Cheap price backlink from grathor: info@grathor.com

টাকা কি আসলে সব কিছুই করতে পারে

টাকা যেটা ছাড়া আমাদের এক মূহুর্তও চলে না।এই পৃথিবীতে যত কিছু আছে তার অর্ধেক কিন্তু টাকাই করে থাকে।টাকা এমন একটি ধন যেটা যার আছে তার দুনিয়াতে ক্ষমতাও আছে।আর যার টাকা নেই তাকে কেউ একবার চেয়েও দেখে না।আমরা দৈনন্দিন জীবনে যত কাজ করি সব ক্ষেত্রেই কিন্তু টাকাই প্রয়োজন হয়।কারন এই দুনিয়াতে টাকা থাকলে সব কিছুই করা সম্ভব।আবার এমনও কিছু কাজ আছে যে গুলো টাকা দিয়ে করা সম্ভব নয়।আমরা যখন বাজার করার জন্য বাজারে যাই তখন কিন্তু আমাদের আগে গাড়িতে যেতে আর বাজার করার আগেই কিন্তু টাকা দিতে হয়।আর যখন বাজার করি তখনও টাকা দিতে আমাদের চলার পথে আমরা যে দিকেই যাইনা কেন টাকা লাগবেই কারন এই দুনিয়াতে চলতে গেলে টাকা লাগবেই টাকা ছাড়া চলা অসম্ভব।আবার এই দুনিয়াতে এমনও কিছু কাজ আছে যেগুলো হাজার চেষ্টা করলেও কিন্তু তা কেনা যায় না।কোনো একজন মরতেছে আর আমি তখন যদি তার সামনে লক্ষ্য লক্ষ্য টাকাও ফেলি তাও কিন্তু তাকে ভালো করা সম্ভব নয় যত ডাক্তারই থাকুক আর যাই থাকুক তা কোন দিনও সম্ভব হয়নি আর কোন দিন হবেও না।আর আমাদের মান ও সম্মান যেটা একবার কেউ নষ্ট করলে সেটা কিন্তু হাজার হাজার টাকা দিয়েও ফিরিয়ে আনা সম্ভব নয়।তাহলে দেখুন টাকাই কিন্তু মানুষের সব কাজ করে দেয় না।আর তাই দুনিয়াতে সবারই টাকার অহংকারটা না করাই ভালো।টাকা দিয়ে আমরা কাজ করব আমাদের যে প্রয়োজনীয় কাজ গুলো আছে ঐ গুলোই করব।এর বাইরে আমরা কখনো টাকা নিয়ে বাড়াবাড়ি করব না এতে আমাদের সবারই ক্ষতি কোনো গরিব লোককে দেখে কখনও টাকা মর অহংকার করব না।তো আজ আমরা জানলাম যে দুনিয়াতে টাকাই সব না আর টাকাই হব কিছু করতে পারে না।

Marketing

Related Posts

6 Comments

  1. ইন্টারনেট cookies আমাদের জন্য কতটা উপকারী
    https://grathor.com/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f-cookies-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%a4/

  2. ইন্টারনেট cookies আমাদের জন্য কতটা উপকারীhttps://grathor.com/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f-cookies-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%a4/

Leave a Reply