আসসালামু আলাইকুম
আমরা জীবনে অনেক মহান ও মহীয়সী ব্যক্তিদের বিভিন্ন উক্তি পড়েছি যা আমাদের জীবনকে প্রভাবিত করেছে এবং বদলে ও দিয়েছে। আজকে আমরা একজন মহান ব্যক্তির ১০ টি উক্তি পড়বো যা আমাদের জীবনকে প্রভাবিত করবে এবং বদলে দিতে সাহায্য করবে। আর সেই মহান ব্যক্তি আমাদের সকলেরই পরিচিত ব্যক্তি তিনি হলেন ‘বিল গেটস’। তাকে আমরা সবাই এক নামে চিনি ও জানি কেননা তিনি একটা সময় এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। তাহলে চলুন তার ১০ টি উক্তি আমরা পড়ি। ১০ টি উক্তি হলোঃ
১/ আমি কোনো কঠিন কাজ করার জন্য একজন অলস ব্যক্তিকে পছন্দ করবো কেননা সে ওই কাজটা করার জন্য একটা সহজ উপায় বের করবে।
২/ যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধু মাত্র তুমি ভুলে যাবে ‘তুমি কে’?
কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে’?
৩/ পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই পরিবর্তন করে ফেলো কেননা বিয়ের পরে তো পৃথিবী পরিবর্তন পরের কথা রিমোট দিয়ে টিভির চ্যানেল-ই পরিবর্তন করতে পারবে না।
৪/ সাফল্য একটি পরিপূর্ণ শিক্ষক। এটি ঢুকিয়ে দেয় স্মার্ট মানুষের চিন্তায় তারা কখনো ব্যর্থ হবে না।
৫/ সবচেয়ে অসুখী মানুষের দিকে লক্ষ্য করুন অনেক কিছু শিখতে পারবেন।
৬/ আপনি যদি গরিব হয়ে জম্ম নেন এটা আপনার দোষ নয় কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান সেটা আপনার দোষ।
৭/ আমি এটা বিশ্বাস করি যে, আপনি যদি মানুষের সমস্যা দেখান এবং তার সমাধান ও দেখান তবে মানুষ স্থানান্তর হবে।
৮/ সফলতা উদযাপন করা ভালো কিন্তু ব্যর্থতার দিকে ও নজর দিতে হবে।
৯/ আপনি যদি কোনো কিছু ভালো ভাবে করতে না পারেন অন্তত চেষ্টা করুন।
১০/ একবার পরীক্ষায় আমি কয়েকটা বিষয়ে ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাস করেছিল ,
কিন্তু আমার বন্ধু এখন মাইক্রোসফটের ইন্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।
বিল গেটসের টই ১০ টি উক্তি তার জীবনে প্র্যাক্টিক্যাল ভাবে ঘটেছিল।
তাছাড়া এই ১০ টি উক্তি আমার জীবনে ও ভালো প্রভাব ফেলেছে এবং আমার জীবনকে বদলে দিয়েছে।
আশা করি এই ১০ টি উক্তি আপনাদের জীবনে ও ভালো প্রভাব ফেলবে এবং আপনাদের জীবনকে বদলে ও দিবে।
আজ এই পর্যন্তই সামনে আরেকটা ভালো পোস্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ।
আর লেখায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ।

ভালো লিখেছেন
Thanks
Gd
Thanks
Valo laglo
Thanks
Nice
ভালো লিখেছেন
❤️
Nice post
Nice post
gd