ফেসবুকিং করে টাকা ইনকামের পথ।

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগন। দেশের এই দূর্যোগ মুহুর্তে সবাইকে আল্লাহ তায়ালা রাখুক এই প্রত্যাশা করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অনলাইনে ইনকাম বিষয়ক একটি কথা শেয়ার করতে চলেছি। যেটা হয়তো আপনার জীবনের একটা পরিবর্তন আনতে সহায়তা করতে পারে বলে আমার ধারনা। তাই একটু মনোযোগ দিয়ে একটা আর্টিকেলটি পড়ে নিজে এবং অন্যকে ধারনা পেতে সহায়তা করুন। তাহলে আর দেরী না করে শুরু করা যাক কিভাবে অনলাইন ইনকামের জন্য আমরা আমাদেরকে কোন পথে এগিয়ে নিয়ে গিয়ে সফল হবো।
অনলাইন ইনকাম আসলে কি পরিমান আয়ের হতে পারে তা শুধুমাত্র তারাই বোঝে যারা সেটা পেয়েছে এবং পাচ্ছে। আর সেখানে আপনি কি করছেন..?? আপনি সঠিক প্লেসে না গিয়ে করছেন প্রতিদিন ৪০০/৫০০ টাকা আয় করুন ভিডিও দেখে, লাইক, কমেন্ট শেয়ার করে অথবা রেফার করে প্রতিদিন এত এত টাকা আয় করে স্বাবলম্বী হোন। এগুলো স্রেপ সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। আপনি যদি অনলাইন থেকে আসলেই ইনকাম করতে চান.. অবশ্যই অবশ্যই অবশ্যই.. আপনাকে কিছু না কিছু লিগ্যালী কাজ জানতে হবে। লিগ্যালী কাজ জানা ছাড়া বিভিন্ন এপ্সে গিয়ে ছন্নছাড়া হয়ে কাজ করে প্রতারিত হওয়া ছাড়া জীবনে আর কিছু পাবেন না। আমার অভিজ্ঞতা থেকে বলছি, বিনা কাজ ছাড়া ও লিগ্যাল কাজ ছাড়া অনলাইন থেকে ইনকাম করার আশা করার মত বোকামি আর কিছু হতে পারেনা। প্রপার গাইড লাইন পাইলে আপনিও অনলাইন থেকে সফল হতে পারবেন। কিন্তু আফসোস আমাদের দেশে বেশীরভাগ প্রতিষ্ঠান মানুষকে অনলাইন ক্যারিয়ারে গড়ে তুলতে ব্যর্থ হয়। অনলাইনে অরিজিনালি কাজ শিখে জীবন গড়ার জন্য অনেক  স্নপ্ন বুকে নিয়ে অনেকেই যাত্রা করেছিলেন বিভিন্ন পথে। কিন্তু একটা সময় মনে কি হয়েছিল আপনার…..?? “ইসস্” কস্টের টাকাটা বুঝি নষ্ট করে ফেললাম। কারণ কাঙ্ক্ষিত ফলাফল আপনি সেখান থেকে পান নি, অথবা তারা প্রপারলি আপনাকে বোঝাতে সক্ষম হয়নি। এবং আপনিও মন খারাপ করে মনের অজান্তে বলেছিলেন, #ধ্যাৎতেরিকা  আমার জন্য এসব আসেনি এবং হাল ছেড়ে দিলেন। এরকম হাল ছেড়ে দেওয়া কিছু মানুষের চলার পথ তৈরী করতে করতে তিনি আজ বাংলার হাজার পরিবারের আশীর্বাদ হয়ে আছেন। চিন্তা করবেন না আপনার মনের আর্তনাদ আল্লাহ শুনেছেন, তাই এই নিউজটি আপনার চোখে পড়েছে। সুতরাং আপনাদের ও নতুনদের জন্য হাজার বেকার যুবকের প্রিয় মানুষটি এমন একটি সেবা প্রস্তুত করে জনসম্মুখে পাবলিস্ট করেছে, যেটা আপনি দেখলে পুরনো স্বপ্ন নতুন করে বুনতে শুরু করবেন। মজার বিষয় হচ্ছে সেই মানুষটি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছে আপনার মত। তাই তিনি বোঝেন আপনার ব্যথা। 

তাই তিনি বোঝেন প্রপার গাইড লাইন দিয়ে কিভাবে আপনাকে সফল করানো যায়।
#তার_বানী — সফলদের সহযোগী নয়, সফলতার জনক হোন। 

(বিঃদ্র) 👇👇👇

#_এই_সেবাটি #_পাচ্ছেন_একদম_ফ্রীতে। সেবাটি পেতে লিংকে ক্লিক করে নিবন্ধন করুন।

https://bit.ly/35cXlKM

Related Posts

9 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.