নবম-দশম শ্রেণীর পড়াশোনা সংক্ষিপ্ত প্রশ্ন।(জীববিজ্ঞান)(অধ্যায় ১)

 

আসালামু আলাইকুম।কেমন আছেন বন্ধুরা?আশা করি সকলে ভালো আছেন।আবারও পড়াশোনা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি।আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো।চলুন শুরু করা যাক।

        অধ্যায়ঃ১ম (জীবন পাঠ)
বিষয়ঃজীববিজ্ঞান

১.প্রশ্নঃভৌত বিজ্ঞানের শাখা কয়টি?
উত্তরঃ১১টি

২.প্রশ্নঃগ্রিক শব্দের logos এর অর্থ কী?
উত্তরঃজ্ঞান

৩.প্রশ্নঃজীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা কোনটি?
উত্তরঃBiology

৪.প্রশ্নঃমানুষের বৈজ্ঞানিক নাম কি?
উত্তরঃHomo sapiens

৫.প্রশ্নঃদ্বিপদ নামের প্রথম অংশকে কি বলে?
উত্তরঃGenus

৬.প্রশ্নঃমানুষের বৃদ্ধি হরমোন সম্পর্কে জানা যাবে কোন শাখায়?
উত্তরঃএন্ডোক্রাইনোলিতে

৭.প্রশ্নঃঅ্যারিস্টটলের জীবনকাল কত?
উত্তরঃখ্রীস্টপূর্ব ৩৮৪-৩২০

৮.প্রশ্নঃআমাদের জাতীয় ফুলের প্রজাতির নাম কি?
উত্তরঃnouchali

৯.প্রশ্নঃকেভলিয়ার স্মিথ জীব জগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছেন?
উত্তরঃ৬টি

১০.প্রশ্নঃবহুকোষী শৈবালের বৈশিষ্ট্য কোনটি?
উত্তরঃনিজে খাদ্য তৈরি করতে পারে

১১.Monera রাজ্যের অন্তর্ভুক্ত কোনটি?
উত্তরঃব্যাকটেরিয়া

১২.প্রশ্নঃঅ্যানিম্যালিয়া রাজ্যভুক্ত জীবদের অনন্য বৈশিষ্ট্য কোনটি?
উত্তরঃপ্লাস্টিডহীন

১৩.প্রশ্নঃপ্রাণিবিজ্ঞানী মুস্তাফিজুর রহমান একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। তিনি এর স্বীকৃতি নিতে কোনটির অনুসরণ করবেন?
উত্তরঃICZN এর

১৪.প্রশ্নঃকীটপতঙ্গ নিয়ে আলোচিত হয় কোন শাখায়?
উত্তরঃEntomology

১৫.প্রশ্নঃশ্রেণিবিন্যাসের লক্ষ্য মূলত কয়টি?
উত্তরঃএকটি

১৬.প্রশ্নঃঅ্যারিস্টটল ছিলেন?
উত্তরঃদার্শনিক

১৭.প্রশ্নঃজীববিজ্ঞান কোনটির প্রাচীনতম শাখা?
উত্তরঃপ্রকৃতি বিজ্ঞানের

১৮.প্রশ্নঃজিন ও বংশগতির ধারা সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?
উত্তরঃজেনেটিক্স

১৯.প্রশ্নঃMargulis কত সালে Five kingdom ধারণা পরিবর্তন করেন?
উত্তরঃ১৯৭৪

২০.প্রশ্নঃটমাস কেভলিয়ার স্মিথ প্রোটিস্টা রাজ্যকে কয় ভাগে ভাগ করেন?
উত্তরঃ২

২১.প্রশ্নঃজীবকোষের মধ্যে রহস্যপূর্ণ বিষয় কোনটি?
উত্তরঃপ্রাণের স্পন্দন।

২২.প্রশ্নঃশ্রেণিবিন্যাসের মূল ধাপ কয়টি?
উত্তরঃ৭টি

২৩.প্রশ্নঃক্যারোলাস কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তরঃসুইডেন

২৪.প্রশ্নঃজীববিজ্ঞানের কোন শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়?
উত্তরঃভৌত জীববিজ্ঞান

২৫.প্রশ্নঃআজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের নামকরণকৃত প্রজাতির সংখ্যা কত?
উত্তরঃপ্রায় ৪ লক্ষ

২৬.প্রশ্নঃলিনিয়াস জীব নমুনার বৈশিষ্ট্যের উপর জীবজগতকে কয়টি ভাগে বিভক্ত করেনে?
উত্তরঃ২টি

২৭.প্রশ্নঃকোনটি বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা?
উত্তরঃজীববিজ্ঞান।

২৮.প্রশ্নঃউন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান কোন রাজ্যে?
উত্তরঃপ্ল্যান্টি

২৯.প্রশ্নঃপ্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?
উত্তরঃজীববিজ্ঞান

৩০.প্রশ্নঃজীবদেহে নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি কোন শাখায় আলোচনা হয়?
উত্তরঃফিজিওলোজি।

৩১.প্রশ্নঃবৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা কোন অক্ষরে লিখতে হয়?
উত্তরঃইটালিক

      ধন্যবাদ

Related Posts

10 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.