নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য লেখা পড়া

আসসালামুয়ালাইকুম

কেমন আছেন সবাই, আশা করছি সবাই ভালো আছেন।

নবম ও দশম শ্রেণীর ছাত্র ও ছাত্রীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিচে দেয়া হল।

বিষয় বাংলা সাহিত্যে

প্রথম অধ্যায়

গদ্য-প্রত্যুপকার

  • এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিচে তুলে ধরা হয়েছে।
    ১.প্রত্যুপকার গদ্যটির লেখক কে?
    উঃ প্রত্যুপকার গদ্যটির লেখক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।
    ২.ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কোথায় ও কত সালে জন্মগ্রহণ করেন?
    উঃ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর পশ্চিম বঙ্গের মেদিনীপুর জেলার বীর সিংহ গ্ৰামে ২৬শে সেপ্টেম্বর ১৮২০ সালে জন্মগ্রহণ করেন।
    ৩.ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কত বছর বয়সে বিদ্যাসাগর উপাধি লাভ করেন?
    উঃ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর উনিশ বছর বয়সে বিদ্যাসাগর উপাধি লাভ করেন।
    ৪.কত সালে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ফোট উইলিয়াম কলেজের প্রধান পন্ডিত নিযুক্ত হন?
    উঃ১৮৪১ সালে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ফোট‌‌‌ উইলিয়াম কলেজের প্রধান পন্ডিত নিযুক্ত হন।
    ৫.ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর কত সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন?
    উঃ ১৮৫১ সালে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে উন্নীত হন।
    ৬.শিশুদের বাংলা বর্ণ মালার লেখক কে এবং কত সালে বর্ণ মালার প্রথম সার্থক গ্ৰন্থ লেখা তার বর্ণ পরিচয়?
    উঃ শিশুদের বাংলা বর্ণ মালার লেখক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এবং ১৮৫৫ সালে বর্ণ মালার প্রথম সার্থক গ্ৰন্থ লেখা তার বর্ণ পরিচয়।
    ৭.প্রত্যুপকার গল্পে মামুন খলিফা নামের এক ব্যক্তির প্রিয় পুত্রের নাম কি?
    উঃ প্রত্যুপকার গল্পে মামুন খলিফা নামের এক ব্যক্তির প্রিয় পুত্রের নাম হলো আলী ইবনে আব্বাস।
    ৮.প্রত্যুপকার গল্পে হস্তপদবদ্ধ ব্যক্তির কোথায় নিবাস ছিল?
    উঃ প্রত্যুপকার গল্পে হস্তপদবদ্ধ ব্যক্তি ডেমাস্কাস এ নিবাস ছিল।
    ৯.খলিফা মামুন কোথাকার শাসনকতা ছিলেন?
    উঃ খলিফা মামুন ডেমাস্কাস শাসনকতা ছিলেন।
    ১০.প্রত্যুপকার রচনাটি কোথায় থেকে নেওয়ার হয়েছে?
    উঃ প্রত্যুপকার রচনা টি আখ্যানমন্জুরী দ্বিতীয় ভাগ থেকে নেওয়ার হয়েছে।
    ১১.প্রত্যুপকার শব্দের অর্থ কী?
    উঃ প্রত্যুপকার শব্দের অর্থ হলো উপকারীর প্রতি উপকার

Related Posts

11 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.