বিকাশ অ্যাপে আনলিমিটেট আয়।

বিসমিল্লাহীর রহমানির রহীম
আসসালামু আলাইকুম। প্রিয় গ্রাথোর বাসি। আশা করি সবাই ভাল আছেন। যারা যেখানেই থাকেন, এই আয়ের সুযোগ মিলেছে সবারই।

গ্রামে বা শহরে বসবাসরত শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহিনী তাদের প্রতিদিনের কাজের পাশাপাশি এই রোজগার করেছেন বিকাশ অ্যাপ রেফার করে। এ বছরের সেপ্টেম্বর মাসে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ নতুন রূপে ‘বিকাশ অ্যাপ’ চালু করে।

খুব সহজ করে বললে নতুন রূপে আসা এই অ্যাপ ব্যবহারে অন্যকে উৎসাহিত করেই নিজেদের আয়ের পথ তৈরি করেছেন হাজারো মানুষ। তাদের প্রতিদিনের কাজের ফাঁকে কিছুটা সময় বের করেই বাড়তি আয় করেছেন তারা। চাইলে আপনিও এই সুযোগ গ্রহন করতে পারেন।

বিকাশ রেফার ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা জানান, কেউ আগ্রহী হলে বিকাশের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ম্যাসেঞ্জারে নিবন্ধন করতে হবে। নিবন্ধিত হওয়ার পর প্রত্যেকে একটি নম্বরসহ রেফারেল লিংক পাবেন।

যে রেফারেল লিংকটা পেলেন তা অন্যদের সাথে শেয়ার করবেন আপনারা । পরবর্তীতে যদি কেউ ঐ রেফারেল লিংক ব্যবহার করে বিকাশ একাউন্ট খোলে বা বিকাশ অ্যাপ ডাউনলোড করে তাহলে যার রেফার লিঙ্কটি ব্যবহার করেছেন তিনি বোনাস পাবেন। একটি একাউন্ট খোলার জন্য ২৫ টাকা, অ্যাপ ডাউনলোডে করে তাহলে সে পাবে ২৫ টাকা। সামাজিক যোগযোগ মাধ্যমেগুলোতে কেউ ইউটিউবে, কেউ বা ওয়েবসাইট করে গড়ে তুলেছেন নেটওয়ার্ক।

সেখানেই নিজেদের রেফারেল লিংক শেয়ার করে তাদের এই আয়ের সুযোগ এসেছে। রেফারেল লিংক ক্লিক করে যিনি নতুন বিকাশ একাউন্ট খুলেছেন বা অ্যাপ ডাউনলোড করেছেন তিনি যেমন বোনাস পাবে তেমনি রেফারকারী হিসেবে তাদের একাউন্টেও যুক্ত হবে বোনাস। বিকাশ অ্যাপ থেকে একাউন্ট খুলে প্রথমবার লগইন করে ব্যবহারকারীও পেয়ে যাবেন ১০০ টাকা বোনাস। তাছাড়া প্রথমবার অ্যাপ থেকে ২৫ টাকা রিচার্জে ব্যবহারকারী পেয়ে যাবেন ৫০ টাকা ক্যাশব্যাক।
বরিশালের সুজন বলেন, আমি গ্রামে থাকি। ইন্টারনেট জগত থেকে আয় করার স্বপ্ন ছিল আমার। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে দেখে আয়ের পথ খুঁজে পেয়েছি আমি। কেউ গ্রামে থাকুক বা শহরে, চাইলে এই পথে আয় করতে পারেন। সদিচ্ছা থাকতে হবে এবং কিছু সময় ব্যয় করতে হবে।
💕 বিশ্বাস না করলে আপনার লস💕

👉 ৫০০ টাকা নিশ্চিত বোনাস।

👉বিকাশ একাউন্ট না থাকলে পাবেন ৫০০ টাকা।

👉যাদের বিকাশ একাউন্ট আছে, কিন্তু Apps এ কখনো Log in করেন নি তারাও পাবেন ৫০০ টাকা বোনাস সাথে সাথে💕।

🔥নিচের লিংক থেকে Apps ডাউনলোড করুন আর আপনার নাম্বার দিয়ে রেজিস্ট্রার / লগিন করুন

🔥মনে রাখবেন👉বোনাস পেতে অবশ্যই এই লিংক থেকে এপ ডাউনলোড করতে হবেঃ- https://grathor.com/bkash-app

🔥আরো পাবেন App থেকে ২৫ টাকা মোবাইল রিচার্জে ৫০ টাকা এবং ১১ টাকা রিচার্জে ১৬ ক্যাশব্যাক 💕।।
তো বন্ধুরা যারা এই ভাবে ইনকাম করতে চান। তারা আজই বিকাশ অ্যাপ রেজিশ্ট্রেষন করুন।
আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিন।।
আরো ভালো ভালো অনলাইন ইনকামের তথ্য পেতে কমেন্টে জানিয়ে দিন। কি ধরনের আয় আপনি করতে চান।।।

Related Posts

2 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.