পৃথিবীতে অনুভূতি প্রকাশ করার জন্যই ধ্বনি, শব্দ, বর্ণ, অক্ষর এর আর্বিভাব হয়েছে । হাজারো শব্দ রয়েছে।
এ শব্দ গুলোর ব্যবহার কেউ সঠিক ভাবে করতে পেরে তার মনের কথা গুলো সঠিকভাবে প্রকাশ করতে পারে, তো কেউ শব্দগুলোকে গুছিয়ে তার মনের কথাগুলোকে প্রকাশ করতে পারে না।
কিছু অনুভূতি হয়তো আপনার, আমার মনের মধ্যে রয়েছে। আমরা কেউ কেউ খুব সহজে প্রত্যক্ষভাবে অনুভূতি গুলো প্রকাশ করি, তো কেউ কোনো গল্প, কবিতা, ক্যাপশন,স্ট্যাটাসের মাধ্যমে বলে থাকি।
আজ আমি ঐ হাজার শব্দ থেকে কিছু শব্দ নিয়ে ক্যাপশন আর স্ট্যাটাস লিখার চেষ্টা করলাম, জানি না কেমন হবে। বেছে নেওয়া শব্দ গুলোঃ ক) অবিরাম, খ) অযথা, গ) মায়া, ঘ) চেষ্টা, ঙ) দোলনা।
ক) অবিরাম।
- ১. অবিরাম আমি তোমার স্মৃতিচারণে ব্যস্ত।
- ২. অবিরাম আমার বিকাল বেলাটা তোমার অপেক্ষায়।
- ৩. অবিরাম গীটারের তার গুলোতে মনের কষ্ট গুলো
প্রকাশে ইচ্ছুক অসামান্য।
খ)। অযথা
- ১. অযথাই বুঝি আমি ভেবে মরছি, সে আমার ছিল।
- ২. অযথা শুধু চেষ্টা করছি লিখতে কিছু গোপন গল্প।
- ৩. অযথা আমি দক্ষিণ দরজা খোলে আছি, সে তো অন্য কারো উত্তরে মুগ্ধ।
গ) মায়া।
- ১. মায়া লাগিয়ে আমায় ছেড়ে গিয়ে তুমি আজ দূর থেকে হাসছো?
- ২. কাঠগোলাপের সাদার মায়ায় জড়ানোর ইচ্ছা ছিল কিছু কথা বলা হয়েছে খুঁজে দেখ।
- ৩. মায়াজাল বুনা শেষ কবে করবে প্রিয়? একটা একটা করে তুমি আর কততে ফেলবে তোমার বুনা জাল প্রিয়।
ঘ) চেষ্টা
- ১. চেষ্টা করেই দেখ না পাও কি কিছু? কিছুটা না অনেকটা বদলেছি আমি শুধু তোমার খোঁজার অপেক্ষা মাত্র।
- ২. চেষ্টা ছিল রোজ সকালে তোমার নামে একটা ফুল কানে গুজবো, কে জানতো ফুল বাগানের মালির হাতে দৌড়ানি খাব।
- ৩. আমি আর এক দফা চেষ্টা করতে চাই সফল হওয়ার জন্য।
ঙ) দোলনা।
- ১. দোলনায় দুলতে দুলতে হঠাৎ মনে হলো, পরে যাচ্ছি ভেবে, যখনি আতকে উঠবো ঠিক তখনি দুপাশ থেকে কেউ ধীরে বলল, ভয় পেয়না, আছি আমি।
আর কেউ নয় সে টা বলল, আমার মা। - ২. কিছু বুনো ফুল এনেছিলাম মাথায় মুকুট বানিয়ে বসন্তে পরবো বলে, কিন্তু তার চেয়ে ভালো ফুল গুলো দিয়ে দোলনা টা সাজিয়ে দিলাম ঐ বসন্তের বাতাসে দোল খাব বলে।
- ৩. শেষ বিকেলে ছাঁদে দোলনায় বসে দূরে ডুবে যাওয়া সূর্য টার দিকে তাকিয়ে ভাবা, এখন কার আকাশে উদিত হবে? আমার আকাশ থেকে গিয়ে।
জানি ন কেমন হয়েছে। পরের বার চেষ্টা করবো আরো একটু গুছিয়ে লিখার। প্রতিবারের মতো এবার ও সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Nice
Nice
Good
Hi
Nice
Nice
Thank yu
G
Thanks
❤️
😍
বেশ ভালো পোস্ট।
thank uhh sooo much
ভালো হয়েছে
Thank you