- আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি বিখ্যাত মনীষীদের বলা কিছু কথা যা আপনার আমার সবার জীবনের কোনো না কোনো এক সময় মনে পড়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
- ১.. যে প্রেমিক কান্ড জ্ঞান এর পরিচয় দেয়, সে মোটেই প্রেমিক নয় ___ নর্মান ডগলাস
- ২.. কথায় ও কাজে সততাই চরিত্রের মেরুদন্ড ___ স্পাইলস
- ৩.. অসুখী লোকদের জীবনে আশাও নেই আবার হতাশাও নেই ___ জুভেনাল
- ৪.. আমার শৈশবের বন্ধুরা আমার নিকট এক একটি বিশ্বাসের স্তম্ভ___ জি, এম, হিলার্ড
- ৫.. বক্তা যদি ভালো হয় তবে গল্প খারাপ হলেও তা শুনতে শ্রুতিমধুর হয় ___ বেন জনসন
- ৬.. নিজের ফাঁদে যে ধরা পড়ে, তার লজ্জার শেষ নেই ___ ইয়ং
- ৭..বিচারের ভয়ে যে পালিয়ে বেড়ায় সে তার নিজের অপরাধ স্বীকার করে___ সাইরাস
- ৮.. সত্য বলার স্বাধীনতাা পৃথিবীর সবচেয়ে সুন্দর ও শোভন জিনিস ___ বেকন
- ৯.. প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে উঠে ___ প্লেটো
- ১০.. আমি গর্বিত এই জন্য যে, আমার বন্ধুরা দরিদ্র হলেও সৎ ___ জন ওজেল
- ১১.. অযোগ্য লোককে দায়িত্বপূর্ণ কাজ দেয়া চরম দায়িত্বহীনতা___ শেখ সাদী
- ১২.. নতুন কিছু করাই তরুণের ধর্ম ___ জর্জ বার্নাডশ
- ১৩.. অসত্যের দাপট ক্ষণস্থা, কিন্তু সত্যের গৌরব চিরস্থায়ী ___ হযরত সোলায়মান ( আঃ)
- ১৪.. গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে শত ব্যস্ততার মধ্যেও একটু দাঁড়াও চিন্তা কর ___জন ক্লার্ক
- ১৫.. মানব মনের মহত্তর কল্যাণ হচ্ছে স্রস্টার সম্পর্কে জ্ঞান ___ স্পিনজো
- ১৬.. কারো অতীত জেনোনা, বর্তমানকে জানোএবং সে জানাই যথার্থ ___ এডিসন
- ১৭.. অলসতা হলো ভিক্ষাবৃত্তির চাবি ও অনিষ্টের মূল স্বরূপ ___ স্পুরজিওন
- ১৮.. মেয়েদের অনুমান পুরুষদের নিশ্চয়তা হতে অনেক বেশী ঠিক ___ কিপলিং
- আগামী পোস্ট এ আরও কিছু উক্তি নিয়ে হাজির হবো ইনশা আল্লাহ। ততদিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। করোনার এই সময়ে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন।
- আল্লাহ হাফেজ
5 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
khub valo
Amazing
nice post
Ok
ধন্যবাদ