দূরদৃষ্টি নিয়ে কয়েকটি স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন । ভবিষ্যৎ চিন্তা নিয়ে স্ট্যাটাস

আসসালামুআলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই বেশ ভালো রয়েছেন। আবারো নতুন একটি আর্টিকেল নিয়ে চলে আসলাম। আমরা সবাই ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করে থাকি। যদিও কিছু কিছু মানুষ আছে যারা ভবিষ্যতের ব্যাপারে খুব একটা ভাবে না। কিন্তু অনেকে আছে যারা ভবিষ্যৎ চিন্তা করে। দূরদৃষ্টি নিয়ে কয়েকটি স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন । ভবিষ্যৎ চিন্তা নিয়ে স্ট্যাটাস – 

দূরদৃষ্টি সম্পর্কে আমরা কেবল চিন্তা আর পরিকল্পনা করতে পারলেও, পারিনা সেটিকে নিয়ন্ত্রণ করতে। কারণ আপনি নিজে কখনোই নিজের ভবিষ্যতকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। দূরদৃষ্টি বা ভবিষ্যৎ কে নিয়ে চিন্তা করার সম্পর্কে বিখ্যাত লোকেরা অনেক ধরনের উক্তি , কথা বলে গিয়েছে। আজকের আর্টিকেলে আমি আমার মত করে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করবো। এ ধরনের আর্টিকেল আরও পড়তে আমার প্রোফাইল: https://grathor.com/user/shuvo017/?profiletab=posts

দূরদৃষ্টি নিয়ে কয়েকটি স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন । ভবিষ্যৎ চিন্তা নিয়ে স্ট্যাটাস

১. দূরদৃষ্টি সম্পর্কে চিন্তা করার সময় এটি মনে রাখবেন, কোনও অপরাধবোধ অতীতকে পরিবর্তন করতে পারে না এবং কোনও দূরদৃষ্টি ভবিষ্যতকে পরিবর্তন করতে পারে না। – Sayings
২. আমাদের সকল উদ্যোগ ভবিষ্যতের কথা চিন্তা করে আসে না, বরং তা আসে আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চাওয়া থেকে। – Khalil Gibran

৩. দূরদৃষ্টি নিয়ে চিন্তা করা যেতেই পারে। তবে অতীতের অনেক ঘটনা থাকে যেগুলো থেকে পাওয়া শিক্ষা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে অনেক কাজে লাগে।
৪. দূরদৃষ্টি নিয়ে হতাশার কোনো কারণ নেই। দূরদৃষ্টি নিয়ে কেবল পরিকল্পনা করা যেতে পারে। কারণ সৃষ্টিকর্তা আমাদের জন্য একটি দরজা বন্ধ করে দিলেও অন্য একটি দরজা ঠিকই খুলে দেন। – Billy Graham

৫. আমি কখনই দূরদৃষ্টি নিয়ে ভাবি না, কারণ আমার বিশ্বাস আছে সৃষ্টিকর্তার উপরে। তিনি যেটাই করবেন নিশ্চই ভালো জন্যেই করবেন। তাহলে এত চিন্তা কিসের?
৬. দূরদৃষ্টির কথা চিন্তা করে বর্তমানের হ্যাপিনেস বুলে যেও না, কারণ জীবনে এক দিন বার বার আসে না। ফেলে আসা দিনটি তোমার জন্য আর কখনই আসবে না।

৭. জীবন পানির স্রোতের মতই চলমান, ফেলে আসা মুহূর্ত চাইলেও আর ফিরে পাওয়া যায়না। তাই দূরদৃষ্টির হতাশায় নিজের মূল্যবান সময়গুলোকে নষ্ট না করে সেগুলোকে উপভোগ করুন।
৮. ভবিষ্যৎ চিন্তা আমাদের ভবিষ্যৎ কে পরিবর্তন করে না, বরং এটি আমাদের ভবিষ্যতের দিনগুলো কেমন হবে সেটা নির্ধারণ করতে সাহায্য করে।

৯. আপনার ভবিষ্যৎ চিন্তা তখনই থাকে যখন আপনার কোনো বর্তমান থাকে না, এবং যখন আপনার বর্তমান থাকে, আপনি ভবিষ্যৎ নিয়ে ভাবতেও ভুলে যাবেন। – Robert Walser
১০. Future Thinking করা ভালো, তবে Over Thinking করাটা মোটেও ভালো না। ওভার থিংকিং করলে ভবিষ্যৎ পরিকল্পনায় আরো ব্যাঘাত ঘটে।

এই ছিল আপনাদের জন্য দূরদৃষ্টি নিয়ে কয়েকটি স্ট্যাটাস। আশা করছি দূরদৃষ্টি নিয়ে এই কয়েকটি স্ট্যাটাস আপনাদের ভালো লেগে থাকবে। এই ছিল আজকের আর্টিকেলটা, ভালো লাগলে শেয়ার করবেন নিশ্চই। আমাদের ফেসবুক গ্রুপ ভিজিট করুনঃ https://facebook.com/groups/grathor.official/

Related Posts

8 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.