বাংলাদেশের করোনাভাইরাস এর বর্তমান অবস্থা

ন্ধুরা কেমন আছো। আজকে আমি কথা বলব। করোনা ভাইরাসের বর্তমান অবস্থা নিয়ে।মোট মৃত্যুর সংখ্যা।নতুন মৃত্যুর সংখ্যা মোট সুস্থ সংখ্যা এবং নতুন সুস্থ সংখ্যা। সবার আগে জানিয়ে দেই। কোন ডাক্তার যদি করো না চিকিৎসা করতে যেয়ে আক্রান্ত হয় তাহলে বাংলাদেশ সরকার ওই ডাক্তার কে ৫ থেকে ১০ লাখ টাকা দিবে। আর যদি কোন ডাক্তার চিকিৎসা করতে যে মারা যায় তাহলে বাংলাদেশের সরকার ওই ডাক্তার কে ২৫ থেকে ৫০ লাখ টাকা দিবে। ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৩৪৭১.মোট আক্রান্তের সংখ্যা ৮১৫২৩. ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা একটি রেকর্ড ৪৬জণ। মোট মৃতের সংখ্যা ১০৯৫ জণ. ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা বেড়েছে ১৯.৫৭℅. ২৪ ঘন্টায় সুস্থ সংখ্যা ৫০২ জণ। মোট সুস্থির সংখ্যা ১০৯৫জণ। ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ১৫৯৯০ টি। ৪৭৩৩২২ টি। করোনা মোকাবেলায স্বাস্থ্য উপকরণ ঔষধে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে । বাংলাদেশ থেকে কোরণা ওষুধ নিচ্ছে ভারত। করুন আক্রান্তের বিন্যাস হলো আইসোলেশন ৭৭.৫℅ এবং মৃত্যু 1.3% এবং সুস্থতা 21.2%। মৃত্যুর হারের চেয়ে সুস্থতার হার বেশি। করোনা মোকাবেলায় অনেক স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসেছে। ঢাকা মহানগরে এলাকা ভিত্তিক লকডাউন অবস্থা পূর্ব রাজাবাজার এলাকায় পরীক্ষামূলকভাবে লকডাউন :জনগণের চলাচল অত্যন্ত সীমিত থাকবে :এলাকাবাসী বাইরে যেতে পারবে না বা বাইরের লোক এলাকার ভিতরে আসতে পারবে না। :এলাকায় প্রবেশ ও বের হওয়ার জন্য শুধুমাত্র গ্রিনরোডে আইবিএ হোস্টেলের পাশের রাস্তা খোলা থাকবে। :লকডাউন চলাকালে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। :নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চিকিৎসা সামগ্রী অনলাইনের মাধ্যমে ক্রয় করা যাবে বা। বাসায় পৌঁছে দেওয়া হবে। :এলাকার ভেতরে জীবাণুমুক্ত শাক-সবজি মাছ-মাংস ও পণ্য সামগ্রী কেনার ব্যবস্থা থাকবে। :নাজনীন স্কুল এন্ড কলেজ কোভিদ নয় পরীক্ষার নমুনা সংগ্রহের বুথ প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে। :লন্ডন কার্যকরে সেনা ও পুলিশের টহল এবং মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হচ্ছে। :গুরুতর রোগীদের জন্য অ্যাম্বুলেন্স চলাচল করতে পারবে এবং জরুরী সেবা বিদ্যুৎ পানি গ্যাস এর জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মী কোন লকডাউন এলাকায় প্রবেশ করতে পারবে। আপনার পরিবার অথবা পরিবেশে যে কেউ করোনা ক্ষান্ত হতে পারেন তাই আতঙ্কিত না হয়ে তিন ফুট দূরত্ব বজায় রেখে সহযোগিতা করুন। পরিবারের বয়স্ক ব্যক্তিদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন। সাবধান থাকুন নিরাপদ থাকুন। আশা করি সবাই ভাল থাকবেন। এই পরিস্থিতি খুব শীঘ্রই সফলভাবে আমরা মোকাবেলা করতে পারব।

 

Related Posts

7 Comments

  1. করোনা কি বাংলাদেশের মানুষের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করলো?

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.