বাংলালিংক সিম দিচ্ছে ফ্রিতে ২জিবি ইন্টারনেট যা প্রায় সবাই পাবেন। যতখুশি যতবার বিস্তারিত পোস্টে।
আসলামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে খুবই ভালো আছি।
আমি মো: আল আমিন হাসান Grathor.Com এর নতুনদের লেখক
যাই হোক অনেক প্রতিক্ষার পর সপ্নের সাইট Grathor.Com লেখক হতে পেরেছি
বলে নিজেকে ধন্য মনে করছি।
তাই আজ আমার অনেক খুশি খুশি লাগচ্ছে!
তাই আপনাদের সাথে আমার এই Grathor.Com সাইটে ৪র্থ পোস্ট করছি।
আজকের টিউটোরিয়াল টা হচ্ছে বাংলালিংক সিমে ফ্রি তে কিভাবে ২ জিবি ইন্টারনেট যা প্রায় সবাই পাবেন যতখুশি ততো বার।
So আজ্যাইরা কথা না বলে কাজের কথাই বলি
কিভাবে নিবেন বাংলালিংক সিমে ফ্রিতে এই ২জিবি ইন্টারনেট ???
সর্বপ্রথম আপনার ফোন হতে বাংলালিক সিম দিয়ে ডায়াল করুন *৫০০০*৫২১#
ডায়াল করার পর নিচের ছবির মত
একটা কনফরমেশনএসএমএস পাঠাতে হবে।
এর কিছুক্ষণপর ফিরতি এসএমএস আসবে নিচের ছবিটা দেখুন।
এখানে আপনার সাথে সাথেও দিতে পারে আবার ৪৮ ঘন্টার ভিতরেও দিতে পারে।
কোড ডায়াল করার পর অপেক্ষা করতে হবে ৪৮ ঘন্টার মত। এর ৪৮ ঘন্টার ভিতরেই দিয়ে দিবে এবং না দিলেও নিচের ছবির মত এরকম এসএমএস দিয়ে দিবে! আমি দুইটা সিম কার্ড হতে পেয়েছি আর একটিতে পাইনি এবং আমার অনেক ফ্রেন্ডরাও পেয়েছে।
নিচের ছবিটার মত মেসেজ দিবে।
আশা করি অধিকাংশ মানুষই পাবেন।
@@@আজকে এখানেই শেষ করছি পরবর্তী পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন@@@
” ধন্যবাদ ”
কোন কিছু ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নিত্যনতুন আপডেট তথ্য যেমন : চাকরি,পড়াশোনা, টিউটোরিয়াল, অজানা তথ্য,সংবাদ,বিজ্ঞান ও প্রযুক্তি সহ ইত্যাদি বিষয়ের আপডেট পেতে চোখ রাখুন আমাদের সাইটে Grathor.com এ চোখ রাখুন এখানে এখানে দক্ষ দক্ষ লেখক নিয়মিত আপডেট তথ্য প্রকাশ করে।
…. ……খোদা হাফেজ…… ….




good
Sudhu new sim er khetre?
dekhi ki hoy.