিসেবে পরিচিত।জিপে এর মাধ্যমে আপনি আপনার নিত্যপ্রয়োজনীয় জিনিসের বিল অনলাইনে পেমেন্ট করতে পারবেন।জিপে ফোনের টকটাইম কেনার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

আশা করি আজকের পোস্টটির মাধ্যমে আপনাদেরকে বাংলাদেশের বহুল ব্যবহৃত কয়েকটি রিচার্জেবল এপ সম্পর্কে ধারণা দিতে পেরেছি।ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

9 Comments

  1. এই সাইটে কাজ করুন । আরও বেশি ইনকাম হবে । লিংক নিচে –
    লিংক ১ – http://earningpoint.club/ref?ref=940
    লিংক ২ – https://binaryhole.com/earning/refer/01914469113

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.