বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক মাশরাফি বিন মতুজ্বা

মাশরফি একজন বীরের নাম।তার কোনো ভয় নেই। মাশরাফি বাঘের মতো ছুটে। মাঠে ১১জন প্লেয়ার কে সাহস জোগায়, তার নাম মাশরাফি। তার কোনো ভয় নেই,তার নাম মাশরাফি। অনন্ত কাল 16 কোটি মানুষের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকবে।

মাশরাফির জন্ম 5 অক্টোবর,1983সালে। তার পূর্ণনাম: মাশরাফি বিন মর্তুজা।তার ডাকনাম: কৌশিক, ম্যাশ, নড়াইল এক্সপ্রেস। তার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি।

জাতীয় দলে অভিষেক:
টেস্ট অভিষেক: 8 নভেম্বর 2001 বনাম জিম্বাবুয়ে।
শেষ টেস্ট: 9 জুলাই 2009 বনাম ওয়েস্ট ইন্ডিজ।

ওডিআই অভিষেক: 23 নভেম্বর 2001 বনাম জিম্বাবুয়ে।
শেষ ওডিআই: 6 মার্চ 2020 বনাম জিম্বাবুয়ে।

T20 অভিষেক: 28 নভেম্বর 2006 বনাম জিম্বাবুয়ে।
শেষ T20: 6 এপ্রিল 2017 বনাম শ্রীলঙ্কা।

খেলোয়ারী জীবনের পরিসংখ্যান:
ব্যাটিং:
টেস্ট: ম্যাচ 36,, রান 797। ফিফটি:3টা,, সর্বোচ্চ 79। ব্যাটিং গড়12.85।
ওডিআই: ম্যাচ 209,,রান 1752। ফিফটি 1টা,, সর্বোচ্চ 51। ব্যাটিং গড় 14.01।
T20: ম্যাচ 54,রান 377,সর্বোচ্চ44।

বোলিং:
টেস্ট: ম্যাচ 36,, উইকেট:78,,,বোলিং গড়:41.53,, সেরা বোলিং:4/60।
ওডিআই: ম্যাচ 209,, উইকেট:265,, বোলিং গড়:31.59,, সেরা বোলিং:6/26।
T20: ম্যাচ 54,,উইকেট:42,, বোলিং গড়:36.35,, সেরা বোলিং:4/19।

মাশরাফি বাংলাদেশের একজন সফল অধিনায়ক। মাশরাফি বার বার ইনজুরি হ‌ওয়ার পরেও খেলা করেছে। তিনি খোড়াতে খোড়াতে বল করেন। তিনি বাংলাদেশের জন্য যা করেছে তা মানুষের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকবে।

আবার অনেকে মাশরাফিকে নিয়ে সমালোচনা করে। মাশরাফি নাকি, বল, ব্যাটিং করতে পারে না। তাহলে দলে থাকে কীসের জন্য।

আরে তোমরা কী বুঝবে, মাশরাফি যদি দলে থাকে , তখন সবার মনে সাহস থাকে, সবাই বলে, সে আছে,যে কাউকে ভয় করে না, খেলার শেষ পর্যন্ত লড়ে,আর সবাইকে লড়ায় করাই।এর‌ই নাম মাশরাফি।

শত বছর পরের প্রজন্ম বাস্তব রূপকথার গল্প পড়বে
এক দেশে এক মাশরাফি ছিল।

মাশরাফি যদি খেলা না করে তাহলে ওর কোনো তো সমস্যা হবে না। কিন্তু মাশরাফি তো খেলা ছেড়ে দেই নি । তাও আবার মাশরাফির অবসর নেওয়ার ব্যাপারে সবাই কত‌ই না কথা বলে।

মাশরাফি অবসর নেওয়ার সময়ে কেঁদে ফেলেছিলো প্রায়। আর এখন সে দলের বোঝা। তাকে দলে রাখতে চাই না। কারণ তার রক্তে মিশে আছে খেলা। মাশরাফির পা সাত বার অপারেশন করার পরও খেলা ছাড়েনি।এই হলো মাশরাফি। আর এখন সে দলের বোঝা। এই তো ক্রিকেট বোর্ড।

মাশরাফি যখন ঐ 22 গজ এর রাজ্যে , ঐ স্টেডিয়াম এর রাজ্যে রাজত্ব কর , তখন মনের মধ্যে কেমন যেন একটা ফিলিংস আসে , একটা অদ্ভুত আগ্রহ কাজ করে । পুরাে স্টেডিয়াম জুড়ে শুধু একটাই ডাক শুনতে পাওয়া যায় …… মাশরাফি , মাশরাফি

যদি আর্জেন্টিনার থাকে মেসি
পর্তুগালের থাকে রোলানদো
ব্রাজিলের থাকে নেইমার
তাহলে আমরাও গর্ব করে বলতে পারি আমাদের কাছে মাশরাফি।

Related Posts

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.