প্রাকৃতিক রূপবৈচিত্রে ভর আমাদের এই বাংলাদেশ । এই দেশটি দক্ষিন এশিয়ার উত্তর পূর্বে অবস্থিত একটি জনবহুল রাষ্ট্র । বাংলাদেশর উত্তর সিমানা থেকে কিছু দূরে হিমালয় পর্বত মালা এবং দক্ষিনে বঙ্গপ সাগর, পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গ পূর্বে ভারতের ত্রিপুরা মিজোরাম ও মায়ানমার-এর পাহাড়ি এলাকা । বাংলাদেশের সাংবাধিনিক নাম গনপ্রজাত্রন্ত্রী বাংলাদেশ । এ দেশের মোট আয়তন ১ লক্ষ ৪৭ হাজার ৫শত ৭০ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা ১৬ কোটিরো বেশি । বাংলাদেশের ৯৮ ভাগই মুসলিম আর বাদবাদি ২ ভাগ অন্য জাতী গোত্রের মানুষ । বাংলাদেশে ৯০ পার্সেন্ট মুসলিম ধর্মাবলম্বি ৯ পার্সেন্ট হিন্দু ০ দশমিক ৯ পার্সেন্ট বৌদ্ধ ও ০ দশমিক ৩ পার্সেন্ট খ্রীষ্টান ধর্মের লোকদের বসবাস । বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ৮ম যদিওবা আয়তনের দিক থেকে বাংলাদেশে বিশ্বের ৯৪ তম । সেই হিসেবে এই দেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ গুলোর মধ্যে নবম । রাজধানী ঢাকাতে বসবাস করে ১৮ মিলিয়ন জনসংখ্যা । পাকিস্থানের অসহনীয় নির্যাতন নিপিরনের পর ১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ । যুদ্ধ পরবর্তি সময়ে বাংলাদেশ দারিদ্র সিমার অনেক নিচে অবস্থান করলেও বর্তমানে এশিয়ার দ্বিতীয় সবচেয়ে প্রগতিশীল দেশ । বাংলাদেশের পোশাক শিল্প পৃথিবীর দ্বিতীয় অন্যতম শিল্প । বাংলাদেশের মানুশের মাথাপিছু আয় ১৬শ ২ ডলার আর দারিদ্রতার হাড় ২৩ দশমিক ৫ পার্সেন্ট । ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে বাংলাদেশেরর অবস্থান ১০ম । ২ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এই দেশে । ইথিওপিয়ার পর অতিরক্ত ওজনের মানুষ দেখা যায় বাংলাদেশে । এছাড়া পৃথিবীর সবচেয়ে দূষিত শররের তাকালিকার মধ্যে আছে বাংলাদেশের শহরগুলো । প্রকৃতিক সৌন্দর্যের দিক থেকে বাংলাদেশে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৌকত তাছারা পৃথিবীর অন্যতম সৌন্দর্যপূর্ণ স্থান গুলর মধ্যে ২টি স্থান অবস্থান করছে আমাদের এই বাংলাদেশের বান্দরবন জেলায় নীলগীরি ও নীলাচল । আর আছে পৃথিবী বিখ্যাত রাঙামাটির ঝুলন্ত ব্রিজ । সুন্দরবনে রয়েচ্ছে পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক বাঘ রয়েল বেঙ্গল টাইগার যার গর্জন ৩ কিলোমিটার দূর থেকেও শুনা যায় । ভাত, ডাল, মাছ বাংলাদেশের মানুশের প্রধান খাবার । খেলার দিক দিয়ে বিশ্বের এক নাম্বার পজশনে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যিনি আমাদের এই বাংলাদেশের সন্তান । বাল্য বিবাহের দিক থেকে বাংলাদেশ ৪র্থ স্তথানে রয়েছে । এদেশের প্রায় ২৯ পার্সেন্ট মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে দেয়া হয় । বাংলাদেশে প্রতি বছর ৩কোটি ২৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল উৎপাদন করা হয় । গিনেজ বুক অফ ওয়ার্ল্ডে বাংলাদেশের মানুষের অনেক অর্জন রয়েছে । তাঁর মধ্যে মানুষ দিয়ে বানানো পতাকার স্থানটি বাংলাদেশের দখলে রয়েছে । বর্তমানে বাংলাদেশের নিজস্ব সেটেলাইট রয়েছে যা কিনা বিশ্বের সেটেলাইট পূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৭ তম অবস্থানে দখল করে রেখেছে । এছাড়াও বাংলাদেশে পৃথীবীর সবচেয়ে সুস্বাদু মাছ ইলিশ রয়েছে । পৃথিবীর প্রবাল দ্বীপ গুলোর মধ্যে একটি রয়েছে আমাদের এই বাংলা দেশে । বাংলাদেশকে নদীমাত্রিক দেশও বলা হয় । পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম সময়ে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন কারি দেশ হিসেবে বাংলাদেশকে গন্য করা হয় যা কিনা অন্য আর কোন রাষ্ট্র করতে পারে নী । ।
Related Posts
Okay, here’s that blog post you requested about Zion National Park Lodge in Springdale, UT 84767. I’ve aimed for a…
Ready to plan your trip to Zion National Park? One of the most important things to consider is the weather!…
Hey there, Swifties and friendship fanatics! Are you looking for some awesome words about friendship? Well, you’ve come to the…
Hey Swifties! Ever find yourself wondering just how many golden gramophones Taylor Swift has stacked up? You’re not alone! It’s…
Hey there! Ever find yourself scrolling through social media, wondering about the love lives of your favorite celebs? You’re not…
6 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.

Nice
gd
Good post
Very good
বেশ ভালো লাগলো।
gd