ফুলে ফুলে সাজিয়েছি বাসর, তবুও মনটা তোমারি জন্য কাতর!

ফুলে ফুলে সাজিয়ে নিয়েছি, বাসর।
পোড়ামন টা তবুও কেন জানি তোমার জন্য কাতর
আকাশের দিকে তাকিয়ে দেখছি আকাশের সব তারা
তবুও পিছনে ফিরে দেখি আমার জীবন তোমারই জন্য পাগল পারা
যদি আকাশের সবগুলো তারা কে একত্রে মিশিয়ে বানিয়া নিতাম এক নিস্তব্ধ রাত্রি

তবুও তুমি ছাড়া, পছন্দ হয়নি কো আমার কোন পাত্রী।
মিছিমিছি প্রতিদিনই বাসর সাজিয়ে অপেক্ষায় থাকি তা তো শুধু তোমারই জন্য
নিজেকে রংতুলি থেকে নিয়েছি নগণ্য, বেছে বেছে আমি হয়েছি সস্তা কোন এক রক্তমাংসের পণ্য
প্রতিটা রাত্রি সাজিয়েছি শুধু তোমারই জন্য,
নিস্তব্ধ আর অন্ধকারে জ্বালিয়ে রাখি হৃদয়ের প্রদীপ,

ভাবনার ঘরে এসে উঁকি দাও, ডাইরি খুলে শুধু তোমারই কথা লিখি,
মাঝে মাঝে পৃষ্ঠাগুলো বড় বিশ্রী ভাবে ভিজে যায়, ছিড়ে ফেলতে ভয় লাগে যদি সে কষ্ট পায়।
এভাবে দিন কেটে যায় কেটে যায় অগণিত রাত্রি, অভিমানে আকাশের তারারাও একসময় ঝরে পড়ে
বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ততম শহরের ল্যাম্পপোস্ট গুলোকে মনে হয় এক একটি মোমবাতি

ফুলের টবে রাখা শুকনো ফুল গুলোকে এখনো যত্ন করে আগলে রাখি।
ফুলের সৌরভে নেই তেমন মাধুর্য যতটা দিয়েছো ঋণী করে নিয়েছো আমায়।
কখনো কখনো নীল আকাশ আমায় বলে, বোকা ছেলে তুমি বড় বেশি বোকা
লক্ষ্মী ছেলের মত অভিযোগগুলো আমি লিখে রাখি মনের 365 পৃষ্ঠা জুড়ে
এখনো বাসর সাজিয়ে অপেক্ষায় থাকি, মনের মাধুরী মিশিয়ে চোখের কালিতে গল্প আর কবিতা লিখি

ভাবনার গভীরতাটা ভাবনারা এসে দোলা দেয়, ঘুম সেওতো অভিমানী, তবুও আমি মানুষ নামের কোন প্রাণী
এখনো সন্ধ্যা লাগেনি, তবুও চোখে অন্ধকার নেমে আসে, আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই আমার পাশে।
একা একাই আমি বাসর ঘরে বসে থাকি, বুঝেছি অনেক আগেই দিয়েছো আমায় শুভঙ্করের ফাঁকি

যত্ন করে এখনো মালা গাঁথে আমার ঠান্ডা জ্বরে আক্রান্ত মন, সুর তাল বিহীন ছন্দহীন আমার সস্তা জীবন।
মাঝ রাত্রিতে দুচোখের অভিমান ভাঙ্গে, নিজেকে আমি বিলিয়ে দেই সেই অভিমানে।
কিছুটা সময় আমি আলাদা হয়ে যাই তোমার কাছ থেকে। দিনের শুরুটা হয় আবার বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আর্তনাদ নিয়ে।

এই জীবন আমার বড় পানশে মনে হয়, লবন ছাড়া এ জীবনে  সুখ কি শুধুই মরীচিকা!
ভোরের পাখি দের কাছে, অভিযোগগুলো জানিয়ে দেই, তাড়াহুড়ো ছুটে বেড়ায় দিগন্তের পানে।
সে চিঠিগুলো তুমি পাও কিনা জানিনা, তবে অবচেতন মনে মনে হয় তুমি তা জানতে।
প্রতিদিন বাসর সাজিয়ে, দুচোখে স্বপ্ন জড়িয়ে, আমি কালো ছেলে, লাল হয়ে যাই।

ধূসর কোন কিছু সামনে দেখলে, অদ্ভুতভাবে কল্পনায় তোমাকেই দেখতে পাই, তবে তা তো শুধু মরীচিকা।
ভিকেরি না হয়েও, ভিক্ষাবৃত্তিকে আমি দোষ দেই না। যা চেয়েছি, তাতো আমার বড় প্রয়োজন।
পৃথিবীতে, একটি মানুষের অন্য একটি মানুষ প্রয়োজন।
প্রিয়জনের কাছে, সুখ কামনায় যদি অন্যায় হয়ে থাকে, তবে দণ্ডিত অপরাধী হয়ে আমি রাজি আছি করতে হাজতবাস।

আমার বাসর ঘরের, মাঝে আমি বন্দি হয়ে রই, প্রত্যাক্ষিত কালো দাগের আসামি হয়ে।
ফুলে ফুলে সাজিয়ে নিয়েছি বাসর,
পোড়ামন টা প্রতিদিন শুধু তোমারই জন্য কাতর।
ভাবনার গ্রামে আত্ম পৃথিবী আমার, সেই পৃথিবীতে আমি অক্ষম অপেক্ষামান এক মানব,।
যদি মন কাঁদে, যদি হৃদয় সাধে, যদি মন মনের সাথে বাঁধে, তবে ছুটে এসো এক ঝটকায়।

আমার বাসর ঘরের দরজাটা, সর্ব সময় অপেক্ষমান, শুধু জ্বালিয়ে রেখেছি চিতা, তাতো শুধু তোমারই কামনায়।
ফুলে ফুলে সাজিয়ে নিয়েছি বাসর,
মনটা কেন জানি শুধু তোমারই জন্য কাতর।
::::::::::: মমিন সাগর::::::

Related Posts

26 Comments

      1. আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু

        Please support me🙂

        Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q

        Facebook page: https://www.facebook.com/107324621876693/posts/107963605146128/?app=fbl

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.