হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আশা রাখছি সবাই বেশ ভালই আছেন। আমরা কমবেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। ফেসবুক ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সব কর্মকাণ্ড স্ট্যাটাস স্বরূপ ফেসবুকের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে থাকি।
আপনার যদি একটি ফেসবুক একাউন্ট থাকে তাহলে আমি নিশ্চিত যে আপনিও নিশ্চই ফেসবুক বিভিন্ন ছবি, ভিডিও ,স্ট্যাটাস দিয়ে থাকেন। তবে ছবি পোস্ট করার ক্ষেত্রে একটি কমন এবং মজার সমস্যা হচ্ছে ক্যাপশন বা স্ট্যাটাস খুঁজে না পাওয়া। আমরা ছবি / ভিডিও পোস্ট করতে তো চাচ্ছি, কিন্তু সেটির জন্য কোনো স্ট্যাটাস খুঁজে পাইনা। আর তাই আজকের আর্টিকেলে আপনাদের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মত কিছু কথা শেয়ার করবো। চলুন শুরু করা যাক।
১৫+ ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মত কিছু কথা
১. আমি তো তোমার হিসেবটা মিলিয়ে দিলাম,
এবার আমার হিসাবটা নাহয় তুমিই মিলিয়ে দিও!
২. প্রথমে রিকোয়েস্ট পাঠানো, এরপর মেসেজ, এরপর প্রেমের শুরু, তার কিছুদিন পর ব্রেকআপ, পরের দিন আবার নতুন কেউ! আমি এই ধারাবাহিকতায় থাকতে চাই না, কারণ ভালোবাসা এতটাও সস্তা নয়!
৩. চাইলেই যদি হয়ে যেতে পারতাম তোমার,
তবে এই ভুবনে চাওয়ার মত বাকি আর কিছু কি থাকতো?
৪. ধরে নাও, আজও আমি তোমার কথা ভাবি, তোমার নামে গান গাই, তোমার স্বপ্নে বাঁচি, তোমার স্মৃতির আলোয় আলোকিত হই! তুমি না থাকলেও, স্মৃতিগুলো তো আছেই।
৫. আমাদের জীবনে বন্ধু একটি শক্তি। এটি এমন একটি শক্তি যা আমাদের জীবনে অপরিহার্য্য। বন্ধু নামক অধ্যায় ব্যতীত জীবন অনেকটাই অসম্ভব!
৬. আমি আকাশের দিকে আজও তাকিয়ে, তোমার নামে উরো চিঠি পাঠিয়ে আকাশের পানেই তোমাকে দেখার অপেক্ষায় থাকি!
৭. একটাই যখন জীবন, তখন কেন শুধু শুধু একজন মানুষের কথা ভেবে জীবন নষ্ট করবে? জীবন এতটাও সস্তা নয়, আজ হয়তো কেউ তোমার মূল্যয়ন করছে না, কয়েক বছর পর হয়তো দেখবে সবাই তোমাকে নিয়ে কতটা খুশি থাকবে।
৮. আমি কখনোই কিছু না পাওয়ার জন্য কষ্ট পায়না, কারণ যখন আমি কিছু না পাওয়ার কথা ভাবি তখন আমার মাথায় চিন্তা আসে, পৃথিবীতে আসার সময় কি নিয়ে এসেছিলাম?
৯. তোমার নাম নিতে না নিতেই, এই বুঝি নেমে গেল সন্ধ্যা, গোধূলিরা গেছে কোন দুনিয়ায় হারিয়ে।
১০. হতাশায় ভুগছেন? একটা দিন বন্ধুবান্ধবদের সাথে খাওয়া দাওয়া, আড্ডা, গান নিয়ে থাকুন, দেখবেন জীবনে বাঁচার ইচ্ছেটা অনেক বেড়ে যাবে।
১১. শিরোনামহীন স্ট্যাটাসের মাঝেও অনেক সময় শিরোনাম থাকে, যেটা কেউ দেখতে পায়না।
১২. দিনশেষে আমরা সবাই একা এই পৃথিবীতে, তাই একাকীত্বের জন্য কষ্ট পাওয়ার কিছু নেই!
১৩. সম্পর্কটা অনুভূতির কথা দিয়ে শুরু হয়েছিল, কিন্তু তুমি সেই অনুভূতি শেষ করে দিয়ে চলে গেলে।
১৪. আমি আর আমার আকাশ দুজন একসাথে, আজ আবার গান গাইবো মনের সুখে!
১৫. আমি জানি কোনো একদিন, তুমি হয়তো আসবে ফিরে আবার, কিন্তু সেদিন আমি বলবো তোমায়, গিয়েছিল তো ছেড়ে আমায়!
বন্ধুরা এই ছিল ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মত কিছু কথা। আশা করছি ভালো লেগেছে, শেষ করছি আর্টিকেলটা, আল্লাহ হাফেজ।

Nice 🙂
বেশ ভালো পোস্ট।
Good post
Ok
Vlo caption
Very nice
G
nice
ok