বাতাস নিয়ে ক্যাপশন

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলেই যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলেই নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়।  বাতাস নিয়ে ক্যাপশন –

আমাদের ওই বিশাল পৃথিবীর মধ্যে অতি আবশ্যক প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে বায়ু অন্যতম।বায়ু একটি প্রাকৃতিক উৎস।বায়ু ছাড়া আমরা এক মূহুর্তও চলতে পারব না।তাই বায়ুহীন এই পৃথিবীর অস্তিত্ব কল্পনা করা যায় না।

বায়ু আমাদের এই বিশাল পৃথিবীর গুরুত্বপূর্ণ একটি উপাদান।তাই বাতাস কিংবা বায়ু নিয়ে অনেক ক্যাপশান প্রচলিত রয়েছে।আজ আমি বাতাস নিয়ে কিছু ক্যাপশন তুলে ধরব আপনাদের সামনে।

১.ক্যাপশনঃ

আজি বাদল দিনের আবহ বহু সু-মধুরিত ও আরামপ্রদে ভরপুর, যাহা মোর অন্তরে র লাগি সকল বিরহী শূলানখানি কে করিয়া দেয় সকল অভিলাষের সুখপুর ……

২.ক্যাপশনঃ

অতঃপর ছেলেটি বাতাসের স্বাধীনতার হিংসা স্থাপন করলো

৩.ক্যাপশনঃ

বসন্তের বাতাসে যদি মন খারাপ ভাসে

আকাশ ভেঙে অসময়ে নিম্নচাপ আসে

৪.ক্যাপশনঃ

খোলা আকাশ দখিনা বাতাস

ভাবনা বইছে এমন

এ চৈত্রেও একই আছি

সাথে নিয়ে মন কেমন

৫.ক্যাপশনঃ

মাঝে মাঝে ইচ্ছে হয় ওই দূর পাহাড়ের বুকে

হেটে যাই মনের আনন্দে মিশে যাই বাতাসের সাথে

৬.ক্যাপশনঃ

কে তুমি এ শীতল বাতাস

যখন এলে ধুয়ে

এক পরশে বদলে দিলে আমায়

ছিলাম যখন পথের পানে চেয়ে

৭.ক্যাপশনঃ

আবারও যদি একটা বসন্ত ফিরে

ফিরবে তুমি নামের গন্ধ মাখা বাতাস হয়ে আমার এই মনে

৮.ক্যাপশনঃ

বাতাস ধরার বৃথা চেষ্টা 

সে ধরা দেবার নয়

৯.ক্যাপশনঃ

একসাথে একটা বাতাস গিলে নিয়ে হাঁসফাঁস করেছি যখন

অনেকটা অনেকটা ভালোবাসার গল্প মনকে ঢেকে রেখেছে তখন

১০.ক্যাপশনঃ

আজ মেঘ মাস

তবুও মেঘ জমেনি আকাশে

বৃষ্টি বিন্দু বাষ্প হয়ে

মিশে গেছে তপ্ত বাতাসে

১১.ক্যাপশনঃ

মেঘ বলে ডাকো

বৃষ্টি হয়ে ঋড়বো

বাতাস বলে ডাকো

খুশি হয়ে বইবো

১২.ক্যাপশনঃ

তুমি বন্ধনহীন বাতাস

তাই অবলীলায় বসে যাও

ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।

মাস্ক পড়ুন 

সুস্থ থাকুন।

Related topic: প্রকৃতি নিয়ে ক্যাপশন,
বিষন্নতা ক্যাপশন,
বাতাস নিয়ে কবিতা,
বাতাস নিয়ে উক্তি,
জানালা নিয়ে উক্তি,
অনুভূতি নিয়ে স্ট্যাটাস,
উপহার নিয়ে স্ট্যাটাস,
পুরস্কার নিয়ে উক্তি

Related Posts

8 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.