বিদেশ থেকে আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবীর জন্য ২০ টি শুভেচ্ছা স্ট্যাটাস, ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে ক্যাপশন, উক্তি, ডাইলগ

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন। ১৪ ফেব্রুয়ারি দিনটি নিশ্চই সবার পরিচিত একটি দিন। এছাড়া টাইটেল পড়ে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমরা মূলত কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। বিদেশ থেকে আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবীর জন্য ২০ টি শুভেচ্ছা স্ট্যাটাস, ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে ক্যাপশন, উক্তি, ডাইলগ । আমরা অনেকেই নানান কাজের জন্য বিদেশে থাকি।

আমাদের সব থেকে কাছের মানুষগুলো, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব কেউ কিন্তু আমাদের সাথে থাকে না। আমরা একে অপরে ভিন্ন দুটি দেশে থাকি। কিন্তু তাই বলে কি ভালোবাসা কমে যাবে? কখনোই নয়। ভালোবাসা দিবসের দিনে আত্মীয়স্বজন বা বন্ধু বান্ধবদের বিদেশ থেকে ভালোবাসার শুভেচ্ছা জানানোর কয়েকটি স্ট্যাটাস আজকে আপনাদের সাথে শেয়ার করবো। যদি আপনি বিদেশ থেকে এভাবে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের শুভেচ্ছা স্ট্যাটাস পাঠান তাহলে তারা অনেকটা খুশি হবে।

বিদেশ থেকে আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবীর জন্য ২০ টি শুভেচ্ছা স্ট্যাটাস, ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে ক্যাপশন, উক্তি, ডাইলগ

১. দূরে কোথাও আছি বসে, কিন্তু ভালোবাসা কমে যাওয়ার নয়। ভালোবাসার বন্ধনে অটুট থাকুক আমাদের বন্ধন। শুভ ভালোবাসা দিবস!

২. বিদেশ থাকা মনে সম্পর্কের বিচ্ছেদ নয়, দূরে থেকেও ভালোবাসার বন্ধন গুলোকে অটুট আর শক্তিশালী রাখা যায়।

৩. আমি যেখানেই থাকি, আমাদের বন্ধুত্বের বন্ধনে কখনো কোনো দুরত্ব তৈরি হতে দেব না। প্রত্যেকটা ভালাবাসা দিবসে এভাবেই আমাদের বন্ধুত্ত্বের ভালোবাসার স্মৃতি জড়িয়ে থাকুক!

৪. দূরে থেকেও ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষদের শুভেচ্ছা পাঠানো যায়!

৫. আমি আজ দূরে তাতে কি, তোমাদের সবার প্রতি আমার ভালোবাসা কি কমবে নাকি, দূর থেকেই ভালোবাসা দিবসের এই দিনে জানাই অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য!

৬. আমরা প্রবাসী, চাইলেও দেখা করা, কথা বলা, একটু দুষ্টুমি করা সম্ভব হয়না। তবে মন থেকে ভালোবাসতে আমরা জানি।

৭. সবাই সবার জীবনে ১৪ই ফেব্রুয়ারিতে বাস্তবিক ভালোবাসা বিনিময় করতে পারে না, প্রবাসীদের ভালোবাসা অনুভূতি দিয়ে প্রকাশ করতে হয়।

৮. দূরে আছি তাতে কি? আমাদের বন্ধুত্বের সময়গুলো ভালোবাসা দিবসের সাথে বেচেঁ থাকুক।

৯. ইচ্ছে করে আকাশে উড়তে বন্ধুদের সাথে, কিন্তু আমি তো প্রবাসী। তবুও বন্ধু তোকে জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা।

১০. Happy Valentine’s Day! দূরে আছি কিন্তু তোমাদের প্রতি ভালোবাসা একটুও কমে নি, তোমাদের মিস করি অনেক, ভালো থেকো।

১১. এখনো যেমন ছিলাম তেমনই আছি, দুরত্ব শুধুই নামে, ভালোবাসা তো এখনও বেঁচে আছে। শুভ ভালোবাসা দিবস!

১২. ভাবছো ভুলে গেছি কিনা? তবে বলি এই বন্ধন ভোলার মত নয়। শুভ ভালোবাসা দিবস!

১৩. আমার সাথে তোমাদের দেখা হবে কখন সেটা তো বিধাতার লেখনে লিখা আছে। তবুও তোমাদের জানাই, ভালোবাসা দিবসের অনেক অনেক ভালোবাসা!

১৪. বন্ধুত্ব মানে অন্ধকারকে একসাথে জয় করে জীবনে আলো নিয়ে আসা, ভালোবাসা দিবসে তোমাদের জানাই বুক ভরা ভালোবাসা!

১৫. বন্ধুত্বের সম্পর্ক প্রেমের সম্পর্কের চেয়েও বেশী শক্তিশালী, Happy Valentine’s day!

১৬. ভালোবাসার বন্ধন অটুট থাকুক অনুভূতিতে, দেখা হবে আমাদের আবার কোনো একটি স্বপ্নের শহরে! ভালোবাসা দিবসে ভালোবাসা রইলো তোমার প্রতি!

১৭. দূরে আছি তাই বলে এটা ভেবে নিও না আমাদের স্মৃতিগুলো হারিয়ে গেছে, কোনো একদিন স্মৃতিগুলো আমার জেগে উঠবে। ভালোবাসা দিবসের শুভেচ্ছা!

১৮. কাছে না থেকেও ভালোবাসা যায়! Happy Valentine’s Day!

১৯. দুরত্ব ভালোবাসার মধ্যে তৈরি হয়নি, দুরত্ব শুধুই স্থানের। ভালোবাসা দিবসের এই মধুর দিনে জানাই ভালোবাসার শুভেচ্ছা!

২০. প্রকৃত বন্ধু তো সে যে বন্ধু দূরে থাকলেও ভালোবাসা দিবসের দিন সবার আগে উইশ করে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানায়।

এই ছিল কয়েকটি ভালোবাসা দিবসের স্ট্যাটাস বিদেশ থেকে শুভেচ্ছা জানানোর জন্য। আশা করছি ভালো লেগেছে, আল্লাহ হাফেজ। এ ধরনের আর্টিকেল আরও পড়তে আমার প্রোফাইল: https://grathor.com/user/shuvo017/?profiletab=posts । Grathor ফেসবুক গ্রুপ: https://facebook.com/groups/grathor.official/

Related Posts

10 Comments

  1. Hey, hope you are well! I’m a simple girl, who loves having fun, chatting and meeting new people. You will always find me smiling and happy because nothing disturb me! Join me https://hottube.one/ and your mind will have blown!

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.