বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি -২

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মুখে বলা যতটা কঠিন, বাস্তবতা এর চেয়ে কঠিন। এ জন্য এক মহাযুদ্ধ, আর এই যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখতে চাই শক্তিশালী বা মানসম্মত প্রস্ততি। যা আপনাকে ভর্তিযুদ্ধে অনেক সহায়তা করবে। তাই আজকের টপিকস বাংলাদেশ বিষয়াবলি থেকে বিগত সালে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে আলোচনা করবো।

১।ঢাকা কত সালে বাংলার রাজধানী হয় -১৬১০ সালে

২।ঢাকা মোট কতবার রাজধানী হয় – ৫ বার

৩।ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল -২নং

৪।ঢাকা প্রথম কার আমলে রাজধানী ঘোষণা হয় -সম্রাট জাহাঙ্গীরের ইসলাম খান কর্তক

৫।ঢাকার পূর্বনাম কি? – জাহাঙ্গীর নগর

৬।ধোলাইখাল কে খনন করেন – ইসলাম খান

৭।প্রাচীন কালে ঢাকা কোন জনপদের অংশ ছিল-বঙ্গ

৮।ঢাকা বিভাগে কতটি জেলা আছে -১৩টি

৯।ডাঃ সেতারা বেগম কত নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন -২নং

১০।১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কি বার ছিল?-বৃহস্পতিবার

১১।মাকরশার পা কয়টি – ৮ টি

১২।একমাএ প্রবাল দ্বীপ কোথায় অবস্থিত -সেন্টমার্টিন

১৩।দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় -সুন্দরবনের দক্ষিণে হাড়িয়াভাঙা নদীর মোহনায়

১৪।একমাএ দ্বীপ জেলা কোনটি -ভোলা

১৬।প্রাচীন বাংলার পুণ্ড্র জনপদের কেন্দ্র ছিল-পুন্ড্রনগর বা বগুড়া

১৭।ঢাকা কোন নদীর অবস্থিত-বুড়িগঙ্গা

১৮।বগুড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত -করতোয়া

১৯।একমাএ প্রাকৃতিক মৎস্য প্রজনন সমৃদ্ধ নদী কোনটি – হালদা

২০।করতোয়া নদী কোন অঞ্চলে দিয়ে বাংলাদেশে প্রবেশ -কুড়িগ্রাম

২১।চাপাইনবাবগঞ্জ কোন অঞ্চলের জনপদ ছিল- গৌড়

২২।লালনশাহ সেতু কোন নদীর উপর অবস্থিত -পদ্মনদী

২৩।মহাস্থান গড় কোথায় -বগুড়া

২৪।শালবন বিহার কোথায় – কুমিল্লার ময়নামতিতে

২৫।ময়মনসিংহ কোন নদীর তীরে অবস্থিত -ব্রহ্মপুএ

২৬।জয়নুল আবেদিন কেন জেলায় জন্মগ্রহণ করেন -কিশোরগঞ্জ

২৭।ময়মনসিংহ বিভাগের জেলা কয়টি – ৪টি

২৮।সিলেটের পূর্বনাম -শ্রীহট্ট /জালালাবাদ

২৯।পদ্মনদীকে নিয়ে উপন্যাস রচনা করেন- মানিক বন্দ্যাপাধ্যায়

৩০।শেরে বাংলা একে ফজলুল হক কোথায় জন্মগ্রহণ করেন -বরিশালে

কম পড়ে, বেশি মাথায় রাখায় হলো জ্ঞানীর কাজ। দেখা হবে নতুন কোন টপিকস এ।

Related Posts

3 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.