পুরোনো কিছু রোমান্টিক গান নিয়ে আলোচনা।

আসসালামু আলাইকুম বন্ধুরা

কেমন আছো সবাই।আজকে আমি তোমাদেরকে বলবো ১০ বছর মত পুরনো কিছু রোমান্টিক গানের কথা যা রীতিমতো বেশিরভাগ মানুষেরই পছন্দ।

সুতরাং শুরু করলাম আজকের কথাগুলি। তো প্রথমেই বলি হাবিব ওয়াহিদ এর (আমি তোমার মনের ভেতর) গানটি। এই গানটি একসময় অনেক ভাইরাল হয়েছিল এবং এই গানটি যথারীতি হিট একটা রোমান্টিক গান। এই গানটি আমার কাছে খুবই প্রিয় একটি গান।যারা বাংলা গান প্রেমিক তারা চাইলে নতুন করে আবার ভিডিওটা দেখে আসতে পারেন।

আমি তোমার মনের ভেতর – গানটির কলি কিছুটা:

(আমি তোমার মনের ভেতর, একবার ঘুরে আসতে চাই

আমায় কতটা ভালবাসো, সে কথাটা জানতে চাই)।।

দ্বিতীয়ত, শাহিদ এবং শুভমিতার (এক জীবনে) গানটি। এই গানটি পুরো বাংলাদেশের সকলের মুখে মুখে ছিল এবং এই গানটিও যথারীতি সকলের পছন্দের গান। এই গানটি এখনো আমার প্রিয় একটি গান।

এক জীবনে – গানের কলি কিছুটা:

(তুমি আমি কাছাকাছি আছি বলে, এ জীবন হয়েছে মধুময়

যদি তুমি দূরে কভু যাও চলে, শুধু মরণ হবে আর কিছু নয়)।

তৃতীয়ত, হাবিব ওয়াহিদ আর ন্যান্সি এর (ভেতর বলে) গানটি। এই গানটি ২০১১-২০১২ দিকে খুবই জনপ্রিয় হয়েছিল বাংলাদেশে। এমনিতেই হাবিবের গান আমার খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে বলবেন।

গানের কলি কিছুটা:

( ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুকনা)।

চতুর্থ, জনপ্রিয় কণ্ঠশিল্পী তপুর (মেয়ে) গানটি।এই গানটিও একসময় বাংলাদেশে হিট হয়েছিল।

গানের কলি কিছুটা:

( মে তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি

কখনো কি আমায় ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি)।

পঞ্চমত, জনপ্রিয় শিল্পী মিনারের ( তুমি চাইলে বৃষ্টি) গানটি। এই গানটি আমি অনেকবার শুনেছি। যতবার শুনেছি ততবারই অনেক ভালো লাগে। আপনারা যারা শুনেননি তারা চাইলে ইউটিউব থেকে দেখে আসতে পারেন।

গানের কলি কিছুটা:

( তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিলো রাজি অপেক্ষায় শুধু বসনে

মাতাল হাওয়া বইছে দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান)

এরপরে রয়েছে জনপ্রিয় শিল্পী শফিক তুহিনের গান (ভালবাসি)। এই গানটিও আমার কাছে চমৎকার লাগে।এই গানটিও একসময় প্রচুর হিট ছিলো।

গানের কলি কিছুটা:

( চোখ মেললেই দেখি তোমাকে চোখ বুঝলেই পায় আরো কাছে—————— ভালোবাসি বড় ভালোবাসি এর বেশি ভালোবাসা চাইনা)

এরপরে আছে, আরেফিন রুমি এবং সায়রা রেজার ( না না না তা হবে না) গানটি।আপবিট এই গানটি একসময় বাংলাদেশে খুবই জনপ্রিয় ছিলো এবংএকসময় বিয়ের অনুষ্ঠানে এই গানটি খুবই চলতো। আমি আশা করি এখনো কিছু গানভক্ত আছে যারা এই গানটি এখনো শোনে।

গানের কলি কিছুটা:

( না না না তা হবে না কথা শুনে যাও,বলতে চাই একটা কথা পিছু ফিরে চাও

মন মানে না কোনো কথা শোনে না বারণ, কি হবে যে পাইনা খুজে আমিতো কারণ)।

সুতরাং আজকের গল্পগুলো এখানেই শেষ আশাকরি সকলেরই ভাল লাগবে। এই ছোট্ট রিভিউটা কেমন হয়েছে সকলে কমেন্ট করে জানিয়ে দিবেন।যাতে করে আবার রিভিউ করার উৎসাহ পায়।

আল্লাহ হাফেজ।

Related Posts

7 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.