পৃথিবীর এমন কিছু আজব ঘটনা যার ব্যাখ্যা আজোপর্যন্ত কোনো বিজ্ঞানী খুজে পায়নি

আমাদের পৃথিবীতে এমন কিছু আজব ঘটনা আছে যেগুলো আমাদের সাথে প্রায়ই হয়ে থাকে। এবং এই সকল ঘটনার কারণও আমাদের জানা। কিন্তু আমাদের এই পৃথিবীতে এমনও ঘটনা হয়েছে যা দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছে। আজ এমনই কিছু আজব ও সত্য ঘটনা ঘটনা নিয়ে আজকে আপনাদের জানাতে চলেছি।

 

১. রিঙ্গিং রক্স:

পেনসিং কুইলিয়া নামক জায়গায় এমন কিছু আজব পাথর এর স্তুব রয়েছে যার উপর কিছু দিয়ে আঘাত করলে তার ভিতর থেকে বিভিন্ন ইন্স্ট্রুমেন্ট শব্দ আসে। এটি পুরো পৃথিবীর কাছে একটি অবাক করা ঘটনা করন এই পাথর এখানে কিভাবে, কখন এবং কিভাবে এলো তা এখনো পুরো পৃথিবীর কাছে অজানা। এখানের প্রতিটি পাথরের উপর আঘাত করলে আলাদা আলাদা মনমুগ্ধকর শব্দ শুনতে পারা যায়। মানুষ এখানে এসে এইসকল আওয়াজ শুনে অনেক আনন্দ পেয়ে থাকে। তবে এই পাথরের অস্তিত্ব ভারতেও পাওয়া গেছে। ভারতের এমন কিছু মন্দির রয়েছে যার মধ্যে এই পাথরের ব্যাবহার করা হয়েছে। কিন্তু এই পাথর থেকে এমন শব্দ কিভাবে বের হয় তা এখনো বিজ্ঞানীরা সঠিকভাবে বলতে পারেনি।

 

২. রম এন্ড আর্ভ রিভার্স:

এই নদীটি সত্যিই মনমুগ্ধকর কারন এই দুই নদীর পানি একই স্রোতে বয়ে চলে কিন্তু এই দুই নদীর পানি একে অপরের সাথে না মিশে একসাথে বইতে থাকে। আরো মজার ব্যাপার হলো এই দুই নদীর পানি মধ্যে একটির পানির রং নীল এবং অন্যটির পানির রং ঘোলাটে। এই নদীটি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। জেনেভা সুইজারল্যান্ডের একটি অন্যতম সুন্দর স্থান।

 

৩. ব্লু লাভা:

আমরা প্রতিনিয়তই বিভিন্ন ছবি বা মুভিতে লাল রঙের লাভা দেখতে পাই। কিন্তু আমাদের এই পৃথিবীতে এমনও জায়গা রয়েছে যেখানে লাভা লাল রঙের বদলে নীল রঙের হয়ে থাকে। আর এই লাভা কেন নীল রঙের হয় তা ব্যাখ্যা করতে গবেষকদের বের করতে দীর্ঘদিন লেগেছিল। নীল রঙের এই লাভা ইন্দোনেশিয়াতে অবস্থিত। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলো যে প্রচন্ড তাপমাত্রাই লাল রঙের লাভাকে নীল দেখায়। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা এই লাভার নীল হওয়ার কারণ খুঁজে বের করেছে। এই নীল রঙের লাভার সৃষ্টি হয় এর আসেপাশের ক্যমিক্যাল এর ফলে।এই লাভা বের হওয়ার সাথে সাথে এর আসেপাশের ক্যমিক্যাল এর সাথে মিশে এর নীল রং তৈরি করে।

আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুবান্ধব দের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানতে ভুলবেন না। এবং যদি আপনারা চান তাহলে এর পার্ট ২ নিয়ে জলদি চলে আসবো

Related Posts

13 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.