প্রকাশ্যে চলছে দেহ ব্যবসা সবাই সচেতন হোন

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন.
বর্তমান সময়টা একটা সময় যাচ্ছে বাংলাদেশের জন্য যা ইতিহাসের মধ্যে সবথেকে খারাপ একটা সময়. 2020 সালের এই 19 দিনে প্রায় 22 টা নারী দর্শন হয়েছে যা ইতিহাসের আর কখনো হয়নি. প্রকাশ্যে চলছে দেহ ব্যবসা যা করে উঠেছে বনানী থেকে তিন কিলোমিটার রেললাইনের মাঝে যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে. রাস্তার শুরুতেই সাইনবোর্ডের মধ্যে লিখে দিয়েছে বিপদজনক রাস্তা চলাচলের জন্য উপযুক্ত নয়. কিন্তু তার পিছনে চলছে ভয়াবহ রমরমা-দেহ-ব্যবসা. এই রাস্তাটা বন্ধ করে দিয়ে চলছে মাদক ব্যবসা যা বর্তমান সমাজের জন্য খুবই মারাত্মক একটি ব্যাধি. কিছুদিন আগেই এরকম একটি জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত একটি প্রতিষ্ঠান ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে. বনানী থেকে যে রেললাইনটি চলে গেছে রেল লাইনের মধ্যে বা তার আশেপাশে কোনো মানুষজন আর বসবাস নেই যার কারণে এখানে খুব ভালোভাবে কিছু লোক অনায়াসে দেহ ব্যবসা এবং মাদক ব্যবসার মতো কাজ চালিয়ে যাচ্ছে. এবং তার সাথে সমাজের ভালো লোকজনও এসবের মধ্যে জড়িয়ে যাচ্ছে. যুবকরাও বাকি থাকছে না রাতের আঁধারে চলছে দেহ ব্যবসা যেখানে বলার মত কেউ নেই. সব থেকে বড় কথা হল এসব এরকম বাংলাদেশের মধ্যে আরো অনেক জায়গা রয়েছে যেখানে ঠিক এরকম ভাবে খারাপ কাজ চলে. আমাদের সবার উচিত এসমস্ত জায়গাগুলো থেকে খারাপ কাজ করতে বাধা দেওয়া পাশাপাশি প্রশাসনের সাহায্য নেওয়া. কারণ এগুলো যেমন সমাজের মানুষ কে নষ্ট করছে তেমনি এদেশকে নষ্ট করছে.( যমুনা টিভি নিউজ থেকে সংগৃহীত) আমাদের উচিত সকল কে একসাথে কাজ করা , একা কখনো কোন কাজে সফলতা পাওয়া যায় না আমরা সবাই মিলে যদি মাদক এবং প্রকাশ্যে দেহ ব্যবসা বন্ধ করতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদের আরও বিপর্যয় পড়তে হবে. আশা করি সবাই বুঝতে পেরেছেন পোষ্টটি করেছি শুধুমাত্র সবাইকে সতর্ক করার জন্য সবাইকে ধন্যবাদ.

Related Posts

4 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.