হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা আপনাদের ফোনের চার্জ এর গতি খুব দ্রুত বাড়িয়ে নেবেন। আপনার ফোনে যেখানে 5 মিনিটে 2 পার্সেন্ট চার্জ হত সেখানে আপনার ফোনে 5 মিনিটে 10 পার্সেন্ট চার্জ হবে। শুধুমাত্র এই সেটিংস টি করে নিলে।অবশ্যই লিখাটি পুরোপুরি পড়বেন। লেখাটির যদি আপনি স্কিপ করে পড়েন তাহলে অনেক কিছু মিস করে যেতে পারেন। তো সেটিংসটি করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংস অপশনে, তারপরে সেখান থেকে পেস্টি স্ক্রল ডাউন করতে হবে এবং এরপর অ্যাডিশনাল সেটিংস বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করতে হবে।অ্যাডিশনাল সেটিংস এ গিয়ে আপনার আপনার ফোনের ডেভেলপার অপশন এ ক্লিক করবেন ।আপনার ফোনে ডেভেলপার অপশন যদি না থাকে,তাহলে কিভাবে ফোনে ডেভেলপার অপশন টি নিয়ে আসতে হয় সে সম্পর্কে ইউটিউবে আপনার অনেক ভিডিও পেয়ে যাবেন । সেগুলো দেখে নিলেই সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে।তারপরও যদি আপনাদের ডেভলপার অপশনটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আপনারা আপনাদের ফোনের সেটিংস অপশনে সার্চ বারে গিয়ে নরমালি লিখবেন ডেভলপার অপশন লিখে সার্চ করবেন তাহলে আপনারা ডেভেলপার অপশন পেয়ে যেতে পারেন।বন্ধুরা ডেভেলপার অপশন পেয়ে যাওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে সেখানে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেটি স্ক্রল ডাউন করে নিচে নামতে হবে। এবার ডেভলপার অপশনটিতে আপনারা অনেক নিচের দিকে একটি সেটিংস পেয়ে যাবেন। যার নাম মূল্য কানেক্ট ইউএসবি কনফিগারেশন । আপনারা নরমালি সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনারা 6 টি অপশন দেখতে পারবেন। অপশনগুলো যথাক্রমে চার্জিং অনলি,এম টি পি, পি টি পি,আর এন ডি আই এস ,অডিও সোর্স এবং এম ডি আই। তো বন্ধুরা আপনাদেরকে যেটা করতে হবে চার্জিং অনলি অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এটা করলে আপনার ফোন মোটামুটি ঝড়ের গতিতে চার্জ হবে। যেটা কিনা এমার্জেন্সি সময় অনেক বেশি কাজে লাগবে।এমন নদীটি আপনারা সবসময় অন করে রাখবেন তাহলে আপনার ফোনের ব্যাটারির সমস্যা হয়ে যেতে পারে আমি শুধু এই টিপসটি আপনাদের কে দিচ্ছি এমআরজেন্সি সময়ের জন্য।তো বন্ধুরা আশাকরি আবার লেখা টি আপনাদের ভাল লেগেছে এরকম আরো লেখা পেতে আমাকে কমেন্ট করে জানাবেন এবং লেখাটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার লিখাটি। ধন্যবাদ সবাইকে । ঘরে থাকুন, সুস্থ থাকুন।
Related Posts
আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। আল্লার রহমতে আমিও ভালো আছি। আজকের টিউটোরিয়ালটি আমার প্রথম টিউটোরিয়াল তাই…
অট্টো নামটি হতে হয়তো আমরা অনেকেই পরিচিত নই। এটি বর্তমান সময়ের একটি অসাধারণ ম্যালওয়্যার আপনার ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল এবং…
স্মার্টফোন আমাদের কাছে অতি প্রয়োজনীয় একটি বস্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে। স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। বিংশ শতাব্দীর প্রথম দিক…
স্মার্ট ফোন ব্যবহার করে গুগল ড্রাইভ থেকে গুগোল ডকুমেন্ট ফাইল কে পিডিএফ ফাইলে রুপান্তর করুন খুব সহজেই
বর্তমানে আমরা আমাদের স্মার্ট ফোন ব্যবহার করে বিভিন্ন ধরনের দৈনন্দিন কাজ সম্পাদন করে থাকি। টাইপিং করা ও বর্তমানে স্মার্টফোনে সাহায্যে…
গুগোল আমাদের নিকট অতি প্রয়োজনীয় একটি নাম। এটি শুধু সার্চ ইঞ্জিন হিসেবে আমাদের কাছে পরিচিত নয়। এটি আমাদের দৈনন্দিন জীবনের…
8 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
সত্যি😑
Nc
🙄
good
ok
Thanks all
wow nice
really?