বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলিউড অভিনেতা সন্জয় দত্ত উপহার দিলেন।

আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতবর্ষের নামকরা অভিনেতা উপহার দিলেন।

তিনদিনব্যাপি বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন – ২০১৯ শুরু হতে যাচ্ছে আগামি ৩ এপ্রিল থেকে। আর এই টুর্নামন্টের লোগো উন্মোচনের জন্য গত বৃহস্পতিবার ঢাকায় আসেন “মুন্না ভাই” খ্যাত বলিউড তারকা সন্জয় দত্ত।

ঢাকায় এসে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে এক সৌজন্য সাক্ষাত করেন বলিউডের এ অভিনেতা সন্জয় দত্ত। সৌজন্য সাক্ষাতকালে সন্জয় দত্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু আলোকচিত্র হস্তান্তর করেন।

বাংলাদেশ স্বাধীন হবার পর এদেশে সফরে আসেন ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দল। সফরে আসা সেই সাংস্কৃতিক প্রতিনিধি দলের আলোকচিত্রগুলোই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এই বলিউড তারকা।

সেই প্রতিনিধি দলের অন্যান্যদের মধ্যে ছিলেন সন্জয় দত্তের বাবা প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ সুনিল দত্ত, কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকার, বিশিষ্ট অভিনেতা ওয়াহিদা রেহমান ও সন্জয় দত্ত নিজেও।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের দ্ব্যর্থহীন সমর্থনের কথা স্মরণ করেন। এসময় গণভবনে তখন আরো উপস্থিত ছিলের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

Related Posts

5 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.